স্বর্ণকুমারী দেবী রচিত প্রথম উপন্যাস কোনটি?
A
দীপনির্বাণ
B
নির্বাণদীপ
C
বিচিত্রা
D
বিদ্রোহ
উত্তরের বিবরণ
স্বর্ণকুমারী দেবী:
-
তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভগ্নী।
-
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা ঔপন্যাসিক।
-
দীর্ঘ ত্রিশ বছর ধরে মাসিক ভারতী পত্রিকার লেখক ও সম্পাদক হিসেবে খ্যাতি অর্জন করেন।
-
তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন।
-
তাঁর প্রথম উপন্যাস ‘দীপনির্বাণ’।
-
তাঁর অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ হলো ‘কাহাকে’ (১৮৯৮), যা ইংরেজিতে The Unfinished Song নামে অনূদিত হয়েছে।
তাঁর রচিত উপন্যাসসমূহ:
-
দীপনির্বাণ
-
মেবার রাজ
-
মালতী
-
বিদ্রোহ
-
বিচিত্রা
-
স্বপ্নবাণী
-
মিলনরাত্রি
তাঁর কাব্যগ্রন্থ:
-
গাঁথা
-
কবিতা ও গান
তাঁর নাটক:
-
বসন্ত উৎসব
-
দেব কৌতুক
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন?
Created: 2 weeks ago
A
১৯০১
B
১৯১০
C
১৯২১
D
১৯৩০
শান্তিনিকেতন প্রতিষ্ঠা
-
১৮৬৩ সালে আশ্রম হিসেবে শান্তিনিকেতনের যাত্রা শুরু।
-
রায়পুরের জমিদার ভুবনমোহন সিনহার কাছ থেকে বিশ বিঘা জমি কিনে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এটি প্রতিষ্ঠা করেন। আশ্রমটি পশ্চিম বাংলার বীরভূম জেলার বোলপুরের কাছে অবস্থিত। উদ্দেশ্য ছিল গৃহী ব্যক্তিদের জাগতিক কাজ থেকে মুক্ত রেখে প্রার্থনায় সময় কাটানোর জন্য নির্জন আশ্রয় প্রদান।
-
১৮৮৮ সালে দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন ট্রাস্ট প্রতিষ্ঠা করেন, যেখানে অতিথিভবন, প্রার্থনা কক্ষ এবং ধর্মীয় সাহিত্যের জন্য গ্রন্থাগারের সংস্থান করা হয়।
-
১৯০১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর শিশুদের জন্য শান্তিনিকেতন আশ্রমে একটি স্কুল প্রতিষ্ঠা করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর
-
তিনি কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
-
জন্ম: ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতা, জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবার।
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
-
অর্জন: ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ, এশিয়ার বরেণ্য ব্যক্তি হিসেবে প্রথম।
-
মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১ (২২ শ্রাবণ ১৩৪৮), জোড়াসাঁকোর নিজ বাড়িতে।
রচিত কাব্যগ্রন্থ:
-
মানসী
-
সোনার তরী
-
চিত্রা
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
-
পূরবী
-
পুনশ্চ
-
পত্রপূট
-
সেঁজুতি
-
শেষলেখ্
-
কবি-কাহিনী ইত্যাদি

0
Updated: 2 weeks ago
মুসলিম পুনর্জাগরণবাদী কবি বলা হয় কাকে?
Created: 2 weeks ago
A
মীর মশাররফ হোসেন
B
বেগম রোকেয়া
C
আল মাহমুদ
D
ফররুখ আহমদ
ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মুসলিম পুনর্জাগরণবাদী কবি হিসেবে পরিচিত এবং বাংলা সাহিত্যে কাব্য ও সনেটের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর শ্রেষ্ঠ এবং প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হলো 'সাত সাগরের মাঝি'। ফররুখ আহমদ তাঁর কাহিনী কাব্য 'হাতেমতায়ী' এর জন্য ১৯৬৬ সালে আদমজি পুরস্কার লাভ করেন এবং একই সালে শিশুতোষ 'পাখির বাসা' এর জন্য ইউনেস্কো পুরস্কার অর্জন করেন। এছাড়াও তিনি 'মুহূর্তের কবিতা' নামে একটি সনেট সংকলন রচনা করেছেন।
-
কাব্যগ্রন্থসমূহ:
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনীরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
সিন্দাবাদ
-
হাতেমতায়ী
-
নতুন লেখা
-
হাবেদা মরুরকাহিনী
-

0
Updated: 2 weeks ago
'প্রগতি' পত্রিকার সম্পাদক ছিলেন-
Created: 2 weeks ago
A
অজিতকুমার দত্ত
B
প্রেমেন্দ্র মিত্র
C
অচিন্ত্যকুমার সেনগুপ্ত
D
মোজাম্মেল হক
'প্রগতি' পত্রিকা ১৯২৭ খ্রিষ্টাব্দে ঢাকায় প্রকাশিত একটি মাসিক পত্রিকা, যা বাংলা সাহিত্যে আধুনিকতার সূচনা ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে দেখা যায় যে ঢাকা সময়োপযোগী সাহিত্যিক প্রবাহের সঙ্গে পিছিয়ে ছিল না। এই পত্রিকাটি কল্লোল এবং কালিকলম-এর সঙ্গে মিলিয়ে বাংলা সাহিত্যের তিনটি গুরুত্বপূর্ণ প্রকাশনার মধ্যে গণ্য করা হয়।
-
প্রগতি পত্রিকার প্রকাশ: ১৯২৭ সালে ঢাকা থেকে মাসিকভাবে প্রকাশিত।
-
সম্পাদকবৃন্দ: বুদ্ধদেব বসু এবং অজিতকুমার দত্ত।
-
সাহিত্যিক গুরুত্ব: বাংলা সাহিত্যে আধুনিকতার প্রচার ও বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
-
অন্য সমসাময়িক পত্রিকা ও ব্যক্তিত্ব:
-
মোজাম্মেল হক: মোসলেম ভারত পত্রিকার সম্পাদক।
-
অচিন্ত্যকুমার সেনগুপ্ত: কল্লোল পত্রিকার নিয়মিত লেখক।
-
প্রেমেন্দ্র মিত্র: কালিকলম পত্রিকার সম্পাদক।
-

0
Updated: 2 weeks ago