A
Dawn
B
Noon
C
Midnight
D
Evening
উত্তরের বিবরণ
শেষ অংশে Coleridge বলেন—“’Tis midnight, but small thoughts have I of sleep।” অর্থাৎ এটি মধ্যরাত্রি, কিন্তু তিনি ঘুমোতে পারছেন না। মধ্যরাত্রি এখানে প্রতীক করে তাঁর মানসিক অন্ধকার, নিঃসঙ্গতা এবং জাগ্রত দুঃখকে। আবার একই সাথে প্রার্থনা ও আশীর্বাদের সময়ও বটে।

1
Updated: 6 days ago
How does the Mariner signal his spiritual rebirth?
Created: 1 week ago
A
By killing more birds
B
By sleeping
C
By blessing the water-snakes unconsciously
D
By leaving the ship
পানিসাপেদের সৌন্দর্য দেখে হঠাৎ মেরিনারের মনে ভালোবাসা জন্মায়। সে তাদের অজান্তেই আশীর্বাদ করে। এই মুহূর্তেই তার হৃদয়ে আধ্যাত্মিক পরিবর্তন ঘটে এবং তার গলায় ঝুলানো আলবাট্রস পড়ে যায়।

0
Updated: 1 week ago
What natural phenomenon guides the ship after the sailors’ death?
Created: 1 week ago
A
The storm-wind
B
The Polar Spirit
C
The power of the Moon
D
The Pilot’s prayers
জাহাজটি বাতাস ছাড়াই চলতে থাকে। First Voice বলে, এখন জাহাজ চলাচল করছে চাঁদের শক্তি ও সমুদ্রের টানের কারণে। এটি প্রকৃতির গোপন শক্তির প্রতীক, যা মানুষ পুরোপুরি বুঝতে পারে না। Coleridge এখানে প্রকৃতিকে divine power হিসেবে দেখিয়েছেন।

0
Updated: 1 week ago
The phrase “Xanadu” in the poem refers to—
Created: 6 days ago
A
A city in Italy
B
The summer palace of Kubla Khan
C
A Greek temple
D
A mythical island
“Xanadu” আসলে Shangdu, মঙ্গোল সম্রাট কুবলাই খানের গ্রীষ্মকালীন রাজধানী। কোলরিজ এ নামকে কল্পনার জগতে নিয়ে গিয়ে রহস্যময় রাজ্য হিসেবে উপস্থাপন করেন। বাস্তব ইতিহাসে এই নগরটি ছিল রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র, কিন্তু কবিতায় এটি হয়ে ওঠে স্বপ্নময় শিল্পের প্রতীক। কোলরিজের বর্ণনায় Xanadu একদিকে বিলাসিতা ও সৌন্দর্যের প্রতীক, অন্যদিকে মানব কল্পনার অসীম ক্ষমতার প্রতীক। এটি কবিতার কল্পজগৎ ও রহস্যময় আবহ তৈরি করে।

1
Updated: 6 days ago