'পদ্মপাতায় জল' বাগ্ধারার অর্থ কী?
A
অসম্ভব বস্তু
B
প্রতিবন্ধক
C
ক্ষণস্থায়ী
D
অত্যধিক সুবিধে
উত্তরের বিবরণ
বাগ্ধারা ও অর্থ
-
পদ্মপাতায় জল → ক্ষণস্থায়ী
-
ব্যাঙের সর্দি → অসম্ভব বস্তু
-
পথের কাঁটা → প্রতিবন্ধক
-
পোয়া বারো → অত্যধিক সুবিধে

0
Updated: 1 month ago
'য়া রো পো বা' এলোমেলো বর্ণগুলো দ্বারা গঠিত বাগ্ধারাটির কী অর্থ প্রকাশ করে?
Created: 3 weeks ago
A
সৌভাগ্য
B
অহংকার
C
অপচয়
D
অকৃতজ্ঞ
এই বাক্যে দেওয়া এলোমেলো বর্ণগুলো—'য়া রো পো বা'—সাজালে পোয়াবারো শব্দটি পাওয়া যায়।
-
পোয়াবারো (বিশেষ্য)
-
সৌভাগ্য।
-
পাশা খেলার সুবিধাজনক দানবিশেষ।
-
সূত্র:

0
Updated: 3 weeks ago
'বুদ্ধির ঢেঁকি' বাগ্ধারার অর্থ কী?
Created: 3 weeks ago
A
মহাজ্ঞানী
B
নির্বোধ
C
ভণ্ড
D
প্রবীণ
বাংলা ভাষায় বাগ্ধারা কথোপকথন ও লেখায় ভাবকে সংক্ষিপ্ত ও প্রাঞ্জলভাবে প্রকাশ করার একটি উপায়। কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা ও তাদের অর্থ নিচে দেওয়া হলো।
-
বুদ্ধির ঢেঁকি : নির্বোধ
-
গুড়ে বালি : আশায় নৈরাশ্য
-
গোড়ায় গলদ : শুরুতেই ভুল
-
কৈ মাছের জান : যা সহজে মরে না
-
পুটি মাছের প্রাণ : ছোটো মন
-
তালকানা : কাণ্ডজ্ঞানহীন
-
তিলকে তাল করা : ছোটকে বড় করা
উৎস:

0
Updated: 3 weeks ago
"শিক্ষক বললেন, নেই আঁকড়া হওয়া মানুষের জীবনে অনেক সমস্যা ডেকে আনে।" — বাক্যটিতে 'নেই আঁকড়া' বাগ্ধারার অর্থ কী?
Created: 1 month ago
A
নির্লজ্জ
B
নিতান্ত অলস
C
নির্বোধ
D
একগুঁয়ে
• "শিক্ষক বললেন, নেই আঁকড়া হওয়া মানুষের জীবনে অনেক সমস্যা ডেকে আনে।" — বাক্যটিতে 'নেই আঁকড়া' বাগ্ধারার অর্থ- একগুঁয়ে।
আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্ধারা:
• 'ফোড়ন দেওয়া' - টিপ্পনি কাটা।
• ’নয়ছয়’ - অপচয়।
• 'গোঁফ খেজুরে' - নিতান্ত অলস।
• ’ধরি মাছ না ছুঁই পানি’ - কৌশলে কার্যোদ্ধার।
• 'অঘাচণ্ডী' - নির্বোধ, মূর্খ, বোকা।
• 'কানকাটা' - নির্লজ্জ, বেহায়া।

0
Updated: 1 month ago