In Section VI of “Dejection : an Ode”, what role did Imagination play for Coleridge in the past?
A
It distracted him from joy
B
It transformed suffering into dreams of happiness
C
It destroyed his spiritual faith
D
It prevented him from working
উত্তরের বিবরণ
কবি স্বীকার করেন যে অতীতে তাঁর কল্পনা দুঃখকে হালকা করে আনন্দে রূপান্তর করত। তিনি লিখেছেন—“This joy within me dallied with distress, / And all misfortunes were but as the stuff / Whence Fancy made me dreams of happiness।” অর্থাৎ কল্পনা তাঁকে প্রতিকূল অবস্থার মাঝেও সুখ খুঁজে পেতে সাহায্য করত। এখন সেই ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছেন।

1
Updated: 1 month ago
What role do the First Voice and Second Voice play?
Created: 1 month ago
A
Sailors guiding the ship
B
Angels singing
C
Spirits deciding Mariner’s penance
D
Demons punishing him
First Voice এবং Second Voice মেরিনারের পাপ ও শাস্তি নিয়ে আলোচনা করে। তারা বলে যে, মেরিনার আংশিক পাপমোচন পেয়েছে, তবে তাকে আরও শাস্তি ভোগ করতে হবে। এই কণ্ঠস্বরগুলো divine judgment-এর প্রতীক।

0
Updated: 1 month ago
What does the “pleasure-dome” primarily symbolize in the poem?
Created: 1 month ago
A
Historical architecture
B
Political tyranny
C
The power of human imagination
D
Religious devotion
“Pleasure-dome” বা আনন্দ-প্রাসাদ আসলে কল্পনার প্রতীক। এটি কেবল ঐতিহাসিক কুবলাই খানের প্রাসাদের বর্ণনা নয়, বরং কবির মনে সৃষ্ট এক কল্পনার জগৎ। কোলরিজ দেখাতে চেয়েছেন কিভাবে কল্পনার শক্তি বাস্তবকে অতিক্রম করে এক অলৌকিক সৌন্দর্য তৈরি করে। প্রাসাদটি তাই সৃজনশীলতা, শিল্প ও কবিতার ক্ষমতার প্রতীক, যা সময় ও ইতিহাসের বাইরে দাঁড়ায়।

2
Updated: 1 month ago
Why do the sailors first curse the Mariner after the Albatross is killed?
Created: 1 month ago
A
Because the bird was ugly
B
Because they loved the bird
C
Because they believed the bird brought them good luck
D
Because the Mariner disobeyed the captain
আলবাট্রস আসার পর বরফ গলতে শুরু করে, বাতাস বয়, জাহাজ নিরাপদ হয়। তাই নাবিকেরা বিশ্বাস করে পাখিটি সৌভাগ্য বয়ে এনেছিল। একে হত্যা করা মানে দুর্ভাগ্য ডেকে আনা।

0
Updated: 1 month ago