It is I who _____ to blame for this error.
A
am
B
are
C
is
D
be
উত্তরের বিবরণ
Relative Pronoun-এর পর Verb ব্যবহারের নিয়ম
-
শূন্যস্থানে সঠিক উত্তর হবে: am
Complete Sentence: It is I who am to blame for this error. -
যখন বাক্যে Relative Pronoun (যেমন: who, whom, which, what, when, whose, how, that) ব্যবহৃত হয়, তখন এর পরবর্তী verb বসে Antecedent (Relative pronoun-এর আগে থাকা noun/pronoun)-এর সাথে সঙ্গতি রেখে।
-
উপরের উদাহরণে, Antecedent হলো I। তাই verb হয়েছে am। যদি Antecedent you হয়, তবে verb হবে are।
Examples:
-
It is I who am to blame.
-
It is you who are to leave.
-
It is he who is to go.

0
Updated: 1 month ago
Who wrote "The Rime of the Ancient Mariner"?
Created: 1 month ago
A
William Blake
B
William Wordsworth
C
Samuel Taylor Coleridge
D
John Keats
The Rime of the Ancient Mariner হলো Samuel Taylor Coleridge–এর রচিত একটি বিখ্যাত রহস্যময় কবিতা, যা ইংরেজ Romantic Period–এর অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। এটি প্রথম প্রকাশিত হয় ১৭৯৮ সালে, Lyrical Ballads–এর অন্তর্ভুক্তির মাধ্যমে, এবং কবিতাটি ৭টি ভাগে রচিত।
Important Characters
-
The Mariner
-
Wedding Guest
-
Albatross
-
The Nightmare
-
Life in Death
সারসংক্ষেপ
-
কবিতার নায়ক, এক প্রাচীন নাবিক, তিনজন তরুণকে তার অভিজ্ঞতা শোনান।
-
সে একটি Albatross পাখি হত্যা করে, যার ফলে জাহাজে অভিশাপ নেমে আসে।
-
জাহাজের অন্যান্য সবাই মারা যায়, এবং একা বেঁচে থাকা নাবিক প্রাকৃতিক শক্তির প্রতি শ্রদ্ধা শেখে এবং নিজের ভুল উপলব্ধি করে।
-
অবশেষে তাকে সারা বিশ্বে ঘুরে এই ভয়াবহ গল্প শোনাতে হয়।
-
কবিতার মূল বিষয় হলো অপরাধ, শাস্তি এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার গুরুত্ব।
Famous Quotations
-
"Alone, alone, all, all alone, Alone on a wide sea."
-
"Water, water everywhere, Not any drop to drink."
-
"He prayeth best, who loveth best All things both great and small."
Samuel Taylor Coleridge
-
তিনি একজন ব্রিটিশ কবি, lyrical poet, সমালোচক এবং দার্শনিক।
-
তিনি William Wordsworth–এর সঙ্গে Lyrical Ballads রচনা করেন, যা ইংরেজ রোমান্টিক আন্দোলনের সূচনা করে।
-
তাঁর গুরুত্বপূর্ণ নিবন্ধ Biographia Literaria (1817) ইংরেজ রোমান্টিক সাহিত্য সমালোচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কাজ।
Notable Works
-
Biographia Literaria
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
Lyrical Ballads
-
On the Constitution of the Church and State
-
The Rime of the Ancient Mariner

0
Updated: 1 month ago
What is the antonym of the word "Impudent"?
Created: 1 month ago
A
Fabricate
B
Respectful
C
Merciless
D
Obscure
• Correct Answer: Respectful
Explanation:
-
Impudent মানে হলো ধৃষ্ট বা প্রগল্ভ, অর্থাৎ অন্যের প্রতি অসম্মানজনক বা নির্লজ্জ।
-
এর Antonym হলো Respectful, যা অন্যের প্রতি সশ্রদ্ধ বা ভদ্র আচরণ বোঝায়।
Other options:
-
ক) Fabricate: নির্মাণ বা তৈরি করা; অর্থাৎ কোনো কিছু বানানো।
-
গ) Merciless: ক্ষমাহীন, নির্দয়; Impudent-এর বিপরীত নয়।
-
ঘ) Obscure: অস্পষ্ট বা অন্ধকারময়; Impudent-এর সাথে সম্পর্ক নেই।

0
Updated: 1 month ago
When a new song "catches on," what has happened?
Created: 3 weeks ago
A
It has been criticized
B
It has been banned
C
It has been forgotten
D
It has become popular
Catch on একটি idiom, যা বোঝায় কোনো কিছু জনপ্রিয় হয়ে ওঠা বা দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়া। সাধারণত নতুন ধারণা, ফ্যাশন, গান, খেলা বা সংস্কৃতির ধারা বোঝাতে এটি ব্যবহৃত হয়।
-
Catch on (Idiom)
English Meaning: Become popular
Bangla Meaning: জনপ্রিয় হওয়া -
Correct Answer: It has become popular (এটি জনপ্রিয় হয়ে উঠেছে)
-
Other Options:
ক) It has been criticized → বিপরীত অর্থ প্রকাশ করে (যেমন: panned বা flopped)
খ) It has been banned → সম্পর্কহীন (যেমন: banned বা censored)
গ) It has been forgotten → বিপরীত অর্থ প্রকাশ করে (যেমন: faded) -
Example Sentences:
-
I wonder if the game will ever catch on with young people?
-
The new TikTok dance quickly caught on among teenagers.
-
-
Source:

0
Updated: 3 weeks ago