নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
A
নন্দিত নরকে
B
আগুনের পরশমণি
C
জননী
D
ক্রীতদাসের হাসি
উত্তরের বিবরণ
হুমায়ূন আহমেদ
-
তিনি একাধারে কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার ও শিক্ষক ছিলেন।
-
জন্ম: ১৯৪৮ সালের ১৩ নভেম্বর, নেত্রকোণা জেলার মোহনগঞ্জে মাতামহের বাড়িতে।
-
পৈত্রিক বাড়ি: নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে।
-
শৈশবে নাম: শামসুর রহমান।
-
শিক্ষাজীবন:
-
১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে বিএসসি (সম্মান) প্রথম শ্রেণিতে সম্পন্ন।
-
১৯৭২ সালে এমএসসি ডিগ্রি লাভ।
-
-
কর্মজীবন:
-
১৯৭৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (ময়মনসিংহ) প্রভাষক হিসেবে শুরু।
-
১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে প্রভাষক পদে যোগদান।
-
-
সাহিত্যিক আবির্ভাব: ছাত্রজীবনে লেখা নন্দিত নরকে উপন্যাসের মাধ্যমে।
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
-
আগুনের পরশমণি
-
অনিল বাগচীর একদিন
-
সূর্যের দিন, শ্যামল ছায়া
-
জোছনা ও জননীর গল্প
-
১৯৭১
অন্যান্য উপন্যাস
-
এই সব দিনরাত্রি
-
আমার আছে জল
-
নক্ষত্রের রাত
-
ফেরা
-
বহুব্রীহি
-
গৌরীপুর জংশন
-
শ্রাবণ মেঘের দিন
-
দুই দুয়ারী
-
কোথাও কেউ নেই
-
বৃষ্টি বিলাস
-
বাদশাহ নামদার
-
মেঘের ওপর বাড়ি
অন্য লেখক ও তাদের উল্লেখযোগ্য উপন্যাস
-
শওকত ওসমান: জননী (সন্তানের মঙ্গলাকাঙ্ক্ষা ও নিরাপত্তার জন্য একজন মা যে কোনো পথ অবলম্বন করতে পারে)
-
শওকত ওসমান: ক্রীতদাসের হাসি (প্রতীকাশ্রয়ে)
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাস কত সালে গ্রন্থাকারে প্রকাশ পায়?
Created: 1 week ago
A
১৮৫৮ সালে
B
১৮৬১ সালে
C
১৮৫৯ সালে
D
১৮৬৫ সালে
‘আলালের ঘরের দুলাল’ বাংলা ভাষার ইতিহাসে প্রথম উপন্যাস হিসেবে বিশেষ মর্যাদাপ্রাপ্ত। এটি প্যারীচাঁদ মিত্রের প্রথম গ্রন্থ এবং বাংলা উপন্যাস সাহিত্যের সূচনালগ্নের পথিকৃৎ রচনা হিসেবে গণ্য হয়।
-
উপন্যাসটি ১৮৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
-
এতে লেখক দেশীয় শিক্ষাব্যবস্থার ব্যর্থতা, পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণ, এবং সামাজিক ও সাংস্কৃতিক বিশৃঙ্খলা বিষয়ে তাঁর গভীর অভিমত প্রকাশ করেছেন।
-
কাহিনির কেন্দ্রীয় চরিত্র ধনী বাবুরামের পুত্র মতিলাল, যিনি কুসঙ্গে পড়ে ও পিতার অবহেলায় নৈতিকভাবে অধঃপতিত হয়।
-
পিতার মৃত্যুর পর মতিলাল তার উত্তরাধিকারসূত্রে পাওয়া সমস্ত সম্পদ অপচয় করে ফেলে, যা উপন্যাসটির মূল ট্র্যাজেডি হিসেবে দেখা যায়।
-
উপন্যাসের সবচেয়ে উল্লেখযোগ্য চরিত্র মোকাজান মিয়া (ঠকচাচা)—যিনি কৌতুক, ব্যঙ্গ ও বাস্তবতার সংমিশ্রণে রচিত।
-
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর মধ্যে রয়েছে বাবুরাম, ধূর্ত উকিল বটলর, অর্থলোভী বাঞ্ছারাম, এবং তোষামোদকারী বক্রেশ্বর প্রমুখ।
প্যারীচাঁদ মিত্র
-
জন্ম: ২২ জুলাই ১৮১৪, কলকাতা।
-
তিনি ছিলেন লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী ও ব্যবসায়ী।
-
তাঁর ছদ্মনাম “টেকচাঁদ ঠাকুর”, যার নামে তিনি সাহিত্য রচনা করতেন।
-
১৮২৭ সালে হিন্দু কলেজে ভর্তি হয়ে হেনরি ডিরোজিওর তত্ত্বাবধানে শিক্ষা লাভ করেন, যা তাঁর চিন্তাভাবনায় গভীর প্রভাব ফেলে।

