A
সঞ্জয় ভট্টাচার্য
B
বুদ্ধদেব বসু
C
অজিতকুমার দত্ত
D
দীনেশরঞ্জন দাশ
উত্তরের বিবরণ
‘পূর্বাশা’ পত্রিকা
-
এটি ছিল একটি মাসিক পত্রিকা।
-
সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য।
-
প্রকাশকাল: ১৯৩২ সাল।
-
এটি কুমিল্লা থেকে প্রকাশিত প্রথম পত্রিকা।
-
টানা সাত বছর চলার পর বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ১৯৪৩ সালে কলকাতা থেকে পুনরায় প্রকাশিত হয়।
-
১৯৫৫ সালে আবার বন্ধ হয় এবং ১৯৭১ সালে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়।
-
আধুনিক বিখ্যাত লেখকদের প্রায় সবাই এই পত্রিকায় লিখেছেন।
অন্যদিকে:
-
দীনেশরঞ্জন দাশ সম্পাদিত পত্রিকা → কল্লোল।
-
বুদ্ধদেব বসু, অজিতকুমার দত্ত সম্পাদিত পত্রিকা → প্রগতি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 6 days ago
Related MCQ
'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Created: 1 week ago
A
অক্ষয়কুমার দত্ত
B
প্যারীচাঁদ মিত্র
C
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D
সৈয়দ মুজতবা আলী
‘তত্ত্ববোধিনী’ পত্রিকা
-
প্রকাশের সময় ও উদ্যোগ: ১৮৪৩ সালের ১৬ আগস্ট দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
-
সম্পাদক: পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয়কুমার দত্ত, যিনি ১৮৫৫ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।
-
পত্রিকার বৈশিষ্ট্য: এটি তখনকার যুগের উদার, বিজ্ঞানমনস্ক এবং দেশপ্রেমিক পত্রিকা হিসেবে পরিচিত ছিল।
-
পরবর্তী সম্পাদক: অক্ষয়কুমার দত্ত পত্রিকা থেকে অবসর নিলে সম্পাদক হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
-
স্বর্ণযুগ: পত্রিকার সোনালি সময়কাল বা স্বর্ণযুগটি ছিল অক্ষয়কুমার দত্তের সম্পাদনার সময়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Created: 1 month ago
A
মোহাম্মদ নাসিরউদ্দীন
B
আবুল কালাম শামসুদ্দীন
C
কাজী আব্দুল ওদুদ
D
সিকান্দার আবু জাফর
'সওগাত' পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন।
‘সওগাত’ পত্রিকাটি ১৩২৫ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে (১৯১৮ সাল) কলকাতা থেকে মোহাম্মদ নাসির উদ্দিনের সম্পাদনায় প্রকাশিত হয়।
এর প্রধান লেখকদের মধ্যে অন্যতম ছিলেন কাজী নজরুল ইসলাম। করাচিতে বেঙ্গল রেজিমেন্টে কর্মরত অবস্থায় তিনি ‘বাউন্ডুলের আত্মকাহিনী’ নামক একটি ছোট গল্প পাঠিয়েছিলেন, যা তার সওগাতে প্রকাশিত প্রথম রচনা ছিল।
সওগাত পত্রিকার অন্যান্য প্রখ্যাত লেখকদের মধ্যে ছিলেন বেগম রোকেয়া, কাজী আবদুল ওদুদ, আবুল কালাম শামসুদ্দীন, আবুল মনসুর আহমদ এবং আবুল ফজল।
এছাড়াও, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং সত্যেন্দ্রনাথ ঠাকুরও এই পত্রিকায় তাদের লেখা প্রকাশ করেছিলেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি?
Created: 4 days ago
A
ধূমকেতু
B
সবুজপত্র
C
ভারতী
D
সওগাত
কাজী নজরুল ইসলামের সম্পাদনায় ১৯২২ সালে "ধূমকেতু" ১৯২০ সালে দৈনিক "নবযুগ" কাজী নজরুল ইসলাম ও মুজফফর আহমদের যৌথ সম্পাদনায়, কাজী নজরুলের একক সম্পাদনায় ১৯৪১ সালে "দৈনিক নবযুগ" এবং ১৯২৫ সালে প্রধান পরিচালক হিসেবে কাজী নজরুল ইসলামের "লাঙল" পত্রিকা প্রকাশিত হয়।

0
Updated: 4 days ago