A
Masseus
B
Massese
C
Masseuse
D
None of these
উত্তরের বিবরণ
Masseur (masculine)
-
English meaning: A person whose job is giving people massages.
-
Bangla meaning: অঙ্গমর্দক; যে পুরুষ অঙ্গমর্দন করিয়া দেয়।
-
Feminine form: Masseuse
Examples:
-
The chef and masseur will keep you well-fed and relaxed.
-
As a professional masseur, he specializes in sports massage for athletes recovering from injuries.
Note: উল্লিখিত অন্য অপশনগুলো এখানে প্রাসঙ্গিক নয়।
Source: Cambridge & Accessible Dictionary

0
Updated: 6 days ago
This is the book I lost. Here 'I lost' is-
Created: 4 days ago
A
A noun clause
B
An adverbial clause
C
An adjective clause
D
None of the three
Adjective Clause (বিশেষণোপবাক্য)
যে উপবাক্যটি কোনো noun বা pronoun-এর অর্থ পরিষ্কার বা বর্ধিত করে, তাকে Adjective Clause বা বিশেষণোপবাক্য বলা হয়। এটি মূলত noun-এর পর বসে এবং noun-এর বিশেষণ হিসেবে কাজ করে।
উদাহরণ:
-
This is the book I lost.
এখানে I lost হলো Adjective Clause। কেননা এটি noun the book কে modify করছে, অর্থাৎ কোন বই তা বোঝাচ্ছে।
মূল বৈশিষ্ট্য:
-
সাধারণ adjective সাধারণত noun-এর আগে বা linking verb-এর পরে আসে, কিন্তু Adjective Clause সবসময় noun-এর পরে বসে।
-
Adjective Clause প্রায়ই শুরু হয় relative pronoun বা relative adverb দিয়ে।
Relative Pronouns: who, which, that, whom, whose, of which
Relative Adverbs: why, where, when, how, as
উদাহরণ বাক্য
-
He could not explain the reason why they left. → এখানে why they left হলো Adjective Clause, যা the reason কে modify করছে।
-
The boy who is playing cricket is my brother. → এখানে who is playing cricket হলো Adjective Clause, যা the boy কে modify করছে।
উৎস: Azar, B. S. (2002). Understanding and Using English Grammar. Pearson Education.

0
Updated: 4 days ago
What is Mr. Darcy’s annual income as described in the novel “Pride and Prejudice”?
Created: 20 hours ago
A
£4,000
B
£5,000
C
£8,000
D
£10,000
Jane Austen বিস্তারিতভাবে Darcy-এর সামাজিক মর্যাদা তুলে ধরেন। তার বাৎসরিক আয় £10,000, যা Regency England-এর জন্য বিশাল সম্পদ ছিল। এই আর্থিক ক্ষমতাই Darcy-কে সমাজে “eligible bachelor” করে তোলে। Mrs. Bennet ও আশেপাশের সমাজ Darcy-কে মূলত অর্থের কারণে আকর্ষণীয় ভাবে দেখে।
Darcy-এর pride তার উচ্চ সামাজিক মর্যাদা ও সম্পদ থেকেই আসে। তবে Austen দেখান—শেষ পর্যন্ত Darcy শুধু ধনী হওয়ার কারণে নয়, তার নৈতিক উন্নতির কারণেই Elizabeth-এর কাছে গ্রহণযোগ্য হয়।

1
Updated: 20 hours ago
The play 'Candida' is by-
Created: 1 month ago
A
James Joyce
B
Shakespeare
C
G. B. Shaw
D
Arthur Miller
নাটক ‘Candida’ কে রচনা করেছেন G. B. Shaw
-
‘Candida’ নাটকটি বিখ্যাত নাট্যকার জর্জ বার্নার্ড শ’র লেখা। এই নাটকে মূল চরিত্র তিনটি—Candida, তার স্বামী ধর্মযাজক James Mavor Morell, এবং তরুণ কবি Eugene Marchbanks।
-
কবি Marchbanks মনে করে Candida তার দাম্পত্য জীবনে সুখী নয় এবং সে Candida-র প্রেমে পড়ে।
-
ফলে নাটকটি এক ধরনের ত্রিভুজ প্রেমের গল্প হয়ে দাঁড়ায়, যেখানে Candida-ই কেন্দ্রীয় চরিত্র।
-
এটি মূলত একটি হাস্যরসাত্মক নাটক বা কমেডি।
• মূল চরিত্র
-
Candida
-
Reverend James Mavor Morell
-
Eugene Marchbanks
-
Miss Proserpine Garnett
-
Reverend Alexander (Lexy) Mill
-
Mr. Burgess
• G. B. Shaw (1856–1950)
-
তার পূর্ণ নাম George Bernard Shaw।
-
তিনি একজন আইরিশ (Irish) নাট্যকার এবং সাহিত্য সমালোচক ছিলেন।
-
Shaw আধুনিক যুগের (Modern Period) একজন গুরুত্বপূর্ণ নাট্যকার।
-
তিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
তিনি 'Drama of Ideas' বা চিন্তাশীল নাটকের জন্য বিখ্যাত।
• G. B. Shaw-এর কিছু বিখ্যাত নাটক
-
Pygmalion – একটি রোমান্টিক নাটক
-
Major Barbara – একটি সামাজিক ব্যঙ্গ নাটক
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man – একটি রোমান্টিক কমেডি
-
Heartbreak House
-
Caesar and Cleopatra
-
Man and Superman – একটি কমেডি নাটক
-
The Doctor’s Dilemma – একটি ব্যঙ্গাত্মক নাটক
-
St. Joan of Arc
তথ্যসূত্র: An ABC of English Literature - Dr. M. Mofizar Rahman, Encyclopedia Britannica, এবং Live MCQ Lecture.

1
Updated: 1 month ago