'নীলাঞ্জনার খাতা' উপন্যাসের রচয়িতা কে?
A
জীবনানন্দ দাশ
B
বুদ্ধদেব বসু
C
বিষ্ণু দে
D
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরের বিবরণ
বুদ্ধদেব বসু:
-
তিনি তিরিশের দশকের একজন সাহিত্যিক, সমালোচক ও সম্পাদক ছিলেন।
-
জন্ম: ১৯০৮ সালের ৩০ নভেম্বর, কুমিল্লায়।
-
তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের মালখানগরে।
বুদ্ধদেব বসুর রচিত গল্পগ্রন্থ:
-
অভিনয়, অভিনয় নয়
-
রেখাচিত্র
-
হাওয়া বদল ইত্যাদি
বুদ্ধদেব বসুর রচিত উপন্যাস:
-
তিথিডোর
-
সাড়া
-
সানন্দা
-
লালমেঘ
-
পরিক্রমা
-
কালো হাওয়া
-
নির্জন স্বাক্ষর
-
নীলাঞ্জনার খাতা ইত্যাদি
বুদ্ধদেব বসুর রচিত কাব্যগ্রন্থ:
-
কঙ্কাবতী
-
দময়ন্তী
-
মর্মবাণী
-
যে আঁধার আলোর অধিক
বুদ্ধদেব বসুর রচিত নাটক:
-
মায়া মালঞ্চ
-
তপস্বী ও তরঙ্গিনী
-
কলকাতার ইলেক্টা ও সত্যসন্ধ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
'মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি খাঁটি সোনার চেয়ে খাঁটি'। - কবিতায় এই অংশ বিশেষের রচয়িতা-
Created: 4 months ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
মোহাম্মদ মনিরুজ্জামান
C
সত্যেন্দ্রনাথ দত্ত
D
নির্মলেন্দু গুণ
সত্যেন্দ্রনাথ দত্ত
সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি ও ছান্দসিক, যিনি ‘ছন্দের জাদুকর’ বা ‘ছন্দের রাজা’ নামে পরিচিত। তিনি ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন।
তাঁর সাহিত্যকর্মে ছন্দের জাদু যেমন দৃশ্যমান, তেমনি তাঁর ছদ্মনাম যেমন নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ ও কলমগীর, এসব নামেও তিনি সাহিত্য জগতে সমাদৃত।
সাহিত্যকর্ম
সত্যেন্দ্রনাথ দত্তের উল্লেখযোগ্য কবিতাগুচ্ছের মধ্যে রয়েছে —
সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা, কুহু ও কেকা, তুলির লিখন, হোমশিখা, অভ্র-আবীর, হসন্তিকা, বেলা শেষের গান, বিদায় আরতি ইত্যাদি।
এছাড়াও তিনি অনুবাদকাব্য রচনায়ও সমান দক্ষ ছিলেন, যার মধ্যে প্রধান দুটি হলো — তীর্থ রেণু ও মণি মঞ্জুষা।
কবিতা: খাঁটি সোনা
“মধুর চেয়ে আছে মধুর,
সে এই আমার দেশের মাটি।
আমার দেশের পথের ধূলা,
খাঁটি সোনার চাইতে খাঁটি।”
এই কবিতার মাধ্যমে তিনি আমাদের দেশের মাটির প্রতি এক গভীর ভালোবাসা এবং গর্ব ব্যক্ত করেছেন। তাঁর দৃষ্টিতে দেশীয় মাটি এবং পথের ধূলা, যা সাধারণ চোখে অবমূল্যায়িত, তা হলো সোনার চেয়ে খাঁটি ও মূল্যবান।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

0
Updated: 4 months ago
‘অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি'।-পঙ্ক্তিটির রচয়িতা কে?
Created: 3 weeks ago
A
আল মাহমুদ
B
সুকান্ত ভট্টাচার্য
C
নির্মলেন্দু গুণ
D
মাইকেল মধুসূদন দত্ত
উক্ত পঙক্তিটি কবি সুকান্ত ভট্টাচার্য রচনা করেছেন। তাঁর কবিতায় দেশপ্রেম, শোষিত মানুষের দুঃখ-কষ্ট, বিদ্রোহ ও মানবতার বাণী বারবার প্রকাশ পেয়েছে।
-
সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালে জন্মগ্রহণ করেন।
-
তিনি পরিচিত কিশোর কবি, মার্কসবাদী কবি এবং মানবতার কবি হিসেবে।
-
তাঁর কাব্যে পৃথিবীর শোষিত মানুষের জীবনযন্ত্রণা, বিক্ষোভ ও বিদ্রোহের চিত্র ফুটে উঠেছে।
-
নজরুল ইসলাম-এর পর সুকান্তের কবিতায় সবচেয়ে স্পষ্টভাবে বিদ্রোহের বাণী লক্ষ্য করা যায়।
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো:
-
পূর্বাভাস
-
হরতাল
-
ঘুম নেই
-
ছাড়পত্র
-
অভিযান

0
Updated: 3 weeks ago
'হাবেদা মরুর কাহিনী' গ্রন্থটির রচয়িতা কে?
Created: 3 weeks ago
A
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
B
কায়কোবাদ
C
গোলাম মোস্তফা
D
ফররুখ আহমদ
"হাবেদা মরুর কাহিনী" বাংলাদেশের প্রখ্যাত কবি ফররুখ আহমদ রচিত একটি কাব্যগ্রন্থ, যা ১৯৮১ সালে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থে ফররুখ আহমদের কবিতার ধারা প্রতিফলিত, যেখানে মুসলিম রেনেসাঁর অনুপ্রেরণা, আরব-ইরানের ঐতিহ্য এবং ইসলামের আদর্শ প্রকাশ পেয়েছে।
-
ফররুখ আহমদ:
-
তিনি একজন প্রখ্যাত বাংলাদেশি কবি। ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
-
'মুসলিম রেনেসাঁর কবি' বা 'মুসলিম পুনর্জাগরণবাদী কবি' হিসেবে পরিচিতি লাভ করেছেন।
-
তাঁর কাব্যের মূল প্রবণতা মুসলিম সংস্কৃতির গৌরবকীর্তন ও জাতীয় চেতনার পুনর্জাগরণ।
-
কবিতায় পাকিস্তানবাদ, ইসলামিক আদর্শ ও আরব-ইরানের ঐতিহ্য স্পষ্টভাবে ফুটে উঠেছে।
-
অর্জিত পুরস্কার:
-
হাতেমতায়ী কাহিনিকাব্যের জন্য আদমজি পুরস্কার
-
'পাখির বাসা' গ্রন্থের জন্য ইউনেস্কো পুরস্কার
-
-
-
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনিরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
হাতেমতায়ী
-
হাবেদা মরুর কাহিনী
-
-
শিশুতোষ রচনা:
-
পাখির বাসা
-
হরফের ছড়া
-
ছড়ার আসর
-

0
Updated: 3 weeks ago