A
People
B
Police
C
Cattle
D
Harry Potter
উত্তরের বিবরণ
Singular and Plural Usage:
-
Harry Potter → Singular Number
-
কোনো বইয়ের নাম বা বিশেষ নাম সাধারণত Singular হিসেবে ধরা হয়।
-
-
কিছু শব্দ সবসময় Plural হিসেবে ব্যবহৃত হয়।
-
উদাহরণ:
-
People
-
Police
-
Cattle
-
-
Source: Applied English Grammar and Composition by P. C. Das

0
Updated: 6 days ago
The Pickwick Papers is a ______ by _______.
Created: 2 weeks ago
A
poem, Robert Browning
B
tragedy, Thomas Hardy
C
play, Oscar Wilde
D
novel, Charles Dickens

0
Updated: 2 weeks ago
Who created the character 'Friday'?
Created: 2 weeks ago
A
Rudyard Kipling
B
Alexander Pope
C
Edmund Burke
D
Daniel Defoe
Friday চরিত্রটি সৃষ্টি করেছেন Daniel Defoe তার বিশ্ববিখ্যাত উপন্যাস "Robinson Crusoe"-তে।
Robinson Crusoe
-
রচনা: Daniel Defoe
-
প্রকাশ: 1719, London
-
প্রধান চরিত্র: Robinson Crusoe, যিনি কাহিনীর নায়ক এবং বর্ণনাকারী।
-
Crusoe সমুদ্রযাত্রায় বিপদের সম্মুখীন হন এবং প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য সংগ্রাম করেন।
-
গল্পে Crusoe বিভিন্ন স্থানে ভ্রমণ করেন, যেমন: পশ্চিম আফ্রিকার গিনি, ব্রাজিল, এবং ক্যারিবীয় দ্বীপপুঞ্জ।
-
তিনি জঙ্গলে বাস তৈরি করেন, ফসল উৎপাদন শুরু করেন, এবং স্থানীয় মানুষখেকোদের সঙ্গে লড়াই করেন।
-
শেষ পর্যন্ত Crusoe লন্ডনে ফিরে আসেন।
গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ
-
Robinson Crusoe – নায়ক ও বর্ণনাকারী
-
Xury – Crusoe-এর সহচর ও একজন নাবিকের ছেলে
-
Friday – Crusoe যে "savage" কে ক্যানিবালদের হাত থেকে বাঁচান
-
The Captain of the Ship – Crusoe ও Xury কে উদ্ধারকারী
-
Captain's Widow – প্রথম captain-এর স্ত্রী, যিনি Crusoe কে সাহায্য করেন
Daniel Defoe
-
একজন English novelist, pamphleteer, এবং journalist
-
উল্লেখযোগ্য রচনা:
-
Robinson Crusoe
-
Captain Singleton
-
Colonel Jack
-
Moll Flanders
-

0
Updated: 2 weeks ago
Who is the author of the play "Riders to the Sea"?
Created: 1 week ago
A
John Millington Synge
B
Dylan Thomas
C
Rudyard Kipling
D
Joseph Conrad
• The author of the play "Riders to the Sea" is – John Millington Synge.
• Riders to the Sea
-
One-act play by John Millington Synge
-
লেখা ১৯০৩ সালে, মঞ্চস্থ ১৯০৪ সালে
-
সমালোচকদের মতে, dramatic literature এর অন্যতম শ্রেষ্ঠ one-act play
-
কেন্দ্রীয় চরিত্র: Maurya
• Summary
-
নাটকটি আরান দ্বীপের জীবনচিত্র তুলে ধরে।
-
Maurya সমুদ্রের প্রতি ভয় ও শোকের সম্মুখীন হন।
-
পরিবারের বহু সদস্য, বিশেষ করে পুত্ররা, সমুদ্রের তীব্রতা ও অনিশ্চয়তার কারণে হারিয়ে যায়।
-
মানুষের দুর্বলতা এবং প্রকৃতির অসীম শক্তির মাঝে সংঘটিত সংঘর্ষ দেখানো হয়।
-
প্রতিটি ক্ষতি ও বিচ্ছেদের মধ্যে মৃত্যুর অনিবার্যতা স্পষ্ট।
• John Millington Synge (1871 - 1909)
-
Irish dramatist
• Famous Works
-
In the Shadow of the Glen (1903)
-
Riders to the Sea (1904)
-
The Well of the Saints (1905)
-
The Playboy of the Western World (1907)
-
The Tinker’s Wedding (1907)
-
Deirdre of the Sorrows (1910)
Source: An ABC of English Literature – Dr. M Mofizar Rahman, Britannica

0
Updated: 1 week ago