A
Dreams of joy
B
Reality’s dark dream
C
Holy prayers
D
Songs of the wind
উত্তরের বিবরণ
কবি তাঁর নেতিবাচক চিন্তাগুলোকে “viper thoughts” বা বিষাক্ত সাপের সাথে তুলনা করেছেন এবং বলেন এগুলো হলো “Reality’s dark dream।” অর্থাৎ বাস্তবতার অন্ধকার স্বপ্ন। এগুলো তাঁর মনের চারপাশে জড়িয়ে ধরছে। এই চিত্রকল্পে বোঝানো হয়েছে, দুঃখ ও হতাশা তাঁর মনের স্বাধীনতাকে বিষাক্ত সাপের মতো আবদ্ধ করে রেখেছে।

1
Updated: 6 days ago
How does Coleridge create a sense of the sublime in the poem?
Created: 6 days ago
A
By using mathematical precision
B
Through the mixture of beauty and terror
C
By describing everyday events
D
Through humor and irony
“Kubla Khan”–এ sublime বা মহিমান্বিত অভিজ্ঞতা এসেছে কারণ কোলরিজ সৌন্দর্য ও ভয়ের সমন্বয় করেছেন। বাগান, ফুল, নদীর সৌন্দর্য যেমন আছে, তেমনি ফোয়ারা, খাদ, যুদ্ধের ভবিষ্যদ্বাণী ভয়ের অনুভূতি আনে। এই বৈপরীত্য মানুষকে simultaneously আকর্ষণ ও আতঙ্কিত করে। এটিই Romantic Sublime–এর মূল বৈশিষ্ট্য।

1
Updated: 6 days ago
What punishment do the sailors give the Mariner?
Created: 1 week ago
A
Death
B
Imprisonment
C
Albatross hung around his neck
D
Exile
অন্য নাবিকরা আলবাট্রসের মৃতদেহ মেরিনারের গলায় ঝুলিয়ে দেয়। এটি তার অপরাধের প্রতীক ও বোঝা হয়ে দাঁড়ায়।

0
Updated: 1 week ago
Who recognizes the Mariner’s need for redemption?
Created: 1 week ago
A
The sailors
B
The Hermit
C
The Pilot’s Boy
D
The Wedding Guest
কবিতার শেষে Hermit মেরিনারের আত্মিক মুক্তির প্রতীক হয়ে ওঠে। মেরিনার তার কাছে নিজের অপরাধ স্বীকার করে। Hermit-ই বোঝেন, মেরিনারের একমাত্র প্রয়োজন হলো ঈশ্বরের ক্ষমা ও আধ্যাত্মিক পরিশুদ্ধি।

0
Updated: 1 week ago