A
Political revolution
B
Decline of imagination and search for joy
C
Scientific exploration
D
Celebration of war
উত্তরের বিবরণ
পুরো কবিতার কেন্দ্রীয় থিম হলো কবির নিজের কল্পনাশক্তির হ্রাস ও হারানো আনন্দ ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। Coleridge প্রকৃতিকে দেখছেন, কিন্তু অনুভব করতে পারছেন না। তিনি জানেন, প্রকৃতির সৌন্দর্য ভেতরের আনন্দ ছাড়া মৃত। তাই কবিতাটি এক আত্মস্বীকারোক্তি—তিনি আনন্দ হারিয়েছেন, তবে অন্যের আনন্দ কামনা করছেন। এটি Romantic কবিতার সবচেয়ে আন্তরিক ও ব্যক্তিগত সুরগুলির একটি।

1
Updated: 6 days ago
Who inspired Coleridge to publish Kubla Khan in 1816?
Created: 6 days ago
A
John Murray
B
Thomas De Quincey
C
George Gordon Byron
D
William Wordsworth
Kubla Khan প্রথম প্রকাশিত হয় ১৮১৬ সালে, লর্ড বায়রনের উৎসাহে। কোলরিজ কবিতাটিকে “একটি ভিশনারি ফ্র্যাগমেন্ট” বা অসম্পূর্ণ স্বপ্নকাব্য হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি নিজে প্রকাশ করতে দ্বিধায় ছিলেন, কারণ মনে করতেন এটি অসম্পূর্ণ। কিন্তু বায়রন তাকে উৎসাহ দেন এবং পাঠকরা একে অসাধারণ কল্পনা ও রোমান্টিক শক্তির নিদর্শন হিসেবে গ্রহণ করেন। তাই প্রকাশনায় বায়রনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

1
Updated: 6 days ago
What image does Coleridge use to describe a tender sound of the wind?
Created: 6 days ago
A
A child lost and crying in the wild
B
A bird singing at dawn
C
A lover’s whisper
D
A mother praying
Coleridge কল্পনা করেন বাতাস যেন “a little child / Upon a lonesome wild, / Nor far from home, but she hath lost her way।” শিশুটি ভয়ে ও দুঃখে কান্না করছে। এই চিত্রে প্রকৃতির ভয়ঙ্কর সুরকে এক মানবিক রূপ দেওয়া হয়েছে। বাতাসকে একই সাথে ভীতিকর ও করুণ করে তোলে।

1
Updated: 6 days ago
The “sunless sea” symbolizes in Kubla Khan-
Created: 6 days ago
A
Fertility and growth
B
Eternal light
C
Joy and peace
D
Death and the unknown
“Sunless sea” বা সূর্যহীন সাগর প্রতীকভাবে অন্ধকার, মৃত্যু, শূন্যতা এবং অজানাকে নির্দেশ করে। Alph নদী প্রবাহিত হয়ে গিয়ে সেই সাগরে মিশে যায়। অর্থাৎ জীবনের সমস্ত প্রবাহ এক সময় মৃত্যুতে মিলিয়ে যায়। কোলরিজ এখানে প্রাকৃতিক সৌন্দর্য ও ভয়ঙ্কর সমাপ্তিকে পাশাপাশি স্থাপন করেছেন। এটি কবিতার দার্শনিক মাত্রা বাড়ায়।

1
Updated: 6 days ago