জিব্রাল্টার প্রণালী
-
জিব্রাল্টার প্রণালী ইউরোপকে আফ্রিকা থেকে পৃথক করেছে।
-
এটি ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযোগকারী একমাত্র প্রাকৃতিক পথ।
-
ভূমধ্যসাগরকে পশ্চিমে আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত করেছে।
-
উত্তর আফ্রিকাকে দক্ষিণ-পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপ থেকে পৃথক করেছে।
-
প্রণালী মরক্কো ও স্পেনকে পৃথক করে।
-
প্রণালীর গড় গভীরতা ১,২০০ ফুট (৩৬৫ মিটার)।
উৎস: ওয়ার্ল্ড এটলাস