A
Gentle lullaby
B
Agonized scream of torture
C
Joyful melody
D
Silent whisper
উত্তরের বিবরণ
কবি বাতাসকে শোনেন যন্ত্রণার চিৎকারের মতো—“What a scream / Of agony by torture lengthened out / That lute sent forth!”। এটি প্রকৃতির ভয়াবহ শক্তির প্রতীক। বাতাসকে তিনি বীণার মতো কল্পনা করেছেন, যা যন্ত্রণার সুর বাজাচ্ছে। এর মাধ্যমে তিনি তাঁর অন্তরের অশান্তি ও কষ্ট প্রকাশ করেছেন।

1
Updated: 6 days ago
Which contrasting elements are united in the image of the pleasure-dome?
Created: 6 days ago
A
Love and hatred
B
Light and darkness
C
Heat and cold
D
Music and silence
Pleasure-dome–এ paradoxical imagery দেখা যায়—“sunny dome with caves of ice।” এখানে একদিকে সূর্যের উষ্ণতা, অন্যদিকে বরফের ঠাণ্ডা। দুটি বিপরীত উপাদান একসাথে থেকে কল্পনার রহস্যকে বাড়িয়েছে। Romanticism–এ প্রকৃতি ও মানুষের কল্পনা প্রায়ই বৈপরীত্যের সমন্বয় করে এক অলৌকিক অভিজ্ঞতা দেয়। এ কারণেই গম্বুজটি এত শক্তিশালী প্রতীক।

2
Updated: 6 days ago
What is the effect of the river Alph “sinking in tumult to a lifeless ocean”?
Created: 6 days ago
A
It conveys destruction and finality
B
It suggests eternal creativity
C
It shows the fertility of the land
D
It praises Kubla’s power
Alph নদীর শেষ পরিণতি হলো সূর্যহীন সাগরে মিশে যাওয়া—“sank in tumult to a lifeless ocean।” এখানে সবকিছুর সমাপ্তি বোঝানো হয়েছে। জীবনের প্রবাহ যতই উজ্জ্বল হোক, একসময় তা মৃত্যুর অন্ধকারে মিশে যায়। এই প্রতীক কোলরিজের কবিতাকে দার্শনিক মাত্রা দেয়। আনন্দ ও সৃজনশীলতা আছে, কিন্তু শেষ আছে ধ্বংস ও সমাপ্তি।

1
Updated: 6 days ago
What do the seraphs (bright angelic forms) above the dead sailors symbolize?
Created: 1 week ago
A
Demons of the sea
B
The Mariner’s madness
C
Spiritual redemption and divine forgiveness
D
Death of the sailors
প্রতিটি মৃতদেহের উপরে এক একটি জ্যোতির্ময় আত্মা দেখা যায়। এগুলো হলো ঈশ্বরের আশীর্বাদ—যা মেরিনারের পাপমোচন ও মুক্তির ইঙ্গিত দেয়।

0
Updated: 1 week ago