A
পরিষ্ট
B
অনিষ্ট
C
হৃদিষ্ট
D
পুরুষ্টু
উত্তরের বিবরণ
ইষ্ট
-
বিপরীত শব্দ: অনিষ্ট।
-
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে:
-
ইষ্ট অর্থ: কল্যাণ।
-
অনিষ্ট অর্থ: অপকার।
-
কিছু অশুদ্ধ ও অন্যান্য শব্দ
-
’পরিষ্ট’, ’হৃদিষ্ট’ → অশুদ্ধ শব্দ।
-
’পুরুষ্টু’ অর্থ: গোলাকার।
গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ
-
ইহকালীন ↔ পরকালীন
-
ঈর্ষা ↔ প্রীতি
-
ঈশান ↔ নৈঋর্ত
-
উদ্ধত ↔ বিনীত
-
তাপ ↔ শৈত্য
-
আকুঞ্চন ↔ প্রসারণ
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 6 days ago
‘খাতক’-এর বিপরীত শব্দ কোনটি?
Created: 4 weeks ago
A
ঘাতক
B
স্বজন
C
মহাজন
D
কুজন
খাতক এর বিপরীত শব্দ মহাজন, কুজন - সুজন

0
Updated: 4 weeks ago
'অমর্যবতী' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
কলাবতী
B
মরাবতী
C
নরক
D
মায়াবতী
• 'অমরাবতী' শব্দের অর্থ হলো দেবতাদের বাসস্থান, অর্থাৎ স্বর্গ বা সুরলোক।
অর্থ্যাৎ,
'অমরাবতী' এর বিপরীত অর্থ হবে 'নরক'।
গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত।
'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয়।
'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত।
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত।
'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয়।
'উদ্ধত' এর বিপরীত শব্দ-বিনীত।
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ-বিনয়।
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
ক্ষীয়মাণ-এর বিপরীত শব্দ কী?
Created: 4 weeks ago
A
বৃহৎ
B
বর্ধিষ্ণু
C
বর্তমান
D
বৃদ্ধিপ্রাপ্ত
ক্ষীয়মাণ শব্দের অর্থ হলো: ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে।
এটির বিপরীত অর্থ হবে: যা ক্রমশ বাড়ছে বা উন্নতির দিকে যাচ্ছে।
সেই অনুযায়ী সঠিক উত্তর হবে:
খ) বর্ধিষ্ণু ✅
অর্থ: সমৃদ্ধিশালী, উন্নতিশীল, ক্রমবর্ধমান।

0
Updated: 4 weeks ago