A
উপন্যাস
B
গল্পগ্রন্থ
C
নাটক
D
প্রবন্ধগ্রন্থ
উত্তরের বিবরণ
হাসান আজিজুল হক
জন্ম: ১৯৩৯, বর্ধমান, পশ্চিমবঙ্গ।
বাংলা কথাসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক হাসান আজিজুল হক তাঁর গভীর জীবনবোধ ও তীক্ষ্ণ সমাজচেতনার জন্য পরিচিত। তিনি মূলত একজন কথাসাহিত্যিক হিসেবে খ্যাতি অর্জন করেন।
উপন্যাসসমূহ:
-
আগুনপাখি
-
সাবিত্রী উপাখ্যান
-
শিউলি
-
বৃত্তায়ন
গল্পগ্রন্থসমূহ:
-
আমরা অপেক্ষা করেছি
-
আত্মজা ও একটি করবী গাছ
-
নামহীন গোত্রহীন
-
পাতালে হাসপাতালে
-
সমুদ্রের স্বপ্ন
-
শীতের অরণ্য
-
জীবন ঘষে আগুন প্রভৃতি।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 2 months ago
"পুতুলনাচের ইতিকথা" গ্রন্থের রচয়িতা কে?
Created: 1 day ago
A
মানিক বন্দ্যোপাধ্যায়
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
সুনীল গঙ্গোপাধ্যায়
D
সুনীল গঙ্গোপাধ্যায়
• মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস- 'পুতুলনাচের ইতিকথা'।
---------------------------
• পুতুলনাচের ইতিকথা:
- উপন্যাসটি ১৯৩৬ সালে প্রকাশিত হয়।
- মানিক বন্দ্যোপাধ্যায় বলেছেন: 'সাহিত্যিকেরও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন।' 'পুতুলনাচের ইতিকথা'য় সেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ আছে।
- ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বাঙালি শিক্ষিত মধ্যবিত্তের অন্তর্গত টানাপোড়েন ও অস্তিত্ব সংকট শশী চরিত্রের মধ্য দিয়ে প্রকাশিত।
- 'পুতুলনাচের ইতিকথা'য় পুতুল বলতে এই মানুষগুলোকেই বোঝানো হয়েছে, যারা চারিত্রিক দৃঢ়তা নিয়ে দাঁড়াতে পারে না; পুতুলের মতো অন্যের অল্প ধাক্কাতেই চালিত হয়।
- উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: হারু ঘোষ, শশী, কুসুম ইত্যাদি।
----------------------------
• মানিক বন্দ্যোপাধ্যায়:
- ১৯০৮ সালে পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে।
- পিতা হরিহর বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের গ্রাজুয়েট।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার, ‘মানিক’ তাঁর ডাকনাম।
- মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন ত্রিশোত্তর বাংলা কথাসাহিত্যের একজন শক্তিমান লেখক।
- স্নাতক শ্রেণিতে অধ্যয়নের সময় বিচিত্রা পত্রিকায় তাঁর প্রথম গল্প 'অতসী মামী' (১৯২৮) প্রকাশিত হলে পাঠক মহলে আলোড়নের সৃষ্টি হয়।
- সাহিত্যের মাধ্যমে মার্ক্সের শ্রেণিসংগ্রামতত্ত্বের বিশ্লেষণ এবং মানুষের মনোরহস্যের জটিলতা উন্মোচনে তিনি ছিলেন একজন দক্ষশিল্পী।
- 'পদ্মানদীর মাঝি' ও 'পুতুলনাচের ইতিকথা' উপন্যাস দুটি তাঁর বিখ্যাত রচনা। এ দুটির মাধ্যমেই তিনি সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন। পদ্মানদীর মাঝি চলচ্চিত্রায়ণ হয়েছে।
- তিনি ১৯৫৬ খ্রিস্টাব্দের ৩ ডিসেম্বর কলকাতায় মারা যান।
• তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাসগুলো:
- জননী,
- দিবারাত্রির কাব্য,
- পদ্মানদীর মাঝি,
- পুতুলনাচের ইতিকথা,
- শহরতলী,
- চিহ্ন,
- চতুষ্কোণ,
- সার্বজনীন,
- আরোগ্য প্রভৃতি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 1 day ago
'জন্মই আমার আজন্ম পাপ' গ্রন্থটির রচয়িতা কে?
Created: 2 months ago
A
রফিক আজাদ
B
গোলাম মোস্তফা
C
দাউদ হায়দার
D
হুমায়ুন কবির
জন্মই আমার আজন্ম পাপ
— দাউদ হায়দার
"জন্মই আমার আজন্ম পাপ, মাতৃজরায়ু থেকে নেমেই জেনেছি আমি
সন্ত্রাসের ঝাঁঝালো দিনে বিবর্ণ পত্রের মতো হঠাৎ ফুৎকারে উড়ে যাই
পালাই, পালাই সুদূরে—
চারপাশে রৌদ্রের ঝলক।
বাসের দোতলায়, ফুটপাতে রুটির দোকানে,
দ্রুতগামী নতুন মডেলের
চকচকে বনেটে রাত্রির ঝলমলে আলো—
ভাঙাচোরা মুখচ্ছবির খোঁজ…"
(সংক্ষিপ্ত)
দাউদ হায়দার সম্পর্কে সংক্ষেপে:
-
জন্ম: ২১শে ফেব্রুয়ারি, ১৯৫২
-
জন্মস্থান: দোহার, পাবনা
-
পরিচয়: একজন প্রথিতযশা লেখক, যিনি সাহিত্যজগতে তাঁর স্পষ্টভাষী ও আত্মজৈবনিক কবিতার জন্য পরিচিত।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
-
জন্মই আমার আজন্ম পাপ
-
এই শাওনে এই পরবাসে
-
আমি ভালো আছি তুমি
-
পাথরের পুঁথি
তথ্যসূত্র:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
-
জন্মই আমার আজন্ম পাপ – দাউদ হায়দার

0
Updated: 2 months ago
'যখন উদ্যত সঙ্গীন' কাব্যগ্রন্থটি রচনা করেছেন-
Created: 2 months ago
A
গিরিশচন্দ্র ঘোষ
B
কুসুমকুমারী দাশ
C
কামিনী রায়
D
হাসান হাফিজুর রহমান
হাসান হাফিজুর রহমান
-
জন্ম: ১৯৩২ সালের ১৪ জুন, জামালপুর শহরে।
-
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন গ্রন্থ ‘একুশে ফেব্রুয়ারী’ ১৯৫৩ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়।
-
তাঁর সম্পাদনায় ১৫ খণ্ডে প্রকাশিত হয় ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র’ (১৯৮২–৮৩)।
-
তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘বিমুখ প্রান্তর’।
কাব্যগ্রন্থসমূহ:
-
বিমুখ প্রান্তর
-
প্রতিবিম্ব
-
আর্ত শব্দাবলী
-
অন্তিম শহরের মতো
-
যখন উদ্যত সঙ্গীন
-
শোকার্ত তরবারি
ইত্যাদি।
গল্প:
-
আরো দুটি মৃত্যু।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago