কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?
A
নন্দিত নরকে
B
এই সব দিনরাত্রি
C
জোছনা ও জননীর গল্প
D
আগুনের পরশমণি
উত্তরের বিবরণ
বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী লেখক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালে নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার ও শিক্ষক ছিলেন।
প্রথম প্রকাশিত উপন্যাস:
-
নন্দিত নরকে (প্রকাশ: ১৯৭২)
চলচ্চিত্র নির্মাণ:
-
প্রথম চলচ্চিত্র: আগুনের পরশমণি (১৯৯৫)
-
শেষ চলচ্চিত্র: ঘেটুপুত্র কমলা (২০১২)
মৃত্যু:
-
২০১২ সালে তিনি মৃত্যুবরণ করেন।
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসসমূহ:
-
আগুনের পরশমণি
-
অনিল বাগচীর একদিন
-
শ্যামল ছায়া
-
জোছনা ও জননীর গল্প
-
১৯৭১
অন্যান্য জনপ্রিয় উপন্যাস:
-
এই সব দিনরাত্রি
-
আমার আছে জল
-
নক্ষত্রের রাত
-
ফেরা
-
বহুব্রীহি
-
গৌরীপুর জংশন
-
শ্রাবণ মেঘের দিন
-
দুই দুয়ারী
-
কোথাও কেউ নেই
-
বৃষ্টি বিলাস
-
বাদশাহ নামদার
-
মেঘের ওপর বাড়ি
তথ্যসূত্র:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলাপিডিয়া
0
Updated: 5 months ago
তল রেখার সাথে সম্পর্কযুক্ত। রেখা কিসের সাথে সম্পর্কযুক্ত?
Created: 1 month ago
A
প্রস্থ
B
সমতল
C
বিন্দু
D
দৈর্ঘ্য
প্রশ্নে বলা হয়েছে “তল রেখার সাথে সম্পর্কযুক্ত। রেখা কিসের সাথে সম্পর্কযুক্ত?”। এর উত্তর বের করতে হলে জ্যামিতির মৌলিক নিয়মগুলো জানা দরকার।
-
দুইটি তল পরস্পরকে ছেদ করলে ছেদস্থলে একটি রেখা উৎপন্ন হয়।
-
আবার, দুইটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবল একটি সরলরেখা আঁকা যায়।
-
তাই সম্পর্ক দাঁড়ায়: তল রেখার সাথে সম্পর্কযুক্ত, আর রেখা বিন্দুর সাথে সম্পর্কযুক্ত।
0
Updated: 1 month ago
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
Created: 1 month ago
A
কাঁদো নদী কাঁদো
B
প্রদোষে প্রাকৃতজন
C
রাঙ্গা প্রভাত
D
দুই সৈনিক
শওকত ওসমানের ‘দুই সৈনিক’ একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, যার পটভূমি গ্রামবাংলা। উপন্যাসটির নামকরণ করা হয়েছে পাকবাহিনীর দুই চরিত্র— মেজর হাকিম ও ক্যাপ্টেন ফৈয়াজ—কে কেন্দ্র করে। এতে মুক্তিযুদ্ধকালীন অসংখ্য ঘটনার মধ্যে কেবল একটি ঘটনাংশ বর্ণিত হয়েছে।
উল্লেখযোগ্য তথ্যসমূহ হলো—
-
শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসসমূহ:
-
জাহান্নম হইতে বিদায়
-
দুই সৈনিক
-
নেকড়ে অরণ্য
-
জলাংগী
-
-
অন্যান্য বাংলা উপন্যাস:
-
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত মনোসমীক্ষামূলক উপন্যাস: কাঁদো নদী কাঁদো
-
শওকত আলী রচিত ঐতিহাসিক ভিত্তিক উপন্যাস: প্রদোষে প্রাকৃতজন
-
আবুল ফজল রচিত উপন্যাস: রাঙ্গা প্রভাত
-
উৎস:
0
Updated: 1 month ago
কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
Created: 3 months ago
A
মৃত্যুক্ষুধা
B
আলেয়া
C
ঝিলিমিলি
D
মধুমালা
কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- বাঁধন-হারা।
- মৃত্যুক্ষুধা ।
- কুহেলিকা।
• 'মৃত্যুক্ষুধা' উপন্যাস:
- কাজী নজরুল ইসলাম রচিত 'মৃত্যুক্ষুধা' উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৩১ সালে।
- নারী জীবনের দুর্বিষহ অভিজ্ঞতা এবং সমাজের বাস্তবচিত্র এই উপন্যাসে তুলে ধরা হয়েছে।
- দারিদ্য, ক্ষুধা, দুর্ভিক্ষের পরিপ্রেক্ষিতে সপরিবারে মেজ-বৌয়ের মুসলিম থেকে খ্রিষ্ট ধর্মান্তর গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে ওঠে গল্পে। অন্যদিকে গল্পের নায়কা রুবি আনসারকে ভালোবাসালেও রুবির পিতা তাকে বিয়ে দেয় আইসিএস পরীক্ষার্থী মোয়াজ্জেমের সঙ্গে। মোয়াজ্জেমের মৃত্যুর পর বিধবা রুবির জীবনে নেমে আসে সমাজের বিধিনিষেধ।
• ‘বাঁধন-হারা' উপন্যাস:
• কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস ‘বাঁধন-হারা' (১৯২৭)।
- এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।
- এতে ১৮টি পত্র রয়েছে।
- কাজী নজরুল ইসলাম করাচীতে অবস্থানকালে ‘বাধন-হারা' উপন্যাস রচনা শুরু করেন।
- এটি মুসলিম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- উপন্যাসের নায়ক নুরুল হুদা।
- অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে - রবিউল, রাবেয়া, সােফিয়া, মাহবুবা প্রমুখ।
• 'কুহেলিকা' উপন্যাস:
- ১৯৩৪ বঙ্গাব্দে 'নওরোজ' পত্রিকায় 'কুহেলিকা' উপন্যাস প্রকাশ আরম্ভ হয়।
- গ্রন্থাকারে প্রথম প্রকাশ পায় ১৩৩৮ বঙ্গাব্দে(১৯৩১)।
- এ উপন্যাসে রাজনৈতিক প্রসঙ্গ এসেছে অত্যন্ত বড় ক্যানভাসে।
- কুহেলিকা উপন্যাসের নায়ক জাহাঙ্গীর।
- এই উপন্যাসের বিখ্যাত উক্তি, ''ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। ইহারা গহন পথের কণ্টক, রাজপথের দস্যু।''
অন্যদিকে,
• কাজী নজরুল ইসলাম রচিত তাঁর রচিত গীতিনাট্য: আলেয়া, মধুমালা।
• কাজী নজরুল ইসলাম রচিত তিনটি ছোট নাটকের গ্রন্থ হচ্ছে ঝিলিমিলি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর , বাংলাপিডিয়া মৃত্যুক্ষুধা উপন্যাস ও বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago