'কোথাও সান্ত্বনা নেই, পৃথিবীতে আজ বহুদিন থেকে শান্তি নেই।' পঙ্ক্তিটির রচয়িতা কে?
A
সুকান্ত ভট্টাচার্য
B
শামসুর রাহমান
C
জীবনানন্দ দাশ
D
হাসান আজিজুল হক
উত্তরের বিবরণ
জনান্তীকে কবিতা ও পঙ্ক্তি:
-
“কোথাও সান্ত্বনা নেই, পৃথিবীতে আজ বহুদিন থেকে শান্তি নেই।” — এই পঙ্ক্তিটি জীবনানন্দ দাশ রচিত ‘সাতটি তারার তিমির’ কাব্যগ্রন্থের ‘জনান্তীকে’ কবিতা থেকে নেওয়া হয়েছে।
জীবনানন্দ দাশ:
-
তিনি ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি প্রভৃতি বিশেষণে অভিহিত।
-
তিনি বাংলা কাব্যধারায় রবীন্দ্রবিরোধী তিরিশের কবিতা আন্দোলনের অন্যতম প্রধান কবি ছিলেন।
-
জন্ম: ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি, বরিশাল।
-
তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
-
তিনি দৈনিক স্বরাজ পত্রিকার সাহিত্যপাতা সম্পাদনা করেছিলেন।
-
তাঁর মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন সুপরিচিত কবি।
-
স্কুলে ছাত্রাবস্থায় তাঁর প্রথম কবিতা ‘বর্ষ-আবাহন’ প্রকাশিত হয় ব্রহ্মবাদী পত্রিকায় (বৈশাখ ১৩২৬/এপ্রিল ১৯১৯)।
-
তাঁর প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক প্রকাশিত হয় ১৯২৭ সালে।
তাঁর রচিত কাব্যগ্রন্থসমূহ:
-
ঝরাপালক
-
ধূসর পাণ্ডুলিপি
-
বনলতা সেন
-
মহাপৃথিবী
-
সাতটি তারার তিমির
-
রূপসী বাংলা
-
বেলা অবেলা কালবেলা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
'হাবেদা মরুর কাহিনী' গ্রন্থটির রচয়িতা কে?
Created: 3 weeks ago
A
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
B
কায়কোবাদ
C
গোলাম মোস্তফা
D
ফররুখ আহমদ
"হাবেদা মরুর কাহিনী" বাংলাদেশের প্রখ্যাত কবি ফররুখ আহমদ রচিত একটি কাব্যগ্রন্থ, যা ১৯৮১ সালে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থে ফররুখ আহমদের কবিতার ধারা প্রতিফলিত, যেখানে মুসলিম রেনেসাঁর অনুপ্রেরণা, আরব-ইরানের ঐতিহ্য এবং ইসলামের আদর্শ প্রকাশ পেয়েছে।
-
ফররুখ আহমদ:
-
তিনি একজন প্রখ্যাত বাংলাদেশি কবি। ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
-
'মুসলিম রেনেসাঁর কবি' বা 'মুসলিম পুনর্জাগরণবাদী কবি' হিসেবে পরিচিতি লাভ করেছেন।
-
তাঁর কাব্যের মূল প্রবণতা মুসলিম সংস্কৃতির গৌরবকীর্তন ও জাতীয় চেতনার পুনর্জাগরণ।
-
কবিতায় পাকিস্তানবাদ, ইসলামিক আদর্শ ও আরব-ইরানের ঐতিহ্য স্পষ্টভাবে ফুটে উঠেছে।
-
অর্জিত পুরস্কার:
-
হাতেমতায়ী কাহিনিকাব্যের জন্য আদমজি পুরস্কার
-
'পাখির বাসা' গ্রন্থের জন্য ইউনেস্কো পুরস্কার
-
-
-
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনিরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
হাতেমতায়ী
-
হাবেদা মরুর কাহিনী
-
-
শিশুতোষ রচনা:
-
পাখির বাসা
-
হরফের ছড়া
-
ছড়ার আসর
-

0
Updated: 3 weeks ago
'সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল।'- বিখ্যাত পদটি কার রচনা?
Created: 3 weeks ago
A
জ্ঞানদাস
B
চণ্ডীদাস
C
বিদ্যাপতি
D
গোবিন্দদাস
জ্ঞানদাস
-
জ্ঞানদাস চৈতন্যোত্তর বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত কবি।
-
তিনি বাংলা ও ব্রজবুলি ভাষায় রাধাকৃষ্ণ বিষয়ক প্রায় ২০০ (মতান্তরে ৪০০) পদ রচনা করেন।
-
তাঁর রচিত গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ দুটি হলো মাথুর ও মুরলীশিক্ষা, যা বৈষ্ণবগীতিকাব্যের অংশ।
জ্ঞানদাসের কবিতার কিছু বিখ্যাত পঙ্ক্তি:
-
রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর।
প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর।। -
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল।
অমিয়-সাগরে সিনান করিতে সকলি গরল ভেল।।

0
Updated: 3 weeks ago
'রাজা প্রতাপাদিত্য চরিত্র' গ্রন্থের রচনা করেছেন কে?
Created: 3 weeks ago
A
রামরাম বসু
B
উইলিয়াম কেরি
C
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
D
গোলোকনাথ শর্মা
রামরাম বসু রচিত গ্রন্থ ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ ১৮০১ সালে প্রকাশিত হয়। এটি বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ হিসেবে পরিচিত।
-
রামরাম বসু উইলিয়াম কেরিকে বাংলা ভাষা শেখান (১৭৯৩ থেকে ১৭৯৬ পর্যন্ত)।
-
এজন্য তিনি কেরি সাহেবের মুন্সি নামে পরিচিত ছিলেন।

0
Updated: 3 weeks ago