A
Flowing river
B
Climbing mountain
C
Twining vine
D
Blooming rose
উত্তরের বিবরণ
Coleridge তাঁর অতীতের আশাকে তুলনা করেছেন এক লতানো গাছের সাথে—“For hope grew round me, like the twining vine।” অর্থাৎ আশা তাঁকে ঘিরে ধরত এবং অন্যের ফল ও পাতাও যেন তাঁর মনে হতো। এই উপমা দেখায়, তখন তাঁর কল্পনা ও আশা তাকে সমৃদ্ধ করত। কিন্তু বর্তমানে সেই আশা ও কল্পনা শুকিয়ে গেছে।

1
Updated: 6 days ago
What sound does the wind produce in Section VII of “Dejection : an Ode”?
Created: 6 days ago
A
Gentle lullaby
B
Agonized scream of torture
C
Joyful melody
D
Silent whisper
কবি বাতাসকে শোনেন যন্ত্রণার চিৎকারের মতো—“What a scream / Of agony by torture lengthened out / That lute sent forth!”। এটি প্রকৃতির ভয়াবহ শক্তির প্রতীক। বাতাসকে তিনি বীণার মতো কল্পনা করেছেন, যা যন্ত্রণার সুর বাজাচ্ছে। এর মাধ্যমে তিনি তাঁর অন্তরের অশান্তি ও কষ্ট প্রকাশ করেছেন।

1
Updated: 6 days ago
What literary movement does Kubla Khan exemplify most strongly?
Created: 6 days ago
A
Classicism
B
Romanticism
C
Modernism
D
Realism
“Kubla Khan” হলো রোমান্টিক আন্দোলনের এক শ্রেষ্ঠ উদাহরণ। এখানে কল্পনা, রহস্য, প্রকৃতির সৌন্দর্য ও ভয়, স্বপ্ন এবং অতিপ্রাকৃত সব একত্রে এসেছে। রোমান্টিক যুগের কবিরা বিশ্বাস করতেন কল্পনা সত্যকে উন্মোচন করতে পারে। কোলরিজের কবিতায় সেই দৃষ্টিভঙ্গি পরিষ্কার—প্রকৃতি যেমন সৌন্দর্যময়, তেমনি ভয়ঙ্কর; এবং কল্পনা সেই দুই দিককে একত্র করে গভীর অভিজ্ঞতা দেয়।

1
Updated: 6 days ago
What punishment do the sailors give the Mariner?
Created: 1 week ago
A
Death
B
Imprisonment
C
Albatross hung around his neck
D
Exile
অন্য নাবিকরা আলবাট্রসের মৃতদেহ মেরিনারের গলায় ঝুলিয়ে দেয়। এটি তার অপরাধের প্রতীক ও বোঝা হয়ে দাঁড়ায়।

0
Updated: 1 week ago