In Section VI of “Dejection : an Ode”, what role did Imagination play for Coleridge in the past?
A
It distracted him from joy
B
It transformed suffering into dreams of happiness
C
It destroyed his spiritual faith
D
It prevented him from working
উত্তরের বিবরণ
কবি স্বীকার করেন যে অতীতে তাঁর কল্পনা দুঃখকে হালকা করে আনন্দে রূপান্তর করত। তিনি লিখেছেন—“This joy within me dallied with distress, / And all misfortunes were but as the stuff / Whence Fancy made me dreams of happiness।” অর্থাৎ কল্পনা তাঁকে প্রতিকূল অবস্থার মাঝেও সুখ খুঁজে পেতে সাহায্য করত। এখন সেই ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছেন।

1
Updated: 6 days ago
How does Coleridge describe his own state compared to the past?
Created: 6 days ago
A
He feels more inspired now
B
He once had joy but now has lost it
C
He has always lacked imagination
D
He now enjoys prosperity
Coleridge স্মরণ করেন, একসময় তিনি দুঃখের মাঝেও কল্পনা থেকে আনন্দ পেতেন। কিন্তু এখন দুঃখ তার কল্পনাশক্তি ম্লান করে দিয়েছে। তিনি বলেন—“each visitation suspends what nature gave me at my birth, / My shaping spirit of Imagination।” অর্থাৎ তিনি এখন আর আনন্দ বা সৃষ্টিশীলতা অনুভব করতে পারেন না।

1
Updated: 6 days ago
Which dramatist does Coleridge compare the wind’s softer tale to?
Created: 6 days ago
A
Shakespeare
B
Otway
C
Milton
D
Marlowe
Coleridge বাতাসের কম ভয়ঙ্কর সুরকে তুলনা করেন নাট্যকার Thomas Otway–এর কোমল ট্র্যাজিক কবিতার সাথে—“As Otway’s self had framed the tender lay।” অর্থাৎ কখনও বাতাসের সুরে তিনি মমতা ও কোমলতার ছোঁয়া পান। এই তুলনা প্রমাণ করে কোলরিজের সাহিত্যজ্ঞান এবং প্রকৃতিকে নাট্যরূপে কল্পনা করার ক্ষমতা।

1
Updated: 6 days ago
Why do the sailors first curse the Mariner after the Albatross is killed?
Created: 1 week ago
A
Because the bird was ugly
B
Because they loved the bird
C
Because they believed the bird brought them good luck
D
Because the Mariner disobeyed the captain
আলবাট্রস আসার পর বরফ গলতে শুরু করে, বাতাস বয়, জাহাজ নিরাপদ হয়। তাই নাবিকেরা বিশ্বাস করে পাখিটি সৌভাগ্য বয়ে এনেছিল। একে হত্যা করা মানে দুর্ভাগ্য ডেকে আনা।

0
Updated: 1 week ago