কাজী নজরুল ইসলাম রচিত প্রথম নাট্যগ্রন্থ কোনটি?
A
ঝিলিমিলি
B
আলেয়া
C
পুতুলের বিয়ে
D
মধুমালা
উত্তরের বিবরণ
ঝিলিমিলি (কাজী নজরুল ইসলাম রচিত নাট্যসংকলন)
‘ঝিলিমিলি’ হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম নাটকের সংকলন, যা ১৩৩৭ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে (১৯৩০ খ্রিস্টাব্দ) গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই সংকলনে তিনটি নাটক অন্তর্ভুক্ত রয়েছে:
-
ঝিলিমিলি
-
সেতুবন্ধ
-
শিল্পী
কাজী নজরুল ইসলাম রচিত অন্যান্য উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
আলেয়া
-
পুতুলের বিয়ে (কিশোর নাটক)
-
মধুমালা (গীতিনাট্য)
-
ঝড় (কিশোর কাব্য-নাটক)
-
পিলে পটকা পুতুলের বিয়ে (কিশোর কাব্য-নাটক)
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
0
Updated: 5 months ago
কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন -
Created: 2 months ago
A
২৪ মে, ১৮৯৯
B
২০ মার্চ, ১৮৮৯
C
২৬ সেপ্টেম্বর, ১৮৯৯
D
১৫ ডিসেম্বর, ১৮৯৯
কাজী নজরুল ইসলাম
-
জাতীয় পরিচয়: বাংলাদেশের জাতীয় কবি; অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতিতে প্রধান ব্যক্তিত্ব
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দ, ১১ জ্যৈষ্ঠ (২৪ মে, ১৮৯৯), চুরুলিয়া, বর্ধমান, পশ্চিমবঙ্গ
-
খ্যাতি:
-
সাহিত্যে: ‘বিদ্রোহী কবি’
-
সঙ্গীতে: ‘বুলবুল’
-
-
বাংলাদেশে আসা ও নাগরিকত্ব:
-
১৯৭২ সালের ২৪ মে বাংলাদেশে সপরিবারে আনা হয়
-
১৯৭৬ সালের জানুয়ারিতে বাংলাদেশ সরকার নাগরিকত্ব প্রদান এবং ২১ ফেব্রুয়ারি ‘একুশে পদক’ প্রদান
-
-
মৃত্যু: ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩), পিজি হাসপাতাল, ঢাকা
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়?
Created: 1 month ago
A
ব্যথার দান
B
দোলনচাঁপা
C
সোনার তরী
D
শিউলিমালা
কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তিনি বাংলা সাহিত্যে “বিদ্রোহী কবি” হিসেবে খ্যাত এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে পরিচিত।
কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম ছিল দুখু মিয়া।
-
কাব্যগ্রন্থ:
-
অগ্নিবীণা
-
সাম্যবাদী
-
ঝিঙে ফুল
-
দোলনচাঁপা
-
সিন্ধু হিন্দোল
-
চক্রবাক
-
নতুন চাঁদ
-
মরুভাস্কর
-
-
গল্পগ্রন্থ:
-
ব্যথার দান
-
রিক্তের বেদন
-
শিউলিমালা
-
-
নাটক:
-
ঝিলিমিলি
-
আলেয়া
-
উল্লেখযোগ্য, “সোনার তরী” রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি বিখ্যাত কাব্যগ্রন্থ।
0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার কারণে কারারুদ্ধ হন?
Created: 1 month ago
A
বিদ্রোহী
B
ধূমকেতু
C
আনন্দময়ীর আগমনে
D
প্রলোয়াল্লাস
‘আনন্দময়ীর আগমনে’ কবিতার কারণে কাজী নজরুল ইসলামের উপর কারাদণ্ড আরোপিত হয়েছিল। কবিতাটি ধূমকেতু পত্রিকার ১৯২২ সালের ২৬ সেপ্টেম্বর সংখ্যায় প্রকাশিত হয় এবং প্রকাশিত হওয়ার পর কাজী নজরুল ইসলাম কুমিল্লা থেকে ৮ নভেম্বর গ্রেফতার হন। এই কবিতা তাঁর "দোলনচাঁপা" কাব্যগ্রন্থের অন্তর্গত।
-
কাজী নজরুল ইসলাম
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯), পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।
-
ডাক নাম: দুখু মিয়া, ত্যাড়া ক্ষ্যাপা, নজর আলি, নুরু, ব্যাঙাচি।
-
পরিচিতি: বাংলা সাহিত্যের ইতিহাসে ‘বিদ্রোহী কবি’, মুক্তক ছন্দের প্রবর্তক, আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ হিসেবে খ্যাত।
-
মৃত্যু: ১৩৮৩ বঙ্গাব্দের ১২ই ভাদ্র (২৯ আগস্ট ১৯৭৬)।
-
-
কাব্যগ্রন্থসমূহ
কাজী নজরুল ইসলামের মোট কাব্যগ্রন্থ ২২টি। প্রধান কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে:-
অগ্নি-বীণা
-
বিষের বাঁশি
-
ভাঙার গান
-
সাম্যবাদী
-
সর্বহারা
-
ফণি-মণসা
-
জিঞ্জির
-
সন্ধ্যা
-
প্রলয়শিখা
-
সিন্দু-হিন্দোল
-
বিদ্রোহী
-
প্রলোয়াল্লাস
-
ধূমকেতু
-
এছাড়াও কাজী নজরুল ইসলামের সাহিত্য ও কাব্যপ্রবৃত্তি বাংলা সাহিত্যে বিদ্রোহী চেতনার প্রতীক হিসেবে প্রশংসিত হয়েছে।
0
Updated: 1 month ago