Before which of the following is an article not used?
A
Noun
B
Adjective
C
Pronoun
D
Adverb
উত্তরের বিবরণ
Answer: Pronoun
Rule:
-
Adjective, noun এবং adverb-এর আগে Article বসতে পারে।
-
কিন্তু pronoun-এর আগে Article বসে না।
Examples:
-
Article + Noun → a boy
-
Article + Adjective + Noun → a good boy
-
Article + Adverb + Adjective + Noun → a very good boy
❌ কিন্তু pronoun-এর আগে Article ব্যবহার করা যায় না।
যেমন: a he, an he, the he — এগুলো ভুল।

0
Updated: 1 month ago
Which Indian city serves as the main setting for A Passage to India?
Created: 1 month ago
A
Delhi
B
Chandrapore
C
Calcutta
D
Kerala
A Passage to India
-
লেখক: E. M. Forster
-
প্রকাশ: 1924, লেখকের অন্যতম শ্রেষ্ঠ কাজ
-
লেখা: ভারত ও আলেক্সান্দ্রিয়ার অবস্থানের প্রেক্ষাপটে
-
বিষয়: Racism, colonialism, এবং ব্রিটিশ ও ভারতীয়দের সম্পর্ক
-
প্রধান চরিত্র: Dr. Aziz এবং Adela Quested
E. M. Forster
-
British novelist, essayist, social ও literary critic
-
বিখ্যাত উপন্যাস: Howards End, A Passage to India
-
এছাড়া সমালোচনার বড়ো পরিমাণ কাজের জন্য পরিচিত

0
Updated: 1 month ago
What does “Life to the lees” signify?
Created: 1 month ago
A
To waste life in luxury
B
To live life passively
C
To drink life to the last drop
D
To regret life’s failures
“Lees” শব্দটি বোঝায় মদের পাত্রের শেষাংশ বা তলানি। ইউলিসিস বলেন, তিনি জীবনকে “to the lees” পান করবেন। অর্থাৎ জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সুযোগ তিনি পুরোপুরি কাজে লাগাতে চান।
মৃত্যু আসা পর্যন্ত তিনি অভিযান, ভ্রমণ ও জ্ঞান অনুসন্ধান চালিয়ে যেতে চান। তাঁর কাছে জীবন মানেই কর্ম, অভিজ্ঞতা এবং আনন্দ। নিছক বেঁচে থাকা বা শ্বাস নেওয়া তাঁর কাছে জীবন নয়। এই লাইনটি তাঁর অদম্য দুঃসাহসী মনোভাব ও সীমাহীন কৌতূহলকে প্রকাশ করে, যা ভিক্টোরিয়ান যুগের অগ্রগতিপ্রবণ মানসিকতার প্রতিফলন।

0
Updated: 1 month ago
“Give somebody a piece of your mind” means to-
Created: 1 month ago
A
tell someone that you are very angry with them.
B
say exactly what you feel or think.
C
return or to help somebody return to a normal situation.
D
give somebody mental peace
“Give somebody a piece of your mind” means to - tell someone that you are very angry with them.
• Give somebody a piece of your mind (phrase)
English Meaning: to speak angrily to someone about something they have done wrong
Bangla Meaning: কারোর সাথে কোন বিষয়ে রেগে কথা বলা।
Example sentence:
- I’d like to give her a piece of my mind.
Source: Cambridge Dictionary

0
Updated: 1 month ago