Choose the correct one.
A
I appreciate your helping me with the project.
B
I appreciate your help me with the project.
C
I appreciate you helping me with the project.
D
I appreciate your to helping me with the project.
উত্তরের বিবরণ
Rule:
-
Possessive adjective-এর পরে noun বা gerund বসে।
Examples:
-
Take your time. (noun)
-
My father never approved of her marrying a foreigner. (gerund)
-
Formal English:
-
Verbs যেমন appreciate, enjoy, mind, resent ইত্যাদির পর, যদি pronoun gerund (-ing form)-এর আগে আসে, তাহলে pronoun possessive form-এ থাকবে।
-
উদাহরণ: I appreciate your helping me with the project.
-
এখানে helping হলো gerund, এবং pronoun your ঠিকভাবে possessive case-এ আছে।
-
-
Correct Sentence:
👉 I appreciate your helping me with the project.
Option Analysis:
-
I appreciate your help me with the project.
-
ভুল, কারণ possessive adjective 'your'-এর পরে gerund বসা উচিত, 'help' নয়।
-
-
I appreciate you helping me with the project.
-
formal English-এ your helping (possessive + gerund) গ্রহণযোগ্য।
-
তাই objective + gerund ভুল ধরা হয়েছে।
-
-
I appreciate your to helping me with the project.
-
ভুল, কারণ possessive adjective 'your'-এর পরে gerund বসে, 'to helping' নয়।
-

0
Updated: 1 month ago
"Gerontion" is a poem by-
Created: 2 months ago
A
T.S. Eliot
B
W.B.Yeats
C
Mathew Arnold
D
Robert Browning
'Gerontion' কবিতাটি লিখেছেন T. S. Eliot
এই কবিতায় যুদ্ধকে একটি প্রধান বিষয় হিসেবে দেখানো হয়েছে। এর পাশাপাশি ধর্ম ও রাজনৈতিক পরিবর্তনের কথাও উঠে এসেছে।
এই কবিতায় ১৯১৯ সালের বিভিন্ন ঘটনার প্রভাব রয়েছে এবং Eliot তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে যুদ্ধ, ধর্ম ও রাজনীতিকে জটিলভাবে তুলে ধরেছেন।
এই কবিতাটি আটটি স্তবকে (stanza) বিভক্ত, তবে প্রতিটি স্তবকে পঙ্ক্তির সংখ্যা সমান নয়।
• T. S. Eliot বিংশ শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক হিসেবে পরিচিত।
তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
• তাঁর উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে রয়েছে:
– The Waste Land (1922)
– Four Quartets
– The Hollow Men
– Ash Wednesday ইত্যাদি।
• তাঁর বিখ্যাত নাটকগুলোর মধ্যে রয়েছে:
– Murder in the Cathedral
– The Cocktail Party
– The Trail of a Judge ইত্যাদি।
Source: Britannica, An ABC of English Literature (Dr. M. Mofizar Rahman), poemanalysis.com

0
Updated: 2 months ago
"Beauty is truth, truth beauty,—that is all
Ye know on earth, and all ye need to know" — Who quoted it?
Created: 1 month ago
A
P.B. Shelley
B
William Wordsworth
C
John Keats
D
Lord Byron
Ode on a Grecian Urn
-
লেখক: John Keats
-
ধরন: English Romantic Lyric Poem
-
মূল বিষয়: একটি Grecian urn-এর উপর অঙ্কিত শিল্পকর্মের মাধ্যমে শিল্প, সৌন্দর্য এবং সত্যের সম্পর্ক অনুসন্ধান।
-
বিখ্যাত উদ্ধৃতি:
"Beauty is truth, truth beauty,—that is all
Ye know on earth, and all ye need to know" -
অন্য উল্লেখযোগ্য উদ্ধৃতি:
-
"Heard melodies are sweet, but those unheard
Are sweeter; therefore, ye soft pipes, play on" -
"She cannot fade, though thou hast not thy bliss,
For ever wilt thou love, and she be fair!"
-
John Keats
-
জাতীয়তা: English
-
সময়কাল: Romantic Period
-
বিশেষণ: Poet of Beauty
-
বিখ্যাত কবিতা:
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman's Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
La Belle Dame Sans Merci
-
Source: Britannica

0
Updated: 1 month ago
Which of the following best defines Alliteration?
Created: 1 month ago
A
Repetition of vowel sounds in nearby words
B
Repetition of synonym at the end of words
C
Repetition of consonant sounds at the beginning of words
D
A direct comparison using "like" or "as"
The required answer is Repetition of consonant sounds at the beginning of words.
Alliteration (অনুপ্রাস):
-
The repetition of a consonant sound at the beginning of two or more words or stressed syllables is called Alliteration.
-
যখন পাশাপাশি বা সম্পর্কযুক্ত শব্দের শুরুতে একই বর্ণ বা একই ধরনের উচ্চারণ থাকে, তখন তাকে অনুপ্রাস বলা হয়।
-
এটি একটি সাহিত্যকৌশল, যা কবিতা বা গদ্যে সুর, ছন্দ এবং মানসিক প্রভাব তৈরি করতে ব্যবহৃত হয়।
-
Alliteration এর মাধ্যমে শব্দগুচ্ছের একটি ছন্দময় সৌন্দর্য তৈরি হয়, যা পাঠক বা শ্রোতার মনোযোগ সহজেই আকর্ষণ করে।
Examples of Alliteration:
1.
“The fair breeze blew, the white foam flew,
The furrow followed free.”
এখানে ‘f’ এবং ‘b’ ধ্বনি বারবার এসেছে।
“Puffs, powders, patches, Bibles, billet-doux.”
এখানে ‘p’ তিনবার এবং ‘b’ দুবার পুনরাবৃত্ত হয়েছে।
Other Options:
-
Repetition of vowel sounds in nearby words → Assonance
-
Repetition of consonant sounds at the end of words → Consonance
-
A direct comparison using “like” or “as” → Simile

0
Updated: 1 month ago