রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহৃত ছদ্মনাম নয় কোনটি?
A
ষষ্ঠীচরণ দেবশর্মা
B
অকপটচন্দ্র ভাস্কর
C
শ্রীমতি শর্মণঃ
D
শ্রীমতি মধ্যমা
উত্তরের বিবরণ
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামসমূহ:
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচনায় মোট নয়টি ছদ্মনাম ব্যবহার করেছিলেন। এগুলো হলো—
-
ভানুসিংহ ঠাকুর
-
অকপটচন্দ্র ভাস্কর
-
আন্নাকালী পাকড়াশী
-
দিকশূণ্য ভট্টাচার্য
-
নবীনকিশোর শর্মণঃ
-
ষষ্ঠীচরণ দেবশর্মা
-
বাণীবিনোদ বিদ্যাবিনোদ
-
শ্রীমতি কনিষ্ঠা
-
শ্রীমতি মধ্যমা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 month ago
'রমেশ ও কমলা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের চরিত্র?
Created: 1 month ago
A
যোগাযোগ
B
চার অধ্যায়
C
নৌকাডুবি
D
চতুরঙ্গ
‘নৌকাডুবি’ উপন্যাস
-
লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর
-
ধরণ: সামাজিক উপন্যাস
-
প্রকাশ: ১৩১০-১১ বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায়
-
মূল বিষয়: জটিল পারিবারিক সমস্যা
-
প্রধান চরিত্র: রমেশ, হেমনলিনী, কমলা, নলিনাক্ষ, অন্নদাবাবু
অন্য উল্লেখযোগ্য রবীন্দ্রনাথের উপন্যাস ও চরিত্র:
-
যোগাযোগ: কেন্দ্রীয় চরিত্র – নায়িকা কুমুদিনী, নায়ক মধুসূদন
-
চার অধ্যায়: উল্লেখযোগ্য চরিত্র – অতীন, এলা, ইন্দ্রনাথ
-
চতুরঙ্গ: উল্লেখযোগ্য চরিত্র – শচীশ, দামিনী, শ্রীবিলাস
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 month ago
কোনটি 'কায়কোবাদ' এর উপাধি?
Created: 1 week ago
A
কবিকঙ্কন
B
কাব্যভূষণ
C
শান্তিপুরের কবি
D
কবিকন্ঠহার
কায়কোবাদ ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী, এবং ‘কায়কোবাদ’ তাঁর সাহিত্যিক ছদ্মনাম। বাঙালি মুসলমান কবিদের মধ্যে তিনি প্রথম সনেট ও মহাকাব্য রচয়িতা হিসেবে পরিচিত। মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য ‘বিরহবিলাপ’ প্রকাশিত হয়। নিখিল ভারত সাহিত্য সংঘ তাঁকে কাব্যভূষণ, বিদ্যাভূষণ এবং সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত করেছে।
অন্যদিকে:
• কবিকন্ঠহার ছিল মধ্যযুগের কবি বিদ্যাপতির উপাধি।
• ‘শান্তিপুরের কবি’ হিসেবে পরিচিত মোজাম্মেল হক বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক ‘কাব্যকণ্ঠ’ উপাধিতে ভূষিত হন।
• মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি ছিল ‘কবিকঙ্কন’।

0
Updated: 1 week ago
বাংলা গদ্যভাষা নির্মাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রধান কৃতিত্ব হচ্ছে-
Created: 6 days ago
A
সংস্কৃত ভাষা বর্জিত বাংলা ভাষার প্রচলন
B
সংস্কৃত ভাষাদর্শ ও বাংলা গদ্যরীতির স্বার্থক সমন্বয়
C
বাংলা ভাষার সাধুরীতির ও চলিতরীতির স্বার্থক সমন্বয়
D
চলিতরীতির প্রচলন
রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের সাহিত্যকুশলতা ও দ্বিভাষিক জ্ঞানকে কাব্যসাহিত্যে অনন্যভাবে স্থান দিয়েছেন।
• ব্যাখ্যা:
-
সংস্কৃত কাব্যসাহিত্যে বিদ্যাসাগরের দখল ছিল অসামান্য; তিনি ঐ ভাষার শব্দ ও পদবিন্যাসের শ্রুতিমাধুর্য ও গাম্ভীর্য বাংলা গদ্যে প্রয়োগ করেছেন।
-
ইংরেজি ভাষা ও সাহিত্য নিজ চেষ্টায় শিখে, তার সাহিত্যিক দৃষ্টিকোণ আরও বিস্তৃত হয়।
-
বাংলা গদ্যে তিনি দুর্বোধ্যতা বা দুরুহতাকে নয়, বরং সরল ও প্রাঞ্জল রূপ প্রাধান্য দিয়েছেন।
-
কাব্যিক ছন্দোময়তা দিয়ে গদ্যকে তিনি এক ললিত, সুডৌল রূপ প্রদান করেছেন, যা পাঠকের মননে গভীর ছাপ ফেলে।

0
Updated: 6 days ago