'যখন উদ্যত সঙ্গীন' কাব্যগ্রন্থটি রচনা করেছেন-
A
গিরিশচন্দ্র ঘোষ
B
কুসুমকুমারী দাশ
C
কামিনী রায়
D
হাসান হাফিজুর রহমান
উত্তরের বিবরণ
হাসান হাফিজুর রহমান
-
জন্ম: ১৯৩২ সালের ১৪ জুন, জামালপুর শহরে।
-
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন গ্রন্থ ‘একুশে ফেব্রুয়ারী’ ১৯৫৩ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়।
-
তাঁর সম্পাদনায় ১৫ খণ্ডে প্রকাশিত হয় ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র’ (১৯৮২–৮৩)।
-
তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘বিমুখ প্রান্তর’।
কাব্যগ্রন্থসমূহ:
-
বিমুখ প্রান্তর
-
প্রতিবিম্ব
-
আর্ত শব্দাবলী
-
অন্তিম শহরের মতো
-
যখন উদ্যত সঙ্গীন
-
শোকার্ত তরবারি
ইত্যাদি।
গল্প:
-
আরো দুটি মৃত্যু।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 5 months ago
কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা?
Created: 2 months ago
A
আত্মচরিত
B
আত্মকথা
C
আত্মজিজ্ঞাসা
D
আমার কথা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
-
পূর্ণ নাম: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর ১৮২০, বীরসিংহ, মেদিনীপুর, পশ্চিমবঙ্গ
-
পদবি: ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ তাকে ‘বিদ্যাসাগর’ উপাধি দিয়েছিল
-
পেশা ও পরিচয়: সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী
-
প্রথম প্রকাশিত গ্রন্থ: বেতালপঞ্চবিংশতি
-
আত্মজীবনী: বিদ্যাসাগর চরিত (অথবা আত্মচরিত)
বিখ্যাত গ্রন্থসমূহ
-
শকুন্তলা
-
সীতার বনবাস
-
ভ্রান্তিবিলাস
শিক্ষামূলক গ্রন্থসমূহ
-
আখ্যান মঞ্জরী
-
বোধোদয়
-
বর্ণপরিচয়
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
'জন্মই আমার আজন্ম পাপ' গ্রন্থটির রচয়িতা কে?
Created: 5 months ago
A
রফিক আজাদ
B
গোলাম মোস্তফা
C
দাউদ হায়দার
D
হুমায়ুন কবির
জন্মই আমার আজন্ম পাপ
— দাউদ হায়দার
"জন্মই আমার আজন্ম পাপ, মাতৃজরায়ু থেকে নেমেই জেনেছি আমি
সন্ত্রাসের ঝাঁঝালো দিনে বিবর্ণ পত্রের মতো হঠাৎ ফুৎকারে উড়ে যাই
পালাই, পালাই সুদূরে—
চারপাশে রৌদ্রের ঝলক।
বাসের দোতলায়, ফুটপাতে রুটির দোকানে,
দ্রুতগামী নতুন মডেলের
চকচকে বনেটে রাত্রির ঝলমলে আলো—
ভাঙাচোরা মুখচ্ছবির খোঁজ…"
(সংক্ষিপ্ত)
দাউদ হায়দার সম্পর্কে সংক্ষেপে:
-
জন্ম: ২১শে ফেব্রুয়ারি, ১৯৫২
-
জন্মস্থান: দোহার, পাবনা
-
পরিচয়: একজন প্রথিতযশা লেখক, যিনি সাহিত্যজগতে তাঁর স্পষ্টভাষী ও আত্মজৈবনিক কবিতার জন্য পরিচিত।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
-
জন্মই আমার আজন্ম পাপ
-
এই শাওনে এই পরবাসে
-
আমি ভালো আছি তুমি
-
পাথরের পুঁথি
তথ্যসূত্র:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
-
জন্মই আমার আজন্ম পাপ – দাউদ হায়দার
0
Updated: 5 months ago
'নামহীন গোত্রহীন' হাসান আজিজুল হক রচিত-
Created: 5 months ago
A
উপন্যাস
B
গল্পগ্রন্থ
C
নাটক
D
প্রবন্ধগ্রন্থ
হাসান আজিজুল হক
জন্ম: ১৯৩৯, বর্ধমান, পশ্চিমবঙ্গ।
বাংলা কথাসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক হাসান আজিজুল হক তাঁর গভীর জীবনবোধ ও তীক্ষ্ণ সমাজচেতনার জন্য পরিচিত। তিনি মূলত একজন কথাসাহিত্যিক হিসেবে খ্যাতি অর্জন করেন।
উপন্যাসসমূহ:
-
আগুনপাখি
-
সাবিত্রী উপাখ্যান
-
শিউলি
-
বৃত্তায়ন
গল্পগ্রন্থসমূহ:
-
আমরা অপেক্ষা করেছি
-
আত্মজা ও একটি করবী গাছ
-
নামহীন গোত্রহীন
-
পাতালে হাসপাতালে
-
সমুদ্রের স্বপ্ন
-
শীতের অরণ্য
-
জীবন ঘষে আগুন প্রভৃতি।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
0
Updated: 5 months ago