'সারেং বৌ' উপন্যাসের রচয়িতা কে?
A
সৈয়দ শামসুল হক
B
শহীদুল্লা কায়সার
C
হাসান আজিজুল হক
D
আবু ইসহাক
উত্তরের বিবরণ
• ‘সারেং বৌ’ (উপন্যাস):
-
‘সারেং বৌ’ বিখ্যাত উপন্যাসটি রচিত হয় ১৯৬২ সালে।
-
এতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনসংগ্রাম চিত্রিত হয়েছে।
শহীদুল্লাহ কায়সার:
-
১৯২৭ সালের ১৬ ফেব্রুয়ারি ফেনিতে জন্মগ্রহণ করেন।
-
তাঁর পূর্ণ নাম ছিল আবু নঈম মহাম্মদ শহীদুল্লাহ।
-
তিনি প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের সহোদর।
-
তাঁর ভ্রমণবৃত্তান্তমূলক গ্রন্থ হলো ‘পেশোয়ার থেকে তাসখন্দ’।
-
তাঁর স্মৃতিকথামূলক গ্রন্থ হলো ‘রাজবন্দীর রোজনামচা’।
তাঁর রচিত উপন্যাসসমূহ:
-
সারেং বৌ
-
সংশপ্তক
-
কৃষ্ণচূড়া মেঘ
-
তিমির বলয়
-
দিগন্তে ফুলের আগুন
-
সমুদ্র ও তৃষ্ণা
-
চন্দ্রভানের কন্যা
-
কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত)
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
শরৎচন্দ্রের কোন উপন্যাসটি বিপ্লববাদীদের প্রতি সমর্থনের অভিযোগে ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
Created: 4 weeks ago
A
পথের দাবী
B
নিস্কৃতি
C
চরিত্রহীন
D
দত্তা
'পথের দাবী' উপন্যাস
-
পথের দাবী (১৯২৬) একটি রাজনৈতিক উপন্যাস।
-
কাহিনীর পটভূমি ব্রহ্মদেশ।
-
এক গুপ্ত দলের নায়ক সব্যসাচী উপন্যাসের প্রধান চরিত্র।
-
কারো মতে, সব্যসাচী চরিত্রে বিপ্লবী রসবিহারীবসু-এর ছায়াপাত ঘটেছে।
-
উপন্যাসটি বিপ্লববাদীদের প্রতি সমর্থনের অভিযোগে ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে।
-
ভারতীয় রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে এ গ্রন্থের বিশেষ গুরুত্ব রয়েছে।
-
বঙ্গবানী পত্রিকার ১৩২৯-এর ফাল্গুন সংখ্যা থেকে পথের দাবী ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
তাঁর রচিত বিখ্যাত উপন্যাসসমূহ:
-
দেনা-পাওনা
-
বড়দিদি
-
বিরাজবৌ
-
পন্ডিতমশাই
-
পরিণীতা
-
চন্দ্রনাথ
-
দেবদাস
-
চরিত্রহীন
-
গৃহদাহ
-
পথের দাবী
-
শেষ প্রশ্ন
-
শেষের পরিচয় প্রভৃতি

0
Updated: 4 weeks ago
বিখ্যাত 'নক্সী কাঁথার মাঠ' কাব্যগ্রন্থ কে অনুবাদ করেন?
Created: 1 week ago
A
E.M Milford
B
Thomas Gray
C
James Long
D
Robert Frost
'নক্সী কাঁথার মাঠ' হলো জসীমউদ্দীনের রচিত একটি কালজয়ী কাব্যগ্রন্থ, যা বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কাহিনীকাব্য হিসেবে স্বীকৃত।
-
রচয়িতা ও রচনাকাল: জসীমউদ্দীন (১৯০৩–১৯৭৬), রচনাকাল ১৯২৯
-
কাব্যের ধরন: এটি একটি শিল্পসফল কাহিনীকাব্য
-
গঠন: কাব্যটি চোদ্দটি সর্গ বা ছোট ছোট দৃশ্যপটে বর্ণিত
-
ইংরেজি অনুবাদ: ১৯৩৯ সালে E.M. Milford 'The Field of the Embroidered Quilt' নামে এর ইংরেজি অনুবাদ করেন

0
Updated: 1 week ago
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থ কোনটি?
Created: 2 weeks ago
A
প্রবোধচন্দ্রিকা
B
ইতিহাসমালা
C
লিপিমালা
D
কথামালা
'কথামালা' ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একটি শিক্ষামূলক গ্রন্থ, যা বাংলা শিক্ষাসাহিত্যে বিশেষ গুরুত্ব বহন করে। বিদ্যাসাগর তার জীবদ্দশায় নানা ধরনের রচনা করেছেন, যা শিক্ষামূলক ও সাহিত্যিক উভয় ক্ষেত্রেই সমাদৃত।
-
অনুবাদ গ্রন্থ:
-
শকুন্তলা
-
সীতার বনবাস
-
ভ্রান্তিবিলাস
-
-
মৌলিক রচনা:
-
অতি অল্প হইল
-
আবার অতি অল্প হইল
-
ব্রজবিলাস
-
বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা
-
রত্ন পরীক্ষা
-
-
শিক্ষামূলক গ্রন্থ:
-
আখ্যান মঞ্জরী
-
বোধোদয়
-
বর্ণপরিচয়
-
কথামালা
-
-
অন্যান্য গ্রন্থ ও রচয়িতা:
-
প্রবোধচন্দ্রিকা – মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
-
লিপিমালা – রামরাম বসু
-
ইতিহাসমালা (১৮১২) – উইলিয়াম কেরি, যা বিভিন্ন বিষয়ের ১৫০টি গল্পের সংগ্রহ
-

0
Updated: 2 weeks ago