A
দুঃসময় বন্ধু
B
নিষ্ক্রিয় দর্শক
C
ভণ্ড
D
ক্ষণস্থায়ী
উত্তরের বিবরণ
বাগ্ধারার অর্থ
-
শরতের শিশির → ক্ষণস্থায়ী
-
সাক্ষী গোপাল → নিষ্ক্রিয় দর্শক
-
বর্ণচোরা → ভণ্ড
-
সুখের পায়রা → সুদিনের বন্ধু
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 6 days ago
বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?
Created: 3 months ago
A
অমাবস্যার চাঁদ; আকাশ কুসুম
B
বক ধার্মিক; বিড়াল তপস্বী
C
রুই-কাতলা; কেউ কেটা
D
বক ধার্মিক; ভিজে বেড়াল
• বক ধার্মিক ও বিড়াল তপস্বী বাগ্ধারাগুলোর অর্থ - ভণ্ড।
বক ধার্মিক ও বিড়াল তপস্বী — ভণ্ড ব্যক্তি বোঝাতে ব্যবহৃত হয়।
-
ভিজে বিড়াল — কপট বা ভানকারী মানুষকে নির্দেশ করে।
-
অমাবস্যার চাঁদ — অত্যন্ত দুর্লভ বা খুব কষ্টে মেলে এমন কিছু।
-
আকাশ কুসুম — বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীন, অসম্ভব কল্পনা।
-
রুই-কাতলা — সমাজে বা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ ব্যক্তি।
-
কেউ কেটা — অপ্রধান বা তুচ্ছ কোনো ব্যক্তি বা বস্তু।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর
-
ভাষা-শিক্ষা — ড. হায়াৎ মামুদ

0
Updated: 3 months ago
'আকাশ কুসুম' বাগধারাটির অর্থ কী?
Created: 1 month ago
A
আকাঙ্ক্ষিত বস্তু
B
অপ্রত্যাশিত
C
প্রচুর ব্যবধান
D
অসম্ভব কল্পনা

0
Updated: 1 month ago
‘ভাবনা চিন্তাহীন’ কোন বাগধারাটির অর্থপ্রকাশ করে?
Created: 9 hours ago
A
সুখের পায়রা
B
যক্ষের ধন
C
খোদার খাসি
D
বসন্তের কোকিল
খোদার খাসি = চিন্তাভাবনাহীন অলস অকর্মণ্য হৃষ্টপুষ্ট ব্যক্তি। (খোদার নামে ছেড়ে দেয়া এমন অর্থে ব্যবহার হয়)

0
Updated: 9 hours ago