এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে কী কোণ বলে?
A
সূক্ষ্মকোণ
B
সম্পূরক কোণ
C
প্রবৃদ্ধ কোণ
D
স্থূলকোণ
উত্তরের বিবরণ
প্রশ্ন:
এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে কী কোণ বলা হয়?
সমাধান:
-
এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়।
অন্যদিকে:
-
এক সমকোণ অপেক্ষা বড়, কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলা হয়।
-
দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়।
-
দুইটি কোণের সমষ্টি ১৮০° হলে, সেই দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়।

0
Updated: 1 month ago
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণের মান কেন্দ্রস্থ কোণের কত গুণ?
Created: 1 week ago
A
সমান
B
দ্বিগুন
C
অর্ধেক
D
তিনগুণ
প্রশ্ন: বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণের মান কেন্দ্রস্থ কোণের কত গুণ?
সমাধান:
- বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
- বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
যেমন, যদি একটি বৃত্তের বৃত্তস্থ কোণ 40° হয়, তবে বৃত্তটির কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে 80°।

0
Updated: 1 week ago
একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ ৮৫° হলে, পরিধিস্থ কোণের পরিমাণ কত হবে?
Created: 1 week ago
A
৩৭.৫°
B
৪৫°
C
৪২.৫°
D
৪০°
প্রশ্ন: একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ ৮৫° হলে, পরিধিস্থ কোণের পরিমাণ কত হবে?
সমাধান:
আমরা জানি,
- বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তঃস্থ কোণ কেন্দ্রঃস্থ কোণের অর্ধেক।
- বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রঃস্থ কোণ বৃত্তঃস্থ কোণের দ্বিগুণ।
এখন,
একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ = ৮৫° হলে,
পরিধিস্থ কোণের পরিমাণ হবে = (৮৫° ÷ ২)
= ৪২.৫°
∴ পরিধিস্থ কোণের পরিমাণ = ৪২.৫°

0
Updated: 1 week ago
∠x হলো ∠y এর দ্বিগুণ। ∠x ও ∠y পরস্পর সম্পূরক হলে ∠x এর মান কত?
Created: 1 week ago
A
30°
B
120°
C
90°
D
60°
প্রশ্ন: ∠x হলো ∠y এর দ্বিগুণ। ∠x ও ∠y পরস্পর সম্পূরক হলে ∠x এর মান কত?
সমাধান:
∠y = ∠x/2
শর্তমতে,
∠x + ∠y = 180°
বা, ∠x + (∠x/2) = 180°
বা, (3∠x)/2 = 180°
বা, ∠x = (180° × 2)/3
∴ ∠x = 120°

0
Updated: 1 week ago