There is only ____ water in the bottle.
A
the little
B
a little
C
few
D
a few
উত্তরের বিবরণ
✅ Correct Answer: a little
Complete Sentence:
👉 There is only a little water in the bottle.
ব্যাখ্যা:
-
Only-এর পর সর্বদা a few অথবা a little ব্যবহৃত হয়।
-
Countable noun → only a few
-
Uncountable noun → only a little
-
-
এখানে water একটি uncountable noun, তাই এর আগে a little ব্যবহার হয়েছে।
Structure:
-
Only + a few / a few of + plural countable noun + plural verb + …
-
Only + a little / a little of + uncountable noun + singular verb + …
🔹 The little এর ব্যবহার
-
The little অর্থ → সামান্য, তবে যতটুকু আছে তার সবটুকুই বোঝায়।
Example:
👉 The milk he gave me has been spilt.
(সে আমাকে যতটুকু দুধ দিয়েছিল, তার সবটুকুই নষ্ট হয়ে গেছে।)

0
Updated: 1 month ago
Iambic Pentameter is most closely associated with which writer?
Created: 2 months ago
A
William Blake
B
William Shakespeare
C
Samuel Beckett
D
Charles Dickens

0
Updated: 2 months ago
The synonym of “Retard” is -
Created: 4 weeks ago
A
Accelerate
B
Impede
C
Depart
D
Graceful
সঠিক উত্তর হলো – খ) Impede।
Impede একটি verb, যার অর্থ হলো বাধা দেওয়া। এটি কোনো কিছুর অগ্রগতি বা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
-
Retard (verb, transitive)
-
English Meaning: To make the development or progress of something slower
-
Bangla Meaning: দমন করা, প্রতিহত করা
-
-
Synonyms
-
Handicap (ধীর গতি বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা)
-
Delay (বিলম্ব ঘটানো)
-
Slow (ধীরগতির, মোটাবুদ্ধি, প্রতিবন্ধী)
-
Impede (বাধা দেওয়া)
-
Lessen (হ্রাস করা)
-
-
Antonyms
-
Accelerate (তরান্বিত করা)
-
Advance (অগ্রসর হওয়া)
-
Sharp (তীক্ষ্ণ; দ্রুত অগ্রগতি)
-
Hasten (দ্রুত এগিয়ে চলা)
-
Intelligent (বুদ্ধিমান)
-
-
Example Sentences
-
The progression of the disease can be retarded by early surgery.
-
The brain damage will retard the child's language development.
-
-
Other options
-
Depart (প্রস্থান করা)
-
Graceful (কমনীয়)
-

0
Updated: 4 weeks ago
"Stunning" is a synonym of -
Created: 1 week ago
A
Behaviour
B
Cunning
C
Beautiful
D
Love
Stunning শব্দটি ইংরেজি ভাষায় বিশেষণ (Adjective) এবং ক্রিয়া (Verb)—দুই ভাবেই ব্যবহৃত হয়। এর অর্থ সাধারণত এমন কিছু বোঝায় যা অত্যন্ত সুন্দর, চিত্তাকর্ষক বা আশ্চর্যজনকভাবে প্রভাববিস্তারকারী।
ইংরেজি অর্থ: Extremely attractive or impressive.
বাংলা অর্থ: অপূর্বসুন্দর, চিত্তচমৎকারী, চিত্তবিমোহন।
সমার্থক শব্দ (Synonyms): Amazing, Surprising, Startling, Shocking.
বিপরীতার্থক শব্দ (Antonyms): Typical, Unsurprising, Normal, Common.
উল্লিখিত বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Behaviour: আচরণ, স্বভাব।
-
Cunning: ধূর্ত।
-
Beautiful: সুন্দর, চমৎকার; মন ও ইন্দ্রিয়কে আনন্দ দেয় এমন।
-
Love: আদরযত্ন, স্নেহমমতা, প্রীতি, প্রেম, ভালোবাসা।
উদাহরণ বাক্য:
-
The view from the mountain top was simply stunning.
পাহাড়ের চূড়া থেকে দৃশ্যটি ছিল সত্যিই অপূর্বসুন্দর। -
She looked stunning in her wedding dress.
তাঁর বিয়ের পোশাকে তিনি চিত্তবিমোহন লাগছিলেন।

0
Updated: 1 week ago