নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ?
A
খোকা
B
ধোপা
C
কৃতদার
D
নেতা
উত্তরের বিবরণ
নিত্য নরবাচক ও নিত্য নারীবাচক শব্দ
-
যে সব শব্দের নর বা নারীবাচক রূপ নেই, সেগুলোকে নিত্য নরবাচক ও নিত্য নারীবাচক বলা হয়।
নিত্য নরবাচক: কৃতদার, অকৃতদার।
নিত্য নারীবাচক: সতীন, বিধবা।
অন্যদিকে:
-
খোকা → খুকি
-
ধোপা → ধোপানি
-
নেতা → নেত্রী
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ।

0
Updated: 1 month ago
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
Created: 2 months ago
A
ডাইনি
B
সম্রাজ্ঞী
C
মানুষ
D
সভানেত্রী
কতগুলো শব্দ রয়েছে যেগুলো নিত্য স্ত্রীবাচক। এগুলোর কোন পুরুষ বাচক শব্দ নেই। যেমনঃ - ডাইনী, সতীন, সৎমা, এয়ো, দাই, সধবা।

0
Updated: 2 months ago
কোনটি মৌলিক শব্দ?
Created: 1 month ago
A
গরমিল
B
সংসদ
C
গোলাপ
D
সদস্য
মৌলিক শব্দ হলো সেই শব্দ যা বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো অংশ আলাদা করা যায় না। এগুলো নিজের মধ্যে পূর্ণাঙ্গ অর্থ বহন করে।
যেমন: গাছ, পাখি, ফুল, হাত, গোলাপ ইত্যাদি।
অপরদিকে, সাধিত শব্দ হলো সেই শব্দ যা বিশ্লেষণ করলে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ পাওয়া যায়। সাধারণত এগুলো উপসর্গ বা প্রত্যয় যোগের মাধ্যমে অথবা সমাস প্রক্রিয়ায় গঠিত হয়।
যেমন: পরিচালক, গরমিল, সম্পাদকীয়, সংসদ, সদস্য, নীলাকাশ ইত্যাদি।

0
Updated: 1 month ago
নিত্য নারীবাচক শব্দের উদাহরণ-
Created: 6 days ago
A
সতীন
B
ভাইঝি
C
যোগিনী
D
বেগম
বাংলা ভাষায় নিত্য নারীবাচক শব্দ হলো এমন শব্দ যা স্বভাবগতভাবে নারী লিঙ্গ নির্দেশ করে। উদাহরণস্বরূপ— সতীন, বিধবা।
অপরদিকে, কিছু পুরুষবাচক শব্দের নারীবাচক রূপ তৈরি করা যায় বিশেষ পরিবর্তনের মাধ্যমে। উদাহরণস্বরূপ— যোগী → যোগিনী, ভাইপো → ভাইঝি, বাদশা → বেগম।

0
Updated: 6 days ago