নিচের কোনটি যৌগিক শব্দ?
A
পঙ্কজ
B
রাজপুত
C
জলধি
D
দৌহিত্র
উত্তরের বিবরণ
যৌগিক শব্দ
সংজ্ঞা:
যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে।
উদাহরণ:
-
গায়ক = গৈ + ণক → গান করে যে
-
কর্তব্য = কৃ + তব্য → যা করা উচিত
-
বাবুয়ানা = বাবু + আনা → বাবুর ভাব
-
মধুর = মধু + র → মধুর মতো মিষ্টি গুণযুক্ত
-
দৌহিত্র = দুহিতা + ষ্ণ্য → কন্যার পুত্র, নাতি
-
চিকামারা = চিকা + মারা → দেওয়ালের লিখন
যোগরূঢ় শব্দ
সংজ্ঞা:
সমাস নিষ্পন্ন শব্দের পদসমূহের মূল অর্থ সম্পূর্ণভাবে অনুসরণ না করে কোনো বিশেষ অর্থ গ্রহণ করলে তাকে যোগরূঢ় শব্দ বলা হয়।
উদাহরণ:
-
মহাযাত্রা → ব্যুৎপত্তিগত অর্থ: 'মহাসমারোহে যাত্রা', ব্যবহারিক অর্থ: মৃত্যু
-
জলধি → ব্যুৎপত্তিগত অর্থ: 'জল ধারণ করে এমন', ব্যবহারিক অর্থ: সমুদ্র
-
রাজপুত → ব্যুৎপত্তিগত অর্থ: 'রাজার পুত্র', ব্যবহারিক অর্থ: জাতি বিশেষ
-
পঙ্কজ → ব্যুৎপত্তিগত অর্থ: 'পঙ্কে জন্মে যা', ব্যবহারিক অর্থ: পদ্মফুল

0
Updated: 1 month ago
৫) নিচের কোনটি যোগরূঢ় শব্দ?
Created: 2 months ago
A
কলম
B
বাশিঁ
C
শাখামৃগ
D
সন্দেশ
শাখামৃগ
-
সংজ্ঞা:
শাখামৃগ সমাসবদ্ধ শব্দটি মূলত ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে বিচরণকারী, লম্বা লেজ ও লোমাবৃত দেহবিশিষ্ট মাঝারি আকৃতির স্তন্যপায়ী বৃক্ষচর প্রাণী বোঝায়। -
ব্যবহারিক অর্থ:
সাধারণভাবে শাখামৃগ শব্দটি বানরকে বোঝাতে ব্যবহৃত হয়। -
শ্রেণিবিন্যাস:
এটি একটি যোগরূঢ় শব্দ।
যোগরূঢ় শব্দ
-
সংজ্ঞা:
সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুসারী না হয়ে কোনো স্বতন্ত্র অর্থ গ্রহণ করে, তাদের যোগরূঢ় শব্দ বলে। -
উদাহরণ:
-
মহাযাত্রা: ‘মহাসমারোহে যাত্রা’ অর্থ পরিত্যাগ করে, অর্থ: মৃত্যু।
-
জলধি: ‘জল ধারণ করে এমন’ অর্থ পরিত্যাগ করে, অর্থ: সমুদ্র।
-
রাজপুত: ‘রাজার পুত্র’ অর্থ পরিত্যাগ করে, অর্থ: জাতি বিশেষ।
-
পঙ্কজ: পঙ্কে জন্মানো উদ্ভিদের নাম হতে বিশেষভাবে পদ্মফুল বোঝায়।
-
অন্যান্য শব্দের শ্রেণি
-
যৌগিক শব্দ: কলম
-
রূঢ়ি শব্দ: সন্দেশ, বাশিঁ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)

0
Updated: 2 months ago
যৌগিক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
হস্তী
B
বাঁশি
C
বাবুয়ানা
D
মহাযাত্রা
যৌগিক শব্দ
-
সংজ্ঞা: যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ (মূল অর্থ) ও ব্যবহারিক অর্থ একই থাকে, তাদের যৌগিক শব্দ বলে।
-
উদাহরণ: গায়ক, দৌহিত্র, কর্তব্য, বাবুয়ানা, চিকামারা, মধুর, শয়ন, গুণবান।
রূঢ়ি শব্দ
-
যেসব শব্দের অর্থ ব্যুৎপত্তিগত অর্থ থেকে ভিন্ন হয়ে একটি নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়, তাদের রূঢ়ি শব্দ বলে।
-
উদাহরণ: হস্তী, বাঁশি।
যোগরূঢ় শব্দ
-
দুটি বা ততোধিক শব্দ মিলে এমন একটি নতুন অর্থ প্রকাশ করে, যা মূল শব্দগুলোর আক্ষরিক অর্থের সঙ্গে মেলে না, তাকে যোগরূঢ় শব্দ বলে।
-
উদাহরণ: মহাযাত্রা।
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
'উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।' - এটি কোন প্রকার বাক্যের উদাহরণ?
Created: 3 weeks ago
A
যৌগিক
B
জটিল
C
সরল
D
খণ্ড
বাংলা ভাষায় যৌগিক বাক্য এমন একটি গঠন যেখানে দুটি বা ততোধিক সরল বা মিশ্র বাক্য সমন্বিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করে। এখানে প্রত্যেকটি বাক্য স্বতন্ত্র অর্থ বহন করে এবং তারা পরস্পর নিরপেক্ষ থাকে। এই বাক্যগুলো সাধারণত এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি ইত্যাদি অব্যয় দ্বারা যুক্ত হয়।
-
উদাহরণ:
-
নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে, কিন্তু কোনো পথ দেখাতে পারলেন না।
-
বস্ত্ৰ মলিন কেন, কেহ জিজ্ঞাসা করিলে সে ধোপাকে গালি পাড়ে, অথচ ধৌত বস্ত্রে তাহার গৃহ পরিপূর্ণ।
-
উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।
-
উৎস:

0
Updated: 3 weeks ago