A
১৮৮৬ সালে
B
১৮৮৮ সালে
C
১৮৯২ সালে
D
১৮৯৯ সালে
উত্তরের বিবরণ
জীবনানন্দ দাশ:
-
জন্ম: ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি, বরিশাল।
-
ছাত্রাবস্থায় তাঁর প্রথম কবিতা ‘বর্ষ-আবাহন’ প্রকাশিত হয় ব্রহ্মবাদী পত্রিকায় (বৈশাখ ১৩২৬ / এপ্রিল ১৯১৯)।
-
কবি হলেও তিনি অসংখ্য ছোটগল্প, কয়েকটি উপন্যাস ও প্রবন্ধগ্রন্থ রচনা করেছেন।
-
ডাক নাম: মিলু।
-
মৃত্যু: ১৯৫৪ সালের ১৪ অক্টোবর কলকাতায় ট্রাম-দুর্ঘটনায় আহত হয়ে ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন।
জীবনানন্দ দাশের গ্রন্থসমূহ:
কাব্যগ্রন্থ:
-
ধূসর পাণ্ডুলিপি
-
বনলতা সেন
-
ঝরা পালক
-
মহাপৃথিবী
-
সাতটি তারার তিমির
-
বেলা অবেলা কালবেলা ইত্যাদি
প্রবন্ধগ্রন্থ:
-
কবিতার কথা
উপন্যাস:
-
মাল্যবান
-
সুতীর্থ ইত্যাদি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

0
Updated: 6 days ago
”সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে।” পঙ্ক্তিটির রচিতা কে?
Created: 2 days ago
A
সুধীন্দ্রনাথ দত্ত
B
বিষ্ণু দে
C
বুদ্ধদেব বসু
D
জীবনানন্দ দাশ
"সেইদিন এই মাঠ" কবিতা
-
কবিতাটি জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থ "রূপসী বাংলা"-এর অন্তর্গত।
-
কবিতার প্রথম অংশটি নয় পঙ্ক্তি বিশিষ্ট এবং দ্বিতীয় অংশটি চার পঙ্ক্তি বিশিষ্ট।
-
“সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে।” — পঙ্ক্তিটি এই কবিতা থেকে নেওয়া।
জীবনানন্দ দাশ
-
তিনি ছিলেন আধুনিক বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ও শিক্ষাবিদ।
-
জন্ম: ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি, বরিশালে।
-
আদি নিবাস: বিক্রমপুরের গাওপাড়া গ্রাম।
-
তাঁর মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।
-
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ: ঝরা পালক (১৯২৭)।
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ
-
ধূসর পাণ্ডুলিপি
-
বনলতা সেন
-
মহাপৃথিবী
-
সাতটি তারার তিমির
-
রূপসী বাংলা
-
বেলা অবেলা কালবেলা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 2 days ago
নিচের কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ?
Created: 1 month ago
A
ধূসর পাণ্ডুলিপি
B
কবিতার কথা
C
ঝরা পালক
D
দুর্দিনের যাত্রী
জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্হ - কবিতার কথা। ধূসর পান্ডুলিপি ও ঝরা পালক তার কাব্যগ্রন্হ। দুর্দিনের যাত্রী কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ।

0
Updated: 1 month ago
জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
Created: 3 months ago
A
বরিশাল জেলা
B
ফরিদপুর জেলা
C
ঢাকা জেলা
D
রাজশাহী জেলা
জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ ছিলেন বাংলা সাহিত্যের এক বিশিষ্ট কবি ও শিক্ষাবিদ। তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে। পিতা সত্যানন্দ দাশ ছিলেন একজন স্কুলশিক্ষক ও সমাজসেবক, আর মাতা কুসুমকুমারী দাশ নিজেও একজন কবি ছিলেন।
১৯৫৪ সালের ১৪ অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন।
জীবনানন্দ দাশের উপাধি ও অভিধা:
-
ধুসরতার কবি
-
তিমির হননের কবি
-
রূপসী বাংলার কবি
-
নির্জনতার কবি
প্রধান রচনা:
কাব্যগ্রন্থসমূহ:
-
ঝরা পালক (প্রথম কাব্যগ্রন্থ)
-
ধূসর পাণ্ডুলিপি
-
বনলতা সেন
-
মহাপৃথিবী
-
সাতটি তারার তিমির
-
রূপসী বাংলা
-
বেলা অবেলা কালবেলা
উপন্যাস:
-
মাল্যবান
-
সুতীর্থ
প্রবন্ধ:
-
কবিতার কথা
উৎস:
বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

0
Updated: 3 months ago