'পদ্মরাগ' উপন্যাস কে রচনা করেছেন?
A
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B
বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন
C
শওকত ওসমান
D
বুদ্ধদেব বসু
উত্তরের বিবরণ
• পদ্মরাগ (উপন্যাস):
-
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস।
-
এটি প্রথম মুসলিম রচিত উপন্যাস।
-
এই উপন্যাসে মুসলিম সমাজের অন্তর্নিহিত ক্লেদ এমনভাবে উন্মোচিত হয়েছে, যা কোনো হিন্দু লেখকের পক্ষে সম্ভব ছিল না।
-
অসাম্প্রদায়িকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও এই উপন্যাসের গুরুত্ব রয়েছে।
রোকেয়া সাখাওয়াত হোসেন:
-
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দ গ্রামে।
-
বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয়।
-
মুসলিম মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও অধিকার আদায়ের লক্ষ্যে তিনি ১৯১৬ সালে প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি।
-
তাঁর ইংরেজি গ্রন্থ Sultana’s Dream তিনি নিজেই বাংলায় অনুবাদ করেন সুলতানার স্বপ্ন নামে।
-
এটি একটি প্রতীকধর্মী রচনা, যেখানে বর্ণিত Lady Land বা ‘‘নারীস্থান’’ মূলত রোকেয়ার স্বপ্নকল্পনার প্রতিচ্ছবি।
উল্লেখযোগ্য রচনা:
-
মতিচূর
-
Sultana’s Dream
-
পদ্মরাগ
-
অবরোধবাসিনী
এছাড়া তিনি অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, ব্যঙ্গরচনা ও অনুবাদ রচনা করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 month ago
'বন্দে মাতরম্' গানটি ধ্বনিত হয়েছে নিচের কোন উপন্যাসে?
Created: 3 weeks ago
A
গোরা
B
পথের দাবী
C
আনন্দমঠ
D
ঘরে বাইরে
বন্দে মাতরম্’ ও আনন্দমঠ সংক্ষেপ:
-
রচনা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
উপন্যাস: আনন্দমঠ (১৮৮২)
-
গানের প্রেক্ষাপট: ১৮৭০-এর দশকে রচিত; সন্ন্যাসী বিদ্রোহীদের মুখে গীত; ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দেশপ্রেম ও মাতৃভূমির প্রতি ভক্তি প্রকাশ
-
গানের গুরুত্ব: ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেরণাদায়ক; প্রথম দুটি স্তবক ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত (১৯৫০)
আনন্দমঠ উপন্যাস:
-
ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিকায় কল্পিত সন্ন্যাসী বিদ্রোহের গল্প
-
প্রধান প্রতিপাদ্য: স্বদেশভক্তি, স্বজাতি ও স্বধর্মপ্রীতি
-
চরিত্র: আদর্শায়িত, প্রেম ও আদর্শের দ্বন্দ্বে আবদ্ধ
-
ইংরেজি অনুবাদ: নরেশচন্দ্র সেনগুপ্ত – The Abbey of Bliss (1907), শ্রী অরবিন্দ – Ananda Math (1910)
-
লক্ষ্য করা যায় স্বসম্প্রদায়প্রীতি ও ব্রিটিশ বিরোধী দীক্ষা
অন্যান্য রাজনৈতিক ও দেশপ্রেমভিত্তিক উপন্যাস:
-
রবীন্দ্রনাথ ঠাকুর – গোরা (১৯১০)
-
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – পথের দাবী (১৯২৬)
-
রবীন্দ্রনাথ ঠাকুর – ঘরে-বাইরে (১৯১৬)

0
Updated: 3 weeks ago
মধ্যপদলোপী কর্মধারয় সমাস নয় কোনটি?
Created: 3 weeks ago
A
সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
B
প্রাণ যাওয়ার ভয় = প্রাণভয়
C
ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী = ক্ষণস্থায়ী
D
স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ
সমাসের উদাহরণ ও সংজ্ঞা
-
দ্বিতীয়া তৎপুরুষ সমাস: ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী = ক্ষণস্থায়ী
-
মধ্যপদলোপী কর্মধারয় সমাস: যে সমাসে ব্যাসবাক্যের মাঝের পদ লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলা হয়।
-
উদাহরণসমূহ:
-
সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
-
হাসি মাখা মুখ = হাসিমুখ
-
ঝাল মিশ্রিত মুড়ি = ঝালমুড়ি
-
প্রাণ যাওয়ার ভয় = প্রাণভয়
-
স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ
-
-
উৎস:

0
Updated: 3 weeks ago
'মহাশ্মশান' কোন ঐতিহাসিক ঘটনা অবলম্বনে রচিত?
Created: 1 week ago
A
পলাশীর যুদ্ধ
B
পানিপথের তৃতীয় যুদ্ধ
C
বক্সারের যুদ্ধ
D
রাজমহলের যুদ্ধ
'মহাশ্মশান' কায়কোবাদ রচিত একটি শ্রেষ্ঠ মহাকাব্য, যা ১৯০৪ সালে প্রকাশিত হয়। এই কাব্যটি পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) কে কেন্দ্র করে রচিত এবং এতে ঐতিহাসিক ঘটনার সঙ্গে কাব্যিক চিত্রায়ন সমন্বিতভাবে ফুটে উঠেছে।
-
প্রকাশ ও প্রকাশনা মাধ্যম: কাব্যটি ধারাবাহিকভাবে মহম্মদ রওশন আলী সম্পাদিত 'কোহিনূর' পত্রিকায় প্রকাশিত হয়।
-
গঠন: কাব্যটি তিনটি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে ২৯টি সর্গ, দ্বিতীয় খণ্ডে ২৪টি সর্গ, এবং তৃতীয় খণ্ডে ৭টি সর্গ রয়েছে।
মহাকাব্যের প্রধান চরিত্র:
-
এব্রাহিম কার্দি
-
জোহরা বেগম
-
হিরণ বালা
-
আতা খাঁ
-
লঙ্গ
-
রত্নজি
-
সুজাউদ্দৌলা
-
সেলিনা
-
আহমদ শাহ্ আব্দালী

0
Updated: 1 week ago