'গায়ে হলুদ' কোন সমাস?
A
অব্যয়ীভাব সমাস
B
দ্বন্দ্ব সমাস
C
তৎপুরুষ সমাস
D
বহুব্রীহি সমাস
উত্তরের বিবরণ

0
Updated: 4 months ago
পূর্বপদ বিশেষণ ও পরপর বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়?
Created: 2 days ago
A
সমানাধিকরণ
B
প্রত্যয়ান্ত
C
ব্যাধিকরণ
D
ব্যতিহার
পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয়। যেমন: হত হয়েছে শ্রী যার = হতশ্রী, খোশ মেজাজ যার = খােশ মেজাজ প্রভৃতি ।

0
Updated: 2 days ago
'বউভাত' কোন সমাসের উদাহরণ?
Created: 1 week ago
A
দ্বন্দ্ব সমাস
B
কর্মধারয় সমাস
C
বহুব্রীহি সমাস
D
তৎপুরুষ সমাস
বহুব্রীহি সমাস:
যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
উদাহরণ:
-
বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে = বউভাত
-
লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি
দ্বন্দ্ব সমাস:
যে সমাসে সমস্যমান পদগুলোর প্রতিটিতেই অর্থ প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
উদাহরণ:
-
ভাইবোন
-
তালতমাল
তৎপুরুষ সমাস:
পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যেখানে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায়, তাকে তৎপুরুষ সমাস বলে।
উদাহরণ:
-
ছাত্রের সমাজ = ছাত্রসমাজ
কর্মধারয় সমাস:
যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য থাকবে এবং পূর্বপদটি পরপদের বিশেষণের মত কাজ করবে, তাকে কর্মধারয় সমাস বলে।
উদাহরণ:
-
নীল যে কমল = নীলকমল (এখানে পূর্বপদ নীল হচ্ছে পরপদ কমলের বিশেষণ এবং 'নীলকমল' শব্দে কমলেরই অর্থ প্রাধান্য)
উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম (২০২২ সংস্করণ)

0
Updated: 1 week ago
কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস এর উদাহরণ?
Created: 1 month ago
A
চিরসুখী
B
দশানন
C
গায়েহলুদ
D
কানাকানি
ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এ সমাসে পূর্বপদে ‘আ’ এবং উত্তরপদে ‘ই’ যুক্ত হয় । যথা: হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি, কানে কানে যে কথা কানাকানি। এমনি ভাবে – চুলাচুলি, = কাড়াকাড়ি, গালাগালি, দেখাদেখি, কোলাকুলি, লাঠালাঠি, হাসাহাসি, গুঁতাগুঁতি, ঘুষাঘুষি ইত্যাদি।

0
Updated: 1 month ago