’প্রাতরাশ’ শব্দটির সঠিক সন্ধি - বিচ্ছেদ কোনটি?
A
প্রাত + আশ
B
প্রাতঃ + আঁশ
C
প্রাতঃ + আশ
D
প্রাতঃ + রাশ
উত্তরের বিবরণ
অ-ধ্বনির সঙ্গে বিসর্গ মিলন
অ-ধ্বনির সঙ্গে বিসর্গ যুক্ত হয়ে এর পরে অ, আ, উ ধ্বনি এলে বিসর্গ ও অ-ধ্বনি মিলিত হয়।
উদাহরণ:
-
পুনঃ + অধিকার = পুনরধিকার
-
প্রাতঃ + আশ = প্রাতরাশ
-
পুনঃ + আবৃত্তি = পুনরাবৃত্তি
-
পুনঃ + উক্ত = পুনরুক্ত
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ

0
Updated: 1 month ago
চলচ্চিত্র’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 2 months ago
A
চলৎ + চিত্র
B
চল + চিত্র
C
চলচ + চিত্র
D
চলিচ + চিত্র
'চলচ্চিত্র' শব্দের সন্ধি - বিচ্ছেদ চলৎ + চিত্র। স্বরে আর ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও স্বরে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জনসন্ধি মূলত কথ্য রীতিতে সীমাবদ্ধ। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি মূলত সমীভবন এর নিয়মে হয়ে থাকে। যেমন, বিপজ্জনক = বিপদ + জনক, চলচ্চিত্র = চলৎ + চিত্র।

0
Updated: 2 months ago
‘ব্যর্থ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
ব্য+অর্থ
B
বি+অর্থ
C
ব্যা+অর্থ
D
ব+অর্থ
“ব্যর্থ” শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো - বি + অর্থ। ব্যর্থ শব্দের অর্থ বৃথা, বিফল, নিষ্ফল। সংস্কৃত বি এর সাথে অর্থযক্ত হয়ে শব্দটি গঠিত।

0
Updated: 1 month ago
‘চতুষ্পদ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
Created: 2 months ago
A
চতুর + পদ
B
চতুষ + পদ
C
চতু + পদ
D
চতুঃ + পদ
এখানে “চতুঃ” অর্থ চার এবং “পদ” অর্থ পা। এটি বিসর্গ সন্ধি। এরুপ – ভ্রাতুষ্পুত্র, দুষ্কর ।

0
Updated: 2 months ago