Choose the sentence with an abstract noun.
A
His honesty impressed the judges.
B
The child plays in the park.
C
She opened the window.
D
I bought a new laptop yesterday.
0
Updated: 6 months ago
Identify the correct passive form of the sentence below : 'Do you know them?'
Created: 1 month ago
A
Are they known by you?
B
Would they be known by you?
C
Are they known with you?
D
Are they known to you?
Auxiliary verb যুক্ত Interrogative sentence Passive Voice এ রূপান্তর করার নিয়ম
১. প্রথমে Interrogative বাক্যটিকে Assertive (statement) আকারে লিখতে হবে।
২. তারপর সেই Assertive বাক্যটিকে Passive Voice এ রূপান্তর করতে হবে।
৩. শেষে আবার সেটিকে Interrogative sentence এ রূপান্তর করতে হবে।
উদাহরণ:
-
বাক্য: Do you know them?
-
প্রথমে এটিকে Assertive করব → You know them.
Assertive sentence কে Passive করার নিয়ম
-
Active voice এর object → Passive voice এর subject হবে।
-
Tense অনুযায়ী Auxiliary verb ব্যবহার হবে।
-
মূল verb-এর past participle (V³) বসবে।
-
Active voice-এর subject → Passive voice এ by preposition সহ বসে।
তবে কিছু verb এর ক্ষেত্রে বিশেষ নিয়ম আছে। যেমন— know verb-এর ক্ষেত্রে সাধারণত by ব্যবহার হয় না। পরিবর্তে to ব্যবহৃত হয়।
চূড়ান্ত রূপান্তর
-
Do you know them? → Assertive: You know them.
-
Passive (Assertive): They are known to you.
-
Interrogative আকারে: Are they known to you? ✅
উৎসঃ Wren & Martin, High School English Grammar and Composition
0
Updated: 1 month ago
Identify the correct sentence
Created: 1 month ago
A
One-fourth of the students are absent today.
B
One-fourths of the students are absent today.
C
One-fourth of the student are absent today.
D
One-fourth of the students were absent today.
Correct Sentence: One-fourth of the students are absent today।
বিশ্লেষণ:
-
সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথম সংখ্যা One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন: Two-thirds)।
-
প্রথম সংখ্যা One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না (যেমন: One-third)।
-
ভগ্নাংশের পর subject যদি singular হয়, তাহলে verb singular হবে।
-
subject যদি plural হয়, তাহলে verb plural হবে।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
খ) One-fourths of the students are absent today।
-
ভুল। "One-fourths" নয়, সঠিক হবে "One-fourth"।
-
-
গ) One-fourth of the student are absent today।
-
ভুল। "the student" একবচন, তাই verb হবে is।
-
-
ঘ) One-fourth of the students were absent today।
-
ভুল। এখানে "today" শব্দ থাকায় present tense ব্যবহার করা উচিত। Verb "were" past tense নির্দেশ করে, তাই ভুল।
-
Source:
0
Updated: 1 month ago
Which of the following is correct?
Created: 3 weeks ago
A
I have felt very bad that day.
B
I feals very bad that day.
C
I feel very bad that day.
D
I felt very bad that day.
সঠিক উত্তর: I felt very bad that day.
এই বাক্যটি Past Indefinite Tense বা Simple Past Tense এর নিয়ম অনুযায়ী গঠিত এবং সঠিকভাবে অতীতের একটি সম্পন্ন ঘটনার প্রকাশ করছে।
Past Indefinite Tense:
যে কাজ অতীতে সংঘটিত হয়েছে এবং যার ফল বর্তমান পর্যন্ত বহাল নেই, সেই কাজ বোঝাতে verb-এর Past form ব্যবহৃত হয়।
নিয়ম:
Subject + Verb (Past form) + Object + Extension
সময় নির্দেশক শব্দ:
যখন বাক্যে yesterday, ago, last night, last week, last month, that day, as soon as ইত্যাদি নির্দিষ্ট অতীত সময় বোঝানো শব্দ থাকে, তখন verb-এর Simple Past form ব্যবহৃত হয়।
সঠিক বাক্য:
I felt very bad that day.
বাংলা অর্থ: আমি সেদিন খুব খারাপ অনুভব করেছিলাম।
উল্লিখিত অন্যান্য অপশনগুলোর বিশ্লেষণ:
ক) I have felt very bad that day.
– ভুল: Present Perfect Tense কখনো নির্দিষ্ট অতীত সময় (যেমন that day, yesterday) এর সাথে ব্যবহার করা যায় না।
খ) I feals very bad that day.
– ভুল: বানান ভুল; “feals” শব্দটি সঠিক নয়, এটি হওয়া উচিত feels। তাছাড়া বাক্যটি Present Tense এ, যা এখানে প্রযোজ্য নয়।
গ) I feel very bad that day.
– ভুল: “that day” অতীত সময় নির্দেশ করছে, তাই Present Tense ব্যবহৃত হওয়া ঠিক নয়।
অতএব, Past Indefinite Tense অনুসারে সঠিক বাক্য হলো:
I felt very bad that day.
0
Updated: 3 weeks ago