A
ক্হ
B
ক্থ
C
নাচ্
D
ঘষ্
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় মৌলিক ধাতু
বাংলা ভাষায় মৌলিক ধাতুকে প্রধানত তিন ভাগে বিভক্ত করা যায়—বাংলা ধাতু, সংস্কৃত ধাতু ও বিদেশি ধাতু।
১. বাংলা ধাতু
যে সব ধাতু বা ক্রিয়ামূল সরাসরি সংস্কৃত থেকে আসেনি, সেগুলোকে বাংলা ধাতু বলা হয়।
উদাহরণ: কাট্, কাঁদ্, জান্, নাচ্, ঘষ্, কহ্ ইত্যাদি।
২. সংস্কৃত ধাতু
বাংলা ভাষায় প্রচলিত তৎসম ক্রিয়াপদের ধাতুকে সংস্কৃত ধাতু বলা হয়।
উদাহরণ: কৃ, গম্, ধূ, গঠ্, স্থা, ক্থ্ ইত্যাদি।
৩. বিদেশাগত ধাতু
প্রধানত হিন্দি এবং কদাচিৎ আরবি–ফারসি ভাষা থেকে আগত ধাতুকে বিদেশাগত ধাতু বলা হয়।
উদাহরণ: ভিক্ষে মেগে খায়— এখানে ‘মাগ্’ ধাতু হিন্দি মাহু থেকে আগত।
মৌলিক ধাতু
যে সব ধাতুর আর বিশ্লেষণ করা সম্ভব নয়, সেগুলোকেই মৌলিক ধাতু বলা হয়। এগুলোকে সিদ্ধ ধাতু বা স্বয়ংসিদ্ধ ধাতুও বলা হয়।
উদাহরণ: চল্, পড়্, কর্, শো, হ্, খা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি, ২০১৯ সালের সংস্করণ

0
Updated: 6 days ago