'মাথার খুলি' এক কথায় বলে-
A
করেণু
B
করোটি
C
কর্কট
D
কিরীট
উত্তরের বিবরণ
• 'মাথার খুলি' এক কথায় বলে - করোটি।
অন্যদিকে,
• 'করেণু' অর্থ- হস্তী, হাতি, গজ।
• 'কর্কট' অর্থ- দেহে জীব-কোষের নিয়ন্ত্রণহীন বৃদ্ধিজনিত দুরারোগ্য ব্যাধি, ক্যানসার।
• 'কিরীট' অর্থ- মুকুট, শিরোভূষণ।
উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াত মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
'যা বলা হয়নি' এর এক কথায় প্রকাশ-
Created: 3 weeks ago
A
অনুক্ত
B
অবাচ্য
C
অকথ্য
D
অব্যাক্ত
বাংলা ভাষায় কিছু শব্দ বা ভাবকে এক কথায় প্রকাশ করা যায়, যা বাক্যকে সংক্ষিপ্ত ও প্রাঞ্জল করে। নিচে কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ তুলে ধরা হলো।
-
যা বলা হয়নি → অনুক্ত
-
বলা অনুচিত এমন → অবাচ্য
-
যা বলার যোগ্য নয় → অকথ্য
-
যা কখনো নষ্ট হয় না → অবিনশ্বর
-
যা মর্ম স্পর্শ করে → মর্মস্পর্শী
-
যা অতি দীর্ঘ নয় → নাতিদীর্ঘ
-
যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না → অজ্ঞাতকুলশীল
-
যার প্রকৃত বর্ণ ধরা যায় না → বর্ণচোরা
উৎস:

0
Updated: 3 weeks ago
'নাটকের পাত্রপাত্রী' এর এক কথায় প্রকাশ কী হবে?
Created: 2 weeks ago
A
উৎপীল
B
কুশীলব
C
কুলীন
D
সানীন
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• নাটকের পাত্রপাত্রী - কুশীলব।
• কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- যা মর্ম স্পর্শ করে – মর্মস্পর্শী।
- যা বলার যোগ্য নয় – অকথ্য।
- যা অতি দীর্ঘ নয় – নাতিদীর্ঘ।
- যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না – অজ্ঞাতকুলশীল ৷
- যার প্রকৃত বর্ণ ধরা যায় না – বর্ণচোরা।

0
Updated: 2 weeks ago
বীর সন্তান প্রসব করে যে নারী- এর এক কথায় প্রকাশ কর-
Created: 2 months ago
A
বীরভোগ্যা
B
রত্মগর্ভা
C
বীরপ্রসূ
D
স্বর্ণমাতা
সঠিক উত্তরঃ গ) বীরপ্রসূ
বীরভোগ্যা → যে নারী বীরপুরুষের ভোগ্য, অর্থাৎ বীরের পত্নী।
-
রত্নগর্ভা → যে নারীর গর্ভে মহামূল্যবান সন্তান (রত্নতুল্য সন্তান) জন্ম নেয়।
-
বীরপ্রসূ → যে নারী বীর সন্তান প্রসব করেছে। ("প্রসূ" মানে জন্মদাত্রী)।
-
স্বর্ণমাতা → যার সন্তান সোনার মতো গুণী, তাকে বোঝানো হয়, তবে এটি প্রচলিত এক কথায় প্রকাশ নয়।
অতএব, "বীর সন্তান প্রসব করে যে নারী" এর এক কথায় প্রকাশ হলো → বীরপ্রসূ।

0
Updated: 2 months ago