সুফিয়া কামাল রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
A
সাঁঝের মায়া
B
মায়াকাজল
C
উদাত্ত পৃথিবী
D
মন ও জীবন
উত্তরের বিবরণ
• সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থ হলো ‘সাঁঝের মায়া’।
সাঁঝের মায়া:
-
১৯৩৮ সালে সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থ ‘সাঁঝের মায়া’ প্রকাশিত হয়।
-
এর ভূমিকাটি লিখেছিলেন কবি কাজী নজরুল ইসলাম।
-
গ্রন্থটিতে মোট ২৮টি কবিতা সংকলিত রয়েছে।
-
এর উল্লেখযোগ্য কবিতা হলো ‘তাহারেই পড়ে মনে’ ও ‘রূপসী বাংলা’।
সুফিয়া কামাল:
-
তিনি ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন; তবে তাঁর পৈতৃক নিবাস ছিল কুমিল্লায়।
-
১৯১৮ সালে কলকাতায় তাঁর সাক্ষাৎ হয় মহীয়সী নারী বেগম রোকেয়ার সঙ্গে।
-
তাঁকে ‘‘জননী সাহসিকা’’ বলা হয়।
-
তিনি ‘বেগম’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন।
-
১৯৬২ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
-
১৯৯৭ সালে তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।
-
১৯৯৯ সালের ২০ নভেম্বর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
সাহিত্যকর্ম:
কাব্যগ্রন্থ:
-
সাঁঝের মায়া
-
মন ও জীবন
-
উদাত্ত পৃথিবী
-
অভিযাত্রিক
-
মোর যাদুদের সমাধি পরে
-
মায়া কাজল ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 month ago
সুফিয়া কামাল কী নামে পরিচিত?
Created: 3 weeks ago
A
সমাজনেত্রী কবি
B
কবি মাতা
C
জননী সাহসিকা
D
জননী কবি
সুফিয়া কামাল ছিলেন কবি, বুদ্ধিজীবী ও সমাজনেত্রী। তাঁকে ‘জননী সাহসিকা’ নামে অভিহিত করা হয়। তাঁর জন্ম ১৯১১ সালের ২০শে জুন বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে।
-
পিতা: সৈয়দ আবদুল বারি
-
মাতা: সৈয়দা সাবেরা খাতুন
-
প্রথম কবিতা: ‘বাসন্তী’, যা ১৯২৬ সালে ‘সওগাত’ সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন (১৮৮৮–১৯৯৪) প্রকাশ করেন।
-
১৯৩১ সালে তিনি মুসলিম মহিলাদের মধ্যে প্রথম ‘ভারতীয় মহিলা ফেডারেশন’-এর সদস্য নির্বাচিত হন।
-
১৯৪৭ সালে প্রকাশিত ‘বেগম’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন।
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ:
-
মন ও জীবন
-
উদাত্ত পৃথিবী
-
সাঁঝের মায়া
-
অভিযাত্রিক
-
মোর যাদুদের সমাধি পরে
-
মায়া কাজল

0
Updated: 3 weeks ago
"মোর যাদুদের সমাধি পরে" স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে কাব্যগ্রন্থটি কার রচনা?
Created: 4 weeks ago
A
হাসান হাফিজুর রহমান
B
সৈয়দ আলী আহসান
C
শামসুর রাহমান
D
সুফিয়া কামাল
“মোর যাদুদের সমাধি পরে” কাব্যগ্রন্থ
-
কবি সুফিয়া কামালের সপ্তম কাব্যগ্রন্থ।
-
প্রকাশিত: ১৯৭২ সালে।
-
বিষয়বস্তু: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের রক্তঝরা দিনগুলোর প্রেক্ষাপটে স্বাধীনতা সংগ্রাম ও দেশপ্রেমের কবিতা।
মুক্তিযুদ্ধভিত্তিক অন্যান্য কাব্যগ্রন্থ:
-
শামসুর রাহমান: ‘বন্দী শিবির থেকে’, ‘নিজ বাসভূমে’
-
হাসান হাফিজুর রহমান: ‘যখন উদ্যত সঙ্গীন’
-
সৈয়দ আলী আহসান: ‘আমার প্রতিদিনের শব্দ’
সুফিয়া কামাল
-
পরিচিত: ‘জননী সাহসিকা’, প্রধানত কবি।
-
জন্মস্থান: বরিশালের শায়েস্তাবাদ (মামার বাড়ি), পৈতৃক নিবাস কুমিল্লা।
-
পত্রিকার সম্পাদনা: ‘বেগম’ (১৯৪৭) পত্রিকার প্রথম সম্পাদক।
-
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
মন ও জীবন
-
উদাত্ত পৃথিবী
-
সাঁঝের মায়া
-
অভিযাত্রিক
-
মোর যাদুদের সমাধি পরে
-
মায়া কাজল
-
-
গল্পগ্রন্থ: ‘কেয়ার কাঁটা’
-
দিনলিপি: ‘একাত্তরের ডায়েরী’

0
Updated: 4 weeks ago
সুফিয়া কামালের গল্পগ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
অভিযাত্রিক
B
কেয়ার কাঁটা
C
সাঁঝের মায়া
D
উদাত্ত পৃথিবী
কেয়ার কাঁটা সুফিয়া কামালের একটি গল্পগ্রন্থ।
সুফিয়া কামাল:
- সুফিয়া কামাল, যাঁকে 'জননী সাহসিকা' নামে খ্যাতি প্রাপ্ত, মূলত একজন কবি ছিলেন।
- তিনি বাংলাদেশের একজন কীর্তিসম্পন্ন কবি, লেখিকা এবং নারী আন্দোলনের পথিকৃৎ।
- তিনি বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন এবং তাঁর পৈত্রিক নিবাস কুমিল্লায়।
- সুফিয়া কামাল ১৯৪৭ সালে প্রকাশিত 'বেগম' পত্রিকার প্রথম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
- তাঁর প্রথম গল্প 'সৈনিক বধূ' ১৯২৩ সালে রচিত এবং বরিশালের 'তরুণ' পত্রিকায় প্রকাশিত হয়।
কাব্যগ্রন্থ:
- সাঁঝের মায়া,
- উদাত্ত পৃথিবী,
- অভিযাত্রিক,
- মায়া কাজল।
গল্পগ্রন্থ:
- কেয়ার কাঁটা।

0
Updated: 1 month ago