A
পিতৃহারা
B
দিবারাত্রি
C
যুবরাজ
D
নির্দোষ
উত্তরের বিবরণ
• কিছু সমাস ঘটিত অশুদ্ধ শব্দের সম্পর্কে সতর্কতা:
সংস্কৃত ইন্- প্রত্যয়ান্ত শব্দের প্রথমবার একবচনের রূপ হিসেবে বাংলায় ধনী, গুণী, মানী, পাপী ইত্যাদি হয়। কিন্তু নিঃ উপসর্গযোগে সমাসবদ্ধ হলে শব্দের শেষে ঈ-কার হয় না। সেখানে ধন, গুণ, মান, পাপ ইত্যাদি শব্দের সমান হয়।
যেমন- নেই ধন যার = নির্ধন; নেই গুণ যার = নির্গুণ; নেই পাপ যার = নিষ্পাপ। নির্ধনী, নির্গুণী, নিষ্পাপী ইত্যাদি অশুদ্ধ।
কিছু সমাস সাধিত অশুদ্ধ শব্দের শুদ্ধ প্রয়োগ:
অশুদ্ধ শব্দ - শুদ্ধ শব্দ:
পিতাহারা - পিতৃহারা;
যুবরাজা - যুবরাজ;
মহিমামণ্ডিত - মহিমমণ্ডিত;
রাজাগণ - রাজগণ;
মাতাজাতি - মাতৃজাতি;
সুবুদ্ধিমান - সুবুদ্ধি;
নির্দোষী - নির্দোষ;
পিতাহারা - পিতৃহারা;
অর্ধরাত্রি - অর্ধরাত্র;
নিরভিমানী - নিরভিমান;
দিবারাত্রি - দিবারাত্র;
নীরোগী - নীরোগ ইত্যাদি।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 6 days ago
কোনটি দ্বিগু সমাস?
Created: 2 weeks ago
A
সপ্তাহ
B
পরিভ্রমণ
C
আমরণ
D
মনগড়া
'সপ্তাহ' দ্বিগু সমাস। সমাহার (সমষ্টি) বা মিলন অর্থ সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাই দ্বিগু সমাস। 'সপ্তাহ' বিশ্লেষণ করলে পাই - সপ্ত অহের সমাহার ।

0
Updated: 2 weeks ago
জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত?
Created: 4 weeks ago
A
মধ্যপদলোপী কর্মধারয়
B
ষষ্ঠী তৎপুরুষ
C
পঞ্চমী তৎপুরুষ
D
উপমান কর্মধারয়
মধ্যপদলোপী কর্মধারয় সমাস:
যেসব বাক্য একসাথে মিলিয়ে একটি শব্দ হয় এবং সেখানে মাঝখানের (মধ্যপদ) কোনো শব্দ বাদ পড়ে, সেই ধরনের সমাসকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।
উদাহরণ দেখলেই বিষয়টি পরিষ্কার হবে:
-
জ্যোৎস্না শোভিত যে রাত → জ্যোৎস্নারাত (মাঝখানের “শোভিত” শব্দটি বাদ গেছে)
-
চালে আশ্রিত কুমড়া → চালকুমড়া (“আশ্রিত” শব্দটি লোপ পেয়েছে)
-
সাহিত্য বিষয়ক সভা → সাহিত্যসভা (“বিষয়ক” শব্দটি বাদ)
-
সিংহ চিহ্নিত আসন → সিংহাসন (“চিহ্নিত” শব্দটি লোপ)
-
স্মৃতি রক্ষার জন্য সৌধ → স্মৃতিসৌধ (“রক্ষার্থে” বা “রক্ষার জন্য” বাদ)
এগুলোই মধ্যপদ বাদ দিয়ে গঠিত শব্দ বা মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 4 weeks ago
'সমাস' নিয়ে ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা করা হয়?
Created: 1 week ago
A
বাক্যতত্ত্ব
B
ধ্বনিতত্ত্ব
C
রূপতত্ত্ব
D
অর্থতত্ত্ব
রূপতত্ত্ব
-
শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা।
-
আলোচ্য বিষয়: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি।
-
শব্দগঠন প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব।
-
উপসর্গ, সমাস, প্রত্যয় ও পুরুষও রূপতত্ত্বের অন্তর্ভুক্ত।

0
Updated: 1 week ago