A
১৮৩১ সালে
B
১৮৩৬ সালে
C
১৮৩৯ সালে
D
১৮৪১ সালে
উত্তরের বিবরণ
সংবাদ প্রভাকর:
-
‘সংবাদ প্রভাকর’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত।
-
তিনি ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন।
-
কিছুদিনের মধ্যেই পত্রিকাটি বন্ধ হয়ে যায়, কিন্তু ১৮৩৬ সালে পুনরায় প্রকাশিত হয়।
-
১৮৩৯ সালে এটি বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
-
সংবাদ প্রকাশের পাশাপাশি পত্রিকায় সাহিত্যচর্চাও হতো।
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং দীনবন্ধু মিত্রর প্রাথমিক রচনাগুলোও সংবাদ প্রভাকরেই প্রথম প্রকাশিত হয়েছিল।
-
ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর ছাড়াও সংবাদ রত্নাবলী, পাষন্ডপীড়ন ও সংবাদ সাধুরঞ্জন পত্রিকাগুলোও সম্পাদনা করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

0
Updated: 6 days ago
‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Created: 3 months ago
A
মোহাম্মদ আকরম খাঁ
B
তফাজ্জল হোসেন
C
নাসিরুদ্দীন
D
সিকানদার আবু জাফর
‘সমকাল’ পত্রিকা
১৯৫৭ সালে ঢাকা থেকে সিকান্দার আবু জাফর সম্পাদনায় প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা ‘সমকাল’। এর সহকারী সম্পাদক হিসেবে ছিলেন হাসান হাফিজুর রহমান। পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের আধুনিক সাহিত্যের ভিত্তিপ্রস্তর গঠনে ‘সমকাল’ পত্রিকার ভূমিকা অস্বীকারযোগ্য নয়।
পঞ্চাশ ও ষাটের দশকের বাংলাভাষী বাংলাদেশের প্রভাবশালী লেখকদের মধ্যে এমন কেউ ছিলেন না, যিনি ‘সমকাল’ পত্রিকায় লেখেননি। ‘সমকাল’ ছিল লেখকদের জন্য গর্বের বিষয়। সম্পাদক সিকান্দার আবু জাফর একজন সংগঠক হিসাবে বাংলাভাষী লেখকদের বিকাশে ‘সমকাল’ পত্রিকাকে সামনে নিয়ে গিয়েছিলেন।
এছাড়া তিনি দৈনিক ইত্তেফাক ও দৈনিক মিল্লাত পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবেও কাজ করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 3 months ago
'সমাচার দর্পণ' পত্রিকার সম্পাদক ছিলেন-
Created: 1 week ago
A
জন ক্লার্ক মার্শম্যান
B
জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন
C
উইলিয়াম কেরি
D
ডেভিড হেয়ার
সমাচার দর্পণ পত্রিকা
-
বাংলা ভাষার প্রথম সংবাদপত্র হলো ‘সমাচার দর্পণ’।
-
এটি ১৮১৮ সালের মে মাসে হুগলির শ্রীরামপুর থেকে প্রকাশ করা হয়, উদ্যোগ নেন খ্রিষ্টান মিশনারিরা।
-
পত্রিকাটি সম্পাদনা করেছিলেন জন ক্লার্ক মার্শম্যান, এবং এটি ছিল তার সম্পাদিত বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র।
-
প্রথমে সম্পাদকীয় অংশে সহায়ক ছিলেন জয়গোপাল তর্কালঙ্কার।
-
সমাচার দর্পণের প্রথম সংখ্যা বের হয় ১৮১৮ সালের ২৩ মে, যা ছিল একটি শনিবার।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম-
Created: 1 week ago
A
অবকাশ রঞ্জিকা
B
বিবিধার্য সংগ্রহ
C
কাব্য প্রকাশ
D
গ্রামবার্তা প্রকাশিকা
‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকা ও সম্পাদক কাঙাল হরিনাথ মজুমদার
-
সম্পাদক: কাঙাল হরিনাথ মজুমদার
-
প্রকাশকাল: উনিশ শতকের একটি গুরুত্বপূর্ণ মাসিক পত্রিকা
-
প্রথম প্রকাশ: ১৮৬৩ সালের এপ্রিল, কাঙাল হরিনাথ মজুমদারের সম্পাদনায়
-
প্রকাশের রূপান্তর:
-
প্রকাশের পরের বছর থেকে পাক্ষিক
-
১৮৭১ সাল থেকে সাপ্তাহিক
-
-
প্রকাশস্থান:
-
প্রথমে কলকাতার গিরিশ বিদ্যারত্ন প্রেস
-
১৮৬৪ সালে কুমারখালি থেকে প্রকাশিত
-
-
বিষয়বস্তু: সাহিত্য, দর্শন ও বিজ্ঞান সম্পর্কিত প্রবন্ধ
-
পরবর্তীতে: ১৮ বছর সম্পাদনার পর হরিনাথ সাংবাদিকতা ত্যাগ করে ধর্মচর্চায় মনোনিবেশ করেন
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago