A
Anger at the world
B
Religious devotion
C
Silent patience without imagination
D
Indifference to nature
উত্তরের বিবরণ
Coleridge বলেন তিনি দুঃখে এমন অবস্থায় পৌঁছেছেন যেখানে আর কিছু ভাবতে চান না। তাঁর একমাত্র উপায় হলো “to be still and patient”—অর্থাৎ নীরব ও ধৈর্যশীল থাকা, কল্পনা ছাড়া। ধীরে ধীরে এটি তাঁর অভ্যাসে পরিণত হয়েছে। এতে বোঝা যায় কল্পনার শক্তি হারিয়ে তিনি যান্ত্রিক সহিষ্ণুতায় বাঁচছেন।

1
Updated: 6 days ago
Identify the correct quote from Kubla Khan:
“In Xanadu did Kubla Khan / A stately pleasure-dome decree”—
Created: 6 days ago
A
Opening lines of the poem
B
Closing lines of the poem
C
Middle lines of the poem
D
A quotation from another poet
এই লাইন দুটি কবিতার প্রথমেই এসেছে। কবি জানান, জ্যানাডুতে কুবলাই খান এক মহিমান্বিত বিলাস প্রাসাদ নির্মাণের আদেশ দেন। লাইনটি শুধু কবিতার সূচনা নয়, পুরো কবিতার কল্পনা ও রহস্যময় আবহ তৈরি করে। পাঠক তৎক্ষণাৎ এক অদ্ভুত স্বপ্নরাজ্যে প্রবেশ করে। কবিতার এই লাইন রোমান্টিক কাব্যের অন্যতম বিখ্যাত উদ্ধৃতি হয়ে উঠেছে এবং কোলরিজের কল্পনাশক্তির স্বাক্ষর বহন করে।

1
Updated: 6 days ago
Who inspired Coleridge to publish Kubla Khan in 1816?
Created: 6 days ago
A
John Murray
B
Thomas De Quincey
C
George Gordon Byron
D
William Wordsworth
Kubla Khan প্রথম প্রকাশিত হয় ১৮১৬ সালে, লর্ড বায়রনের উৎসাহে। কোলরিজ কবিতাটিকে “একটি ভিশনারি ফ্র্যাগমেন্ট” বা অসম্পূর্ণ স্বপ্নকাব্য হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি নিজে প্রকাশ করতে দ্বিধায় ছিলেন, কারণ মনে করতেন এটি অসম্পূর্ণ। কিন্তু বায়রন তাকে উৎসাহ দেন এবং পাঠকরা একে অসাধারণ কল্পনা ও রোমান্টিক শক্তির নিদর্শন হিসেবে গ্রহণ করেন। তাই প্রকাশনায় বায়রনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

1
Updated: 6 days ago
What time of day is described in Section VIII of “Dejection : an Ode”?
Created: 6 days ago
A
Dawn
B
Noon
C
Midnight
D
Evening
শেষ অংশে Coleridge বলেন—“’Tis midnight, but small thoughts have I of sleep।” অর্থাৎ এটি মধ্যরাত্রি, কিন্তু তিনি ঘুমোতে পারছেন না। মধ্যরাত্রি এখানে প্রতীক করে তাঁর মানসিক অন্ধকার, নিঃসঙ্গতা এবং জাগ্রত দুঃখকে। আবার একই সাথে প্রার্থনা ও আশীর্বাদের সময়ও বটে।

1
Updated: 6 days ago