A
Axise
B
Axess
C
Axes
D
Axisies
উত্তরের বিবরণ
Axis (noun):
-
Meaning: অক্ষরেখা।
-
এটি Singular number হিসেবে ব্যবহৃত হয়।
-
এর Plural form হলো Axes।
Source: Accessible Dictionary

0
Updated: 6 days ago
"It is impossible to love and be wise" - It is quoted by -
Created: 4 weeks ago
A
Francis Bacon
B
Rene Descartes
C
Blaise Pascal
D
Voltaire
• “It is impossible to love and be wise” এই উক্তিটি Francis Bacon-এর দর্শনকে প্রতিফলিত করে। তাঁর মতে, ভালোবাসা মানুষের বুদ্ধিমত্তাকে প্রভাবিত করে এবং যখন কেউ ভালোবাসে, তখন তিনি যুক্তি ও বুদ্ধি হারিয়ে ফেলেন। ভালোবাসা আবেগের ওপর ভিত্তি করে, যা বুদ্ধির সঙ্গে বিরোধ সৃষ্টি করে। অন্যদিকে, Rene Descartes যুক্তিবাদ ও চিন্তার পক্ষে ছিলেন, যেখানে আবেগের চেয়ে যুক্তি প্রাধান্য পায়। Blaise Pascal ভালোবাসা ও ঈশ্বরের মধ্যে সম্পর্ক নিয়ে ভাবতেন, যেখানে আবেগ ও বিশ্বাস গুরুত্বপূর্ণ। Voltaire যুক্তিবাদী হলেও তিনি আবেগ ও বুদ্ধিমত্তার সমন্বয়কে গুরুত্ব দিতেন। তাই, Francis Bacon-এর মতবাদ ভালোবাসা ও বুদ্ধিমত্তার সংঘাতের উপর বেশি জোর দেয়।
• বিস্তারিত আলোচনা:
• Francis Bacon:
- তাঁর পুরো নাম Francis Bacon, Viscount Saint Alban.
- তাকে Sir Francis Bacon ও বলা হয়।
- Francis Bacon is best known as an essayist.
- তিনি একজন lawyer, statesman, philosopher এবং master of the English tongue.
- He is remembered in literary terms for the sharp worldly wisdom of a few dozen essays.

0
Updated: 4 weeks ago
Which period is known as the "Golden Period of English Literature"?
Created: 1 week ago
A
The Modern period
B
The Romantic period
C
The Elizabethan period
D
The Victorian period
English
English Grammar
English Literature
The Elizabethan Period (1558-1603)
No subjects available.
The Elizabethan Period (1558–1603) is known as the "Golden Period of English Literature".
-
It corresponds to the reign of Queen Elizabeth I.
-
This era saw a remarkable flourishing of English drama, poetry, and prose.
-
Famous writers of this period include William Shakespeare, Christopher Marlowe, Edmund Spenser, and Ben Jonson.
-
It is considered “golden” because of the exceptional quality and enduring influence of its literary works.

0
Updated: 1 week ago
Which is the correct spelling?
Created: 1 week ago
A
Quorum
B
Quorumme
C
Quorom
D
Quoram
The correct answer is - ক) Quorum.
• Quorum (Noun)
- English Meaning: The smallest number of people who must be at a meeting before it can begin or decisions can be made.
- Bangla Meaning: সভার বৈধতার জন্য কমপক্ষে যে কয়জন সদস্যের উপস্থিতি প্রয়োজন।
• Synonyms:
- Attendance (উপস্থিতি),
- Plenum (পূর্ণাঙ্গ অধিবেশন),
- Assemblage (সমাবেশ),
- Gathering (জমায়েত),
- Meeting (সভা)।
• Antonyms:
- Absence (অনুপস্থিতি),
- Non-attendance (অনুপস্থিতি),
- Lack of Presence (পর্যাপ্ত অনুপস্থিতির অভাব),
- Insufficient (অপর্যাপ্ত),
- Deficient (ঘাটতি)।
• Other Forms:
- Quorate (adjective)
• Example Sentence:
- If a quorum is not present, the meeting must be adjourned.
- Unfortunately, she called for a quorum count and the meeting was found to be inquorate.

0
Updated: 1 week ago