A
ষষ্ঠীচরণ দেবশর্মা
B
অকপটচন্দ্র ভাস্কর
C
শ্রীমতি শর্মণঃ
D
শ্রীমতি মধ্যমা
উত্তরের বিবরণ
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামসমূহ:
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচনায় মোট নয়টি ছদ্মনাম ব্যবহার করেছিলেন। এগুলো হলো—
-
ভানুসিংহ ঠাকুর
-
অকপটচন্দ্র ভাস্কর
-
আন্নাকালী পাকড়াশী
-
দিকশূণ্য ভট্টাচার্য
-
নবীনকিশোর শর্মণঃ
-
ষষ্ঠীচরণ দেবশর্মা
-
বাণীবিনোদ বিদ্যাবিনোদ
-
শ্রীমতি কনিষ্ঠা
-
শ্রীমতি মধ্যমা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 6 days ago
‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতার রচয়িতা কে?
Created: 1 week ago
A
জীবনানন্দ দাশ
B
মাইকেল মধুসূদন দত্ত
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
আল মাহমুদ
প্রভাতসংগীত কাব্যগ্রন্থ
রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ‘প্রভাতসংগীত’ কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ১৮৮৩ সালে।
এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতা হলো ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’।
একদিন সূর্যোদয়ের প্রভাত মুহূর্তে রবীন্দ্রনাথ হঠাৎ এক দিব্য প্রেরণায় অভিভূত হন। সেই মুহূর্তে তাঁর কাছে জগৎ, প্রকৃতি ও মানুষ—সবকিছু এক বিশ্বজনীন আনন্দধারায় ভাসমান বলে মনে হয়।
এই অসাধারণ অনুভূতির প্রকাশ ঘটেছে তাঁর বিখ্যাত কবিতা ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’-এ।
রবীন্দ্রনাথ ঠাকুর
-
জন্ম: ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
-
মাতা: সারদা দেবী
-
শৈশবেই ঠাকুরবাড়ির অনুকূল পরিবেশে তাঁর কবিত্বপ্রতিভার উন্মেষ ঘটে।
-
১৯০১ সালে প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতন বিদ্যালয়।
-
১৯১৩ সালে ইংরেজি অনূদিত ‘Gitanjali’ (১৯১১) কাব্যের জন্য লাভ করেন নোবেল পুরস্কার।
তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থসমূহ
-
প্রভাতসংগীত
-
মানসী
-
সোনার তরী
-
চিত্রা
-
চৈতালী
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
-
পুনশ্চ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
বাংলা ছোট গল্পের জনক কে?
Created: 5 days ago
A
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
কাজী নজরুল ইসলাম
D
মানিক বন্দ্যোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর:
-
জন্ম: ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ), কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা: সারদা দেবী।
-
ঠাকুর বাড়ির অনুকূল পরিবেশে শৈশবেই কবি-প্রতিভার উন্মেষ ঘটে।
-
১৯১৩ সালে ইংরেজি কাব্য ‘গীতাঞ্জলি’ (১৯১১)-এর জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
-
রবীন্দ্রনাথকে বাংলা ছোট গল্পের জনক বলা হয়।
-
তাঁর ছোট গল্পগুলি “গল্পগুচ্ছ”-এর তিন খণ্ডে সংকলিত।
-
প্রথম গল্পসংগ্রহের নাম: “ছোটগল্প”।
প্রেমের গল্প:
-
একরাত্রি, সমাপ্তি, দৃষ্টিদান, প্রায়শ্চিত্ত, অধ্যাপক, নষ্টনীঢ়, রবিবার, শেষকথা, ল্যাবরেটরি
সামাজিক গল্প:
-
দেনাপাওনা, দান প্রতিদান, হৈমন্তি, ছুটি, পোস্ট মাস্টার, কাবুলিওয়ালা ইত্যাদি
গল্পগ্রন্থ:
-
কথা-চতুষ্টয়
-
“বিচিত্র গল্প” দুই খণ্ড
-
গল্প দশক
-
গল্পগুচ্ছ
-
গল্পসপ্তক
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 5 days ago
'সঞ্চয়িতা' কার রচনা?
Created: 1 month ago
A
মাইকেল মধুসুদন দত্ত
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
কাজী নজরুল ইসলাম
D
জসীমউদ্দীন
'সঞ্চয়িতা' রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন। তাঁর রচিত কাব্যগ্রন্থ: কবি কাহিনী, প্রভাতসঙ্গীত, সোনার তরী, চিত্রা, ক্ষণিকা, স্মরণ, বলাকা, পুরবী, পুনশ্চ, শেষলেখা, মানসী ইত্যাদি। আর সঞ্চিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম।

0
Updated: 1 month ago