A
পরিচয়
B
বাসন্তিকা
C
ভারতী
D
কবিতা
উত্তরের বিবরণ
সুধীন্দ্রনাথ দত্ত:
-
তিনি ছিলেন কবি, প্রাবন্ধিক ও পত্রিকা সম্পাদক।
-
১৯০১ সালের ৩০ অক্টোবর কলকাতার হাতীবাগানে তাঁর জন্ম।
-
ত্রৈমাসিক ‘পরিচয়’ পত্রিকা সম্পাদনার জন্য তিনি বিশেষভাবে স্মরণীয়।
-
তিনি ত্রিশের দশকের রবীন্দ্রকাব্যধারার বিরোধী খ্যাতিমান কবিদের অন্যতম ছিলেন।
-
ফরাসি কবি মালার্মের প্রতীকী কাব্যধারার অনুসারী ছিলেন তিনি।
তাঁর কাব্যগ্রন্থ:
-
তন্বী
-
অর্কেষ্ট্রা
-
উত্তরফাল্গুনী
-
সংবর্ত ইত্যাদি
তাঁর প্রবন্ধগ্রন্থ:
-
স্বগত
-
কুলায় ও কালপুরুষ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

0
Updated: 6 days ago