'Manifesto' এর বাংলা পরিভাষা কোনটি?
A
ঘোষণাপত্র
B
ইশতেহার
C
পাণ্ডুলিপি
D
প্রেরিতক-সূচি
উত্তরের বিবরণ
ইংরেজি শব্দ ও বাংলা পরিভাষা
-
Manifesto = ইশতেহার
-
Manuscript = পাণ্ডুলিপি
-
Gazette = ঘোষণাপত্র
-
Invoice = চালান, প্রেরিতক-সূচি

0
Updated: 1 month ago
‘Farce' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
হলফনামা
B
প্রহসন
C
পরিপত্র
D
অবচেতন
বাংলা পারিভাষিক শব্দ:
-
Farce = প্রহসন
-
Affidavit = হলফনামা
-
Circular = পরিপত্র
-
Subconscious = অবচেতন

0
Updated: 1 month ago
'Memorandum' এর পরিভাষা কী?
Created: 1 month ago
A
পরীক্ষাগার
B
গণসংযোগ
C
স্মারকলিপি
D
অবতরণ
'Memorandum ' শব্দের পারিভাষাঃ স্মারকলিপি; চিঠি; চিরকুট; চীরকুট; নোট; ভবিষ্যতে ব্যবহারের জন্য ঘটনাদির তালিকা; ভবিষ্যৎ ব্যবহারের জন্য নোট; স্মরণ রাখতে হবে এমন বিষয়; স্মারক ) দাফতরিক যোগাযোগ সম্পর্কিত অনানুষ্ঠানিকভাবে সম্পন্ন বা স্বাক্ষরিত হয়নি।

0
Updated: 1 month ago
'Curtain' এর বাংলা পরিভাষা কোনটি?
Created: 3 weeks ago
A
বিস্তারিত
B
প্রথা
C
পর্দা
D
সংক্ষিপ্ত
Curtain (noun) শব্দের বাংলা অর্থ হলো—
-
দরজা বা জানালার পর্দা
-
মঞ্চের যবনিকা বা পর্দা
-
কোনো কিছুর আবরণ
এছাড়া আরও কিছু সম্পর্কিত শব্দ হলো—
-
Custom = প্রথা
-
Curtail = সংক্ষিপ্ত করা
-
Detail = বিস্তারিত
সূত্র:

0
Updated: 3 weeks ago