0
Updated: 1 week ago
ইমদাদুল হকের উপন্যাস নিচের কোনটি?
Created: 4 weeks ago
A
জোহরা
B
সারাবেলা
C
বখতিয়ারের ঘোড়া
D
আসায় বসতি
ইমদাদুল হক মিলন রচিত উপন্যাস ‘সারাবেলা’
ইমদাদুল হক মিলন:
-
জনপ্রিয় কথাশিল্পী ইমদাদুল হক মিলন ১৯৫৫ সালের ৮ সেপ্টেম্বর বিক্রমপুরে জন্মগ্রহণ করেন।
-
তাঁর রচিত প্রথম গল্প ‘বন্ধু’ (১৯৭৩) এবং প্রথম উপন্যাস ‘যাবজ্জীবন’ (১৯৭৬)।
-
বাংলাদেশে সাহিত্যের পাঠক সৃষ্টিতে তাঁর ব্যাপক অবদান রয়েছে।
-
তাঁর তিন পর্বের দীর্ঘ উপন্যাস ‘নূরজাহান’ কালজয়ী সাহিত্য হিসেবে স্বীকৃত।
তাঁর রচিত উপন্যাসসমূহ:
-
দুঃখ কষ্ট
-
ও রাধা ও কৃষ্ণ
-
এক দেশ
-
প্রিয় নারী জাতি
-
ভূমিপুত্র
-
পরবাস
-
নায়ক
-
সারাবেলা
-
রূপনগর
-
কালো ঘোড়া
-
নূরজাহান
-
তখন ছিলাম আমি
-
কথা ছিলো
-
আশায় আশায় থাকি
-
কোন কাননের ফুল প্রভৃতি
অন্যদিকে:
-
জোহরা উপন্যাসটি রচনা করেছেন মোজাম্মেল হক।
-
বখতিয়ারের ঘোড়া কাব্যগ্রন্থের রচয়িতা আল মাহমুদ।
-
আসায় বসতি কাব্যগ্রন্থের রচয়িতা আহসান হাবীব।

0
Updated: 4 weeks ago
'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা নয় কোনটি?
Created: 2 weeks ago
A
সিন্দবাদ
B
পাঞ্জেরী
C
মহরম
D
আউলাদ
ফররুখ আহমদ মুসলিম জাগরণের এক প্রভাবশালী কবি, যিনি তাঁর প্রথম ও শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ‘সাত সাগরের মাঝি’ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে বিশেষ মর্যাদা অর্জন করেন। এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৪৪ সালে, এবং এতে মোট ১৯টি কবিতা সংকলিত আছে। গ্রন্থটির শেষ কবিতাটির নামও ‘সাত সাগরের মাঝি’।
কবিতাগুলো হলো
-
সিন্দবাদ
-
বা'র দরিয়ায়
-
দরিয়ায় শেষ রাত্রি
-
শাহরিয়ার
-
আকাশ-নাবিক
-
বন্দরে সন্ধ্যা
-
ঝরোকা’য়
-
ডাহুক
-
এই সব রাত্রি
-
পুরানো মাজারে
-
পাঞ্জেরী
-
স্বর্ণ-ঈগল
-
লাশ
-
তুফান
-
হে নিশান-বাহী!
-
নিশান
-
নিশান-বরদার
-
আউলাদ
-
সাত সাগরের মাঝি
ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন মুসলিম পুনর্জাগরণবাদী কবি, যিনি ইসলামী চেতনা, মানবতা এবং সামাজিক পরিবর্তনের বার্তা তাঁর কবিতায় তুলে ধরেছেন। ১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের প্রেক্ষাপটে রচিত ‘লাশ’ কবিতার মাধ্যমে তিনি প্রথম সাহিত্যজগতে খ্যাতি অর্জন করেন।
তিনি তাঁর বিখ্যাত কাহিনি কাব্য ‘হাতেমতায়ী’-এর জন্য ১৯৬৬ সালে আদমজী পুরস্কার পান এবং একই বছরে ‘পাখির বাসা’ শিশুতোষ গ্রন্থের জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন।
ফররুখ আহমদ রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনীরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
সিন্দাবাদ
-
হাতেমতায়ী
-
নতুন লেখা
-
হাবেদা মরুর কাহিনী

0
Updated: 2 weeks ago