A
গরিয়সিনী
B
গরিয়ানী
C
গরিয়াসী
D
গরীয়সী
উত্তরের বিবরণ
বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ
১. ‘তা’ → ‘ত্রী’
যেসব পুরুষবাচক শব্দের শেষে তা থাকে, স্ত্রীবাচক রূপে তা ত্রী হয়।
-
নেতা → নেত্রী
-
কর্তা → কর্ত্রী
-
শ্রোতা → শ্রোত্রী
-
ধাতা → ধাত্রী
২. অত্ / বান্ / মান / ঈয়ান রূপান্তর
-
অত্ → অতী
-
সৎ → সতী
-
মহৎ → মহতী
-
-
বান্ → বতী
-
গুণবান → গুণবতী
-
রূপবান → রূপবতী
-
-
মান → মতি
-
শ্রীমান → শ্রীমতী
-
বুদ্ধিমান → বুদ্ধিমতী
-
-
ঈয়ান → ঈয়সী
-
গরীয়ান → গরীয়সী
-
৩. অন্যান্য বিশেষ রূপান্তর
-
সম্রাট → সম্রাজ্ঞী
-
রাজা → রানি
-
যুবক → যুবতী
-
শ্বশুর → শ্বশ্রু
-
নর → নারী
-
বন্ধু → বান্ধবী
-
দেবর → জা
-
শিক্ষক → শিক্ষয়িত্রী
-
স্বামী → স্ত্রী
-
পতি → পত্নী
-
সভাপতি → সভানেত্রী

0
Updated: 6 days ago
তাপ শব্দের বিপরীতার্থক শব্দ-
Created: 1 month ago
A
শৈত্য
B
শীতল
C
উত্তাপ
D
হিম
তাপ এর বিপরীত শব্দ শৈত্য

0
Updated: 1 month ago
‘আবির্ভাব’ এর বিপরীত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
অভাব
B
স্বভাব
C
অনুভব
D
তিরোভাব
আবির্ভাব শব্দের অর্থ হলো — প্রকাশ, উপস্থিত হওয়া বা আবিরূপে (দেখা দিয়ে) আগমন।
এই শব্দটি সাধারণত ব্যবহার করা হয় কোনো কিছুর উদয় বা প্রকাশ বোঝাতে, যেমন:
“মঞ্চে অভিনেতার আবির্ভাব ঘটে।”
এর বিপরীত অর্থ হবে — অদৃশ্য হওয়া, লীন হয়ে যাওয়া বা চোখের আড়ালে চলে যাওয়া — অর্থাৎ, তিরোভাব।
বাকিগুলোর ব্যাখ্যা:
-
ক) অভাব – অর্থ: কোনো কিছুর ঘাটতি বা না থাকা (এটি ‘প্রচুরতা’ বা ‘প্রাচুর্য’-এর বিপরীত)।
→ এটি ‘আবির্ভাব’-এর বিপরীত নয়। -
খ) স্বভাব – অর্থ: স্বাভাবিক গুণ বা আচরণ।
→ এটি কোনোভাবেই ‘আবির্ভাব’-এর বিপরীতার্থক শব্দ নয়। -
গ) অনুভব – অর্থ: অনুভুতি পাওয়া বা উপলব্ধি করা।
→ এটিও ‘আবির্ভাব’-এর বিপরীত নয়।
✅ সঠিক উত্তর: ঘ) তিরোভাব

0
Updated: 1 month ago
“উদ্ধত্য’ শব্দের বিপরীত শব্দ কী?
Created: 9 hours ago
A
সরল
B
বিনয়
C
মহানুভব
D
জ্ঞানী
“উদ্ধত্য” শব্দের অর্থ হলো উদ্ধত, অহংকারী, দাম্ভিক, দম্ভশীল।
এটার বিপরীত অর্থ হবে নম্র, বিনয়ী, ভদ্র স্বভাবের।
প্রদত্ত অপশনগুলো দেখলে—
ক) সরল → সোজাসাপ্টা বা জটিলতাহীন। (উদ্ধত্যের সরাসরি বিপরীত নয়)
খ) বিনয় → নম্রতা, ভদ্রতা। (উদ্ধত্যের প্রকৃত বিপরীত) ✅
গ) মহানুভব → দয়ালু, উদার মনের। (আংশিকভাবে বিপরীত হতে পারে, তবে যথাযথ নয়)
ঘ) জ্ঞানী → বিদ্বান, জ্ঞানসম্পন্ন। (সম্পূর্ণ আলাদা অর্থ, বিপরীত নয়)
✅ সঠিক উত্তর: খ) বিনয়

0
Updated: 9 hours ago