নিচের কোনটি প্রচলিত অশুদ্ধ?
A
ধ্যানধারণা
B
অনুকূল
C
মরূদ্যান
D
ইতিমধ্যে
উত্তরের বিবরণ
শুদ্ধ ও অশুদ্ধ শব্দ
-
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, প্রচলিত অশুদ্ধ বানান: ইতিমধ্যে।
-
‘ইতোমধ্যে’-র অশুদ্ধ রূপ: ইতিমধ্যে
-
অর্থ: ইত্যবসরে, এর মধ্যে
-
অন্য উদাহরণ:
-
ধ্যাণধারণা → ধ্যানধারণা
-
অনূকুল → অনুকূল
-
মরুদ্যান → মরূদ্যান
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago
'আশ্চর্য' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 3 weeks ago
A
আঃ + চর্য
B
আস্ + চর্য
C
আ + চর্য
D
আঃ + চার্য
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হলো সেই ধরনের সন্ধি যেখানে দুটি শব্দ বা ধাতুর সংযোগে নিপাতন সৃষ্টি হয়।
-
উদাহরণসমূহ:
-
মনীষা = মনস্ + ঈষা
-
বৃহস্পতি = বৃহৎ + পতি
-
আশ্চর্য = আ + চর্য
-
পতঞ্জলি = পতৎ + অঞ্জলি
-
তস্কর = তৎ + কর
-
বনস্পতি = বন্ + পতি
-
পরস্পর = পর্ + পর
-
একাদশ = এক্ + দশ
-

0
Updated: 3 weeks ago
’সংহার’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
সয়ং + হার
B
সম্ + হার
C
সঙ + হার
D
সম্ং + হার
- (ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি) নিয়মে গঠিত ব্যঞ্জন সন্ধি।
- ম্-এর পর অন্তঃস্থ ধ্বনি য, র, ল, ব, কিংবা শ, ষ, স, হ থাকলে, ম্ স্থলে অনুস্বার হয়।
যেমন-
- সম্ + বাদ = সংবাদ,
- সম্ + রক্ষণ = সংরক্ষণ,
- সম্ + লাপ = সংলাপ;
- সম্ + শয় = সংশয়;
- সম্ + সার = সংসার;
- সম্ + হার = সংহার।

0
Updated: 1 month ago
সন্ধির প্রধান সুবিধা কী?
Created: 1 month ago
A
লেখার সুবিধা
B
উচ্চারণের সুবিধা
C
পড়ার সুবিধা
D
শুনার সুবিধা
সন্ধি মূলত দুটো উদ্দেশ্যকে সামনে রেখে করা হয়। সুতরাং যেখানে সন্ধির মাধ্যমে এই দুটি উদ্দেশ্যই পূরণ হবে, সেখানেই কেবল সন্ধি করা যাবে। এগুলো হলো - ১. সন্ধির ফলে উচ্চারণ আরো সহজ হবে (স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণতা) ২. সন্ধি করার পর শুনতে আরো ভালো লাগবে (ধ্বনিগত মাধুর্য সম্পাদন)

0
Updated: 1 month ago