Choose the Singular Number.
A
People
B
Police
C
Cattle
D
Harry Potter
উত্তরের বিবরণ
Singular and Plural Usage:
-
Harry Potter → Singular Number
-
কোনো বইয়ের নাম বা বিশেষ নাম সাধারণত Singular হিসেবে ধরা হয়।
-
-
কিছু শব্দ সবসময় Plural হিসেবে ব্যবহৃত হয়।
-
উদাহরণ:
-
People
-
Police
-
Cattle
-
-
Source: Applied English Grammar and Composition by P. C. Das

0
Updated: 1 month ago
Adnan can eat ___ his brother.
Created: 2 months ago
A
twice as
B
twice as much as
C
twice as more as
D
twice times
• সঠিক উত্তর: খ) twice as much as
-
Full Sentence:
Adnan can eat twice as much as his brother.
-
অর্থ (বাংলা):
আদনান তার ভাইয়ের চেয়ে দ্বিগুণ পরিমাণ খেতে পারে।
-
ব্যাখ্যা:
"Twice as much as" হলো সঠিক comparative structure, যখন uncountable quantities (যেমন খাবারের পরিমাণ) তুলনা করা হয়।
Full Sentence:
Adnan can eat twice as much as his brother.
অর্থ (বাংলা):
আদনান তার ভাইয়ের চেয়ে দ্বিগুণ পরিমাণ খেতে পারে।
ব্যাখ্যা:
"Twice as much as" হলো সঠিক comparative structure, যখন uncountable quantities (যেমন খাবারের পরিমাণ) তুলনা করা হয়।
• অন্যান্য Options
-
ক) twice as
-
অসম্পূর্ণ (Incomplete)।
-
সঠিক অর্থ বোঝানোর জন্য বলা প্রয়োজন twice as much/many as।
-
গ) twice as more as
-
ভুল comparative form।
-
"Twice" এর সাথে "more" একসাথে ব্যবহার করা যায় না।
-
সঠিক: twice as much as, not twice as more as।
-
ঘ) twice times
-
ভুল এবং redundant।
-
কারণ "twice" এর অর্থই two times, তাই "twice times" ব্যবহার করা যায় না।
ক) twice as
-
অসম্পূর্ণ (Incomplete)।
-
সঠিক অর্থ বোঝানোর জন্য বলা প্রয়োজন twice as much/many as।
গ) twice as more as
-
ভুল comparative form।
-
"Twice" এর সাথে "more" একসাথে ব্যবহার করা যায় না।
-
সঠিক: twice as much as, not twice as more as।
ঘ) twice times
-
ভুল এবং redundant।
-
কারণ "twice" এর অর্থই two times, তাই "twice times" ব্যবহার করা যায় না।
📖 Source: Live MCQ Lecture

0
Updated: 2 months ago
Name the writer of "Caesar and Cleopatra".
Created: 1 month ago
A
William Shakespeare
B
George Bernard Shaw
C
Charles Dickens
D
Christopher Marlowe
Caesar and Cleopatra হলো George Bernard Shaw–এর রচিত একটি বিখ্যাত নাটক। এটি একটি 4-act play, যা তিনি ১৮৯৮ সালে লিখেছিলেন। নাটকটি প্রথম প্রকাশিত হয় ১৯০১ সালে এবং প্রথম মঞ্চস্থ হয় ১৯০৬ সালে। এটি Shaw-এর প্রথম বড় নাটক হিসেবে বিবেচিত।
Characters
-
Julius Caesar
-
Cleopatra
-
Rufio
-
Ftatateeta
-
Pothinus
-
Ptolemy
-
Britannus
-
Apollodorus
-
Mark Antony
-
Pompey
-
Achillas
-
Theodotus
সারসংক্ষেপ
-
নাটকটি রোমান সম্রাট Julius Caesar এবং মিশরের রানি Cleopatra–এর সম্পর্ক ও রাজনৈতিক কৌশলকে কেন্দ্র করে।
-
Cleopatra কে একজন কাঁচা, অভিজ্ঞতাহীন কিশোরী রানি হিসেবে দেখানো হয়েছে, যাকে Caesar ধীরে ধীরে নেতৃত্ব ও শাসনের পাঠ শেখান।
-
Caesar একজন জ্ঞানী, বিচক্ষণ এবং সহিষ্ণু নেতা হিসেবে চিত্রিত, যিনি যুদ্ধ নয় বরং ন্যায় ও সদিচ্ছার মাধ্যমে বিজয় অর্জন করতে চান।
-
মূল বিষয়বস্তু হলো ক্ষমতার ব্যবহার, নৈতিকতা, নেতৃত্বের শিক্ষা এবং রাজনীতি।
George Bernard Shaw (G. B. Shaw)
-
তিনি একজন বিখ্যাত আইরিশ নাট্যকার এবং সমালোচক।
-
১৯২৫ সালে ইংরেজি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
তাকে বলা হয় The greatest modern English dramatist এবং The father of modern English Drama।
Famous Plays
-
Man and Superman
-
Arms and the Man
-
Candida
-
Caesar and Cleopatra
-
Mrs. Warren's Profession
-
The Apple Cart
-
Doctor's Dilemma
-
Man of Destiny
-
Pygmalion
-
Major Barbara
Note: William Shakespeare–এর একটি নাটক Antony and Cleopatra নামে রয়েছে।

0
Updated: 1 month ago
Which theme is most clearly represented in Charlotte Lucas’s marriage?
Created: 1 month ago
A
Romantic love
B
Ambition
C
Marriage as social contract
D
Equality
Charlotte Lucas Collins-কে ভালোবাসে না, কিন্তু আর্থিক নিরাপত্তার জন্য তাকে বিয়ে করে। তার এই সিদ্ধান্ত প্রমাণ করে অনেক নারীর জন্য বিয়ে ছিল কেবল সামাজিক ও অর্থনৈতিক চুক্তি। Austen Elizabeth-এর মাধ্যমে স্বাধীনতার পথ দেখান, কিন্তু Charlotte-এর মাধ্যমে সমাজের বাস্তবতাও প্রকাশ করেন।

0
Updated: 1 month ago