A
অনুমোদন
B
খুশিমতো
C
সালিস
D
উপলব্ধি
উত্তরের বিবরণ
ইংরেজি শব্দের বাংলা পরিভাষা
-
Arbiter → সালিস
-
Arbitrary → খুশিমতো
-
Approbation → অনুমোদন
-
Appreciation → উপলব্ধি
উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি

0
Updated: 6 days ago
'Manifesto' এর বাংলা পরিভাষা কোনটি?
Created: 6 days ago
A
ঘোষণাপত্র
B
ইশতেহার
C
পাণ্ডুলিপি
D
প্রেরিতক-সূচি
ইংরেজি শব্দ ও বাংলা পরিভাষা
-
Manifesto = ইশতেহার
-
Manuscript = পাণ্ডুলিপি
-
Gazette = ঘোষণাপত্র
-
Invoice = চালান, প্রেরিতক-সূচি

0
Updated: 6 days ago
Excise duty -র পরিভাষা কোনটি?
Created: 4 weeks ago
A
অতিরিক্ত কর
B
আবগারি শুল্ক
C
অর্পিত দায়িত্ব
D
অতিরিক্ত কর্তব্য
'Excise duty' এর বাংলা পারিভাষা - আবগারি শুল্ক।
এছাড়া,
• 'Estate duty' এর বাংলা পারিভাষা - সম্পত্তি কর।
• 'Excise' এর বাংলা পারিভাষা - আবগারি।
• 'Excise duty' এর বাংলা পারিভাষা - আবগারি শুল্ক।
• 'Excess benefit' এর বাংলা পারিভাষা - অতিরিক্ত মঞ্জুরি।
উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

0
Updated: 4 weeks ago
'Consumer goods'-এর উপযুক্ত বাংলা পরিভাষা কী?
Created: 1 month ago
A
ভোক্তার কল্যাণ
B
ভোগ্যপণ্য
C
ক্রয়কৃত পণ্য
D
ক্রেতার গুণাগুণ
'Consumer goods' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ভোগ্যপণ্য।
‘ভোগ্যপণ্য’ অর্থ: যা সরাসরি মানুষের প্রয়োজন মেটায় যেমন খাদ্য, পোশাক ইত্যাদি
কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
• ‘Manual’ শব্দের বাংলা পরিভাষা - সারগ্রন্থ।
• ‘Manuscript’ শব্দের বাংলা পরিভাষা - পাণ্ডুলিপি।
• ‘Memorandum’ শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি।
• ‘Appendix' শব্দের বাংলা পরিভাষা - পরিশিষ্ট।
• ‘Gazette’ শব্দের বাংলা পরিভাষা - ঘোষণাপত্র।
• ‘Idealism’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ভাববাদ।
• ‘Idiom’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - বাগধারা।
• ‘Utterance’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - উক্তি/বচন।
উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি এবং অভিগম্য অভিধান।

0
Updated: 1 month ago