Criminals are of ____ character.
A
a
B
an
C
the
D
no article
উত্তরের বিবরণ
Rule:
-
সমজাতীয় কিছু বোঝাতে যেমন the same, the certain ইত্যাদি, singular common noun-এর আগে a/an বসে।
Examples:
-
Birds of a feather flock together.
-
Criminals are of a (the same) character.
-
There lived a farmer.
Complete Sentence:
👉 Criminals are of a character.

0
Updated: 1 month ago
Choose the correct passive voice of:
"Who taught you English?"
Created: 2 months ago
A
Who were you taught English by?
B
By whom were you taught English?
C
By whom you were taught English?
D
Whom were you taught English by?
Correct Answer
খ) By whom were you taught English? ✅
Explanation:
-
Who যুক্ত Interrogative Sentence কে Passive Voice এ পরিবর্তন করার নিয়ম:
-
Who → By whom হয়
-
তারপর tense ও subject অনুযায়ী auxiliary verb বসে
-
Object → Subject হয়
-
মূল verb এর Past Participle বসে
-
প্রশ্নবোধক চিহ্ন (?) বসানো হয়
-
Example:
-
Active: Who taught you English?
-
Passive: By whom were you taught English?
Other Options
ক) Who were you taught English by? → অনানুষ্ঠানিক ও অস্বস্তিকর গঠন; grammatically possible হলেও standard formal নয়।
গ) By whom you were taught English? → word order ভুল; interrogative না হয়ে assertive হয়ে গেছে।
ঘ) Whom were you taught English by? → “Whom” ঠিক আছে, কিন্তু standard formal usage-এ শুরুতেই “By whom” বসানো উত্তম।

0
Updated: 2 months ago
In a paragraph, which part introduces the main idea and guides the rest of the content?
Created: 4 weeks ago
A
Terminator
B
Transition Sentence
C
Topic Sentence
D
Supporting Details
একটি Paragraph হলো ক্ষুদ্র রচনা, যার মধ্যে সাধারণত একটি মাত্র idea বা theme থাকে। Paragraph-এর তিনটি প্রধান অংশ হলো Topic Sentence, Body, এবং Terminator।
তথ্যগুলো হলো:
-
Topic Sentence: Paragraph-এর প্রধান idea বা theme প্রকাশকারী বাক্য। সাধারণত paragraph-এর শুরুতে লেখা হয়। এতে অবশ্যই একটি Controlling Idea থাকে, যা paragraph-এর বাকি অংশকে নিয়ন্ত্রণ করে।
-
Body: Paragraph-এর মূল ধারণা বা বিষয়বস্তু এখানে ব্যাখ্যা করা হয়। Supporting Details-এর মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়।
-
Terminator: Paragraph-এর সমাপ্তি প্রদর্শন করে এবং মূল বক্তব্যের সারসংক্ষেপ দেয়।
-
Transition Sentence: Paragraph-এর বিভিন্ন অংশের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখে এবং একটি অংশ থেকে অন্য অংশের সংযোগ বা পার্থক্য প্রদর্শন করে।
অর্থাৎ, Topic Sentence হলো paragraph-এর মূল ধারণা এবং নিয়ন্ত্রণকারী বাক্য, যা পুরো paragraph-এর ভিত্তি স্থাপন করে।

0
Updated: 4 weeks ago
'Captain Ahab' is a character from -
Created: 1 month ago
A
The Rime of the Ancient Mariner
B
Robinson Crusoe
C
Moby Dick
D
Old Man and The Sea
Moby Dick
-
লেখক: Herman Melville
-
প্রথম প্রকাশ: 1851, মূলত The Whale নামে
-
উৎসর্গ: Nathaniel Hawthorne
-
বিষয়: তিমি শিকার ও মানুষের আবেগ, প্রতিশোধ ও অবসেশন
Summary:
-
প্রধান চরিত্র:
-
Captain Ahab – এক-পা হারানো জাহাজের অধিনায়ক, Moby Dick তিমি শিকার করতে বদ্ধপরিকর
-
Ishmael – ন্যারেটর
-
Queequeg, Starbuck, Peleg, Bildad (Pequod জাহাজের মালিক)
-
-
গল্পের কেন্দ্র: Moby Dick নামক white giant whale
-
Ahab-এর আবেগপ্রবণ শিকার তার নিজস্ব মৃত্যু এবং প্রায় সব ক্রুদের মৃত্যুর কারণ হয়
-
শেষমেশ, white whale মারা যায় না
Herman Melville
-
American novelist, short story writer, poet
-
সমুদ্রভিত্তিক উপন্যাসের জন্য পরিচিত
Famous Novels:
-
Moby Dick
-
White Jacket
-
Bartleby, the Scrivener

0
Updated: 1 month ago