Plural form of 'Axis' -
A
Axise
B
Axess
C
Axes
D
Axisies
উত্তরের বিবরণ
Axis (noun):
-
Meaning: অক্ষরেখা।
-
এটি Singular number হিসেবে ব্যবহৃত হয়।
-
এর Plural form হলো Axes।
Source: Accessible Dictionary

0
Updated: 1 month ago
A smooth, dry surface helps the tiles adhere ____ the wall.
Created: 3 weeks ago
A
by
B
to
C
in
D
at
বাক্য ও শব্দের ব্যাখ্যা অনুযায়ী:
-
Complete sentence: A smooth, dry surface helps the tiles adhere to the wall.
-
Adhere to
-
English meaning: to stick firmly
-
Bangla meaning: দৃঢ়ভাবে লেগে থাকা, সেঁটে থাকা
-
-
Preposition ব্যাখ্যা:
-
Adhere এর সাথে ‘দৃঢ়ভাবে লেগে থাকা’ অর্থ প্রকাশ করতে to ব্যবহার করা হয়।
-
এই বাক্যে to ব্যবহার করলে অর্থ সম্পূর্ণ হয়: টাইলসগুলো দেয়ালের সঙ্গে দৃঢ়ভাবে লেগে থাকে।
-
তাই preposition হিসেবে to বসানো প্রয়োজন।
-

0
Updated: 2 weeks ago
Hardly ________ a word when she interrupted me.
Created: 2 months ago
A
I spoken
B
I had spoken
C
have I spoken
D
had I spoken
• Complete Sentence: Hardly had I spoken a word when she interrupted me.
- Bangla Meaning: আমি কথাটা বলতেই না বলতেই ও আমাকে থামিয়ে দিল।
- কোনো বাক্যে hardly had থাকলে, hardly had যুক্ত অংশটি past perfect tense এ হয় ও verb এর past participle form হয় এবং hardly had এর পরবর্তী clause টি শুরু করতে হয় when দিয়ে এবং বাকি অংশ টুকু past indefinite tense এ হয়।
- Structure: Hardly had + sub + verb এর past participle form + When + past indefinite tense.
- যেহেতু প্রদত্ত প্রশ্নের প্রথম Clause টি hardly had যুক্ত এবং past perfect tense-এ আছে তাই এর পরবর্তী clause অবশ্যই শুরু করতে হবে when দিয়ে এবং tense হবে past indefinite.
- তাই, এখানে, Hardly এর পরে শূন্যস্থানে - had I spoken হয়েছে।
সহজে মনে রাখার সুবিধার্থে,
- কোনো কিছু হওয়া/ করা মাত্রই অন্য কিছু হয়েছিল/ করেছিল বোঝাতে অথবা হতে না...হতেই / করতে না No sooner had......than এভাবে আসে। করতেই বোঝাতে বাক্যে সবসময় Hardly had.......when, scarcely had...when,
- আর When ও than এর পূর্বে Past perfect Tense এবং When ও than এর পরে Past Indefinite Tense ব্যবহৃত হয়।

0
Updated: 2 months ago
Fill in the blank with the correct verb:
Mr. Rasel would rather ____ home last night.
Created: 3 weeks ago
A
stay
B
stayed
C
staying
D
have stayed
Would rather ব্যবহারের নিয়ম ও উদাহরণ বোঝার জন্য আমরা নিম্নলিখিত তথ্যগুলো দেখতে পারি।
-
Complete sentence: Mr. Rasel would rather have stayed home last night.
-
বাংলা অর্থ: রাসেল সাহেব গত রাতে বরং বাড়িতেই থাকতেন।
-
-
Would rather-এর ব্যবহার:
-
সাধারণভাবে, কোনো কাজ করা বরং ভালো বোঝাতে would rather + verb (base form) ব্যবহৃত হয়।
-
এটি দুটি কাজের মধ্যে প্রথমটিকে দ্বিতীয়টির চেয়ে শ্রেয় হিসেবে দেখায়।
-
Structure: Sub + would rather + verb (present form) + than + verb/noun
-
উদাহরণ: I would rather die than beg.
-
-
-
অতীতে কোনো কাজ করা বরং ভালো ছিল বোঝাতে would rather have + past participle ব্যবহৃত হয়।
-
প্রদত্ত বাক্যে last night উল্লেখ থাকায় have stayed সঠিক ব্যবহার।
-
তাই শূন্যস্থানে সঠিক উত্তর হলো: have stayed।
-

0
Updated: 2 weeks ago