A
ধ্যানধারণা
B
অনুকূল
C
মরূদ্যান
D
ইতিমধ্যে
উত্তরের বিবরণ
শুদ্ধ ও অশুদ্ধ শব্দ
-
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, প্রচলিত অশুদ্ধ বানান: ইতিমধ্যে।
-
‘ইতোমধ্যে’-র অশুদ্ধ রূপ: ইতিমধ্যে
-
অর্থ: ইত্যবসরে, এর মধ্যে
-
অন্য উদাহরণ:
-
ধ্যাণধারণা → ধ্যানধারণা
-
অনূকুল → অনুকূল
-
মরুদ্যান → মরূদ্যান
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 6 days ago
‘চতুষ্পদ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
চতুর + পদ
B
চতুষ + পদ
C
চতু + পদ
D
চতুঃ + পদ
এখানে “চতুঃ” অর্থ চার এবং “পদ” অর্থ পা। এটি বিসর্গ সন্ধি। এরুপ – ভ্রাতুষ্পুত্র, দুষ্কর ।

0
Updated: 1 month ago
’প্রাতরাশ’ শব্দটির সঠিক সন্ধি - বিচ্ছেদ কোনটি?
Created: 6 days ago
A
প্রাত + আশ
B
প্রাতঃ + আঁশ
C
প্রাতঃ + আশ
D
প্রাতঃ + রাশ
অ-ধ্বনির সঙ্গে বিসর্গ মিলন
অ-ধ্বনির সঙ্গে বিসর্গ যুক্ত হয়ে এর পরে অ, আ, উ ধ্বনি এলে বিসর্গ ও অ-ধ্বনি মিলিত হয়।
উদাহরণ:
-
পুনঃ + অধিকার = পুনরধিকার
-
প্রাতঃ + আশ = প্রাতরাশ
-
পুনঃ + আবৃত্তি = পুনরাবৃত্তি
-
পুনঃ + উক্ত = পুনরুক্ত
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ

0
Updated: 6 days ago
‘বনস্পতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 4 weeks ago
A
বনঃ + পতি
B
বন + পতি
C
বনস + পতি
D
বন + স্পতি
ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারেই যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না, অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রম বৈধতা দেয়ার নাম নিপাতনে সিদ্ধ। কতকগুলো সন্ধি নিপাতনে, সিদ্ধ হয়। যেমন: বনঃ + পতি = বনস্পতি, পর + পর = পরস্পর, আ + চর্য = আশ্চর্য, বৃহৎ + পতি = বৃহস্পতি ইত্যাদি।

0
Updated: 4 weeks ago