A
A child lost and crying in the wild
B
A bird singing at dawn
C
A lover’s whisper
D
A mother praying
উত্তরের বিবরণ
Coleridge কল্পনা করেন বাতাস যেন “a little child / Upon a lonesome wild, / Nor far from home, but she hath lost her way।” শিশুটি ভয়ে ও দুঃখে কান্না করছে। এই চিত্রে প্রকৃতির ভয়ঙ্কর সুরকে এক মানবিক রূপ দেওয়া হয়েছে। বাতাসকে একই সাথে ভীতিকর ও করুণ করে তোলে।

1
Updated: 6 days ago
The “sunless sea” symbolizes in Kubla Khan-
Created: 6 days ago
A
Fertility and growth
B
Eternal light
C
Joy and peace
D
Death and the unknown
“Sunless sea” বা সূর্যহীন সাগর প্রতীকভাবে অন্ধকার, মৃত্যু, শূন্যতা এবং অজানাকে নির্দেশ করে। Alph নদী প্রবাহিত হয়ে গিয়ে সেই সাগরে মিশে যায়। অর্থাৎ জীবনের সমস্ত প্রবাহ এক সময় মৃত্যুতে মিলিয়ে যায়। কোলরিজ এখানে প্রাকৃতিক সৌন্দর্য ও ভয়ঙ্কর সমাপ্তিকে পাশাপাশি স্থাপন করেছেন। এটি কবিতার দার্শনিক মাত্রা বাড়ায়।

1
Updated: 6 days ago
Which river is described in Coleridge’s Kubla Khan?
Created: 6 days ago
A
Thames
B
Alph
C
Nile
D
Ganges
কবিতায় কোলরিজ “Alph” নামক এক কাল্পনিক নদীর কথা বলেছেন। এটি কোনো বাস্তব নদী নয়, বরং কল্পনা থেকে সৃষ্টি। নদীটি অসীম গুহার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে সূর্যহীন সাগরে মিশে যায়। Alph নামটি সম্ভবত গ্রিক অক্ষর Alpha থেকে এসেছে, যা শুরু বা উৎসকে নির্দেশ করে।

1
Updated: 6 days ago
What happens to the Mariner’s ship at the end?
Created: 1 week ago
A
It sails away safely
B
It suddenly sinks into the sea
C
It turns to gold
D
It becomes a ghost ship
শেষ মুহূর্তে মেরিনারের জাহাজ ডুবে যায় সমুদ্রের তলদেশে। এটি তার পাপের শেষ প্রতীকী ধ্বংস। তবে মেরিনার বেঁচে থাকে কারণ তাকে সারা জীবন গল্প বলার অভিশাপ ভোগ করতে হবে।

0
Updated: 1 week ago