What metaphor does Coleridge use for his past hopes in Section VI of “Dejection : an Ode”?
A
Flowing river
B
Climbing mountain
C
Twining vine
D
Blooming rose
উত্তরের বিবরণ
Coleridge তাঁর অতীতের আশাকে তুলনা করেছেন এক লতানো গাছের সাথে—“For hope grew round me, like the twining vine।” অর্থাৎ আশা তাঁকে ঘিরে ধরত এবং অন্যের ফল ও পাতাও যেন তাঁর মনে হতো। এই উপমা দেখায়, তখন তাঁর কল্পনা ও আশা তাকে সমৃদ্ধ করত। কিন্তু বর্তমানে সেই আশা ও কল্পনা শুকিয়ে গেছে।

2
Updated: 1 month ago
What is the dominant tone of the poem's final stanza?
Created: 1 month ago
A
Bitter and resentful
B
Completely hopeless and despairing
C
Tender, gentle, and selfless
D
Joyful and optimistic
Why this is the correct answer:
-
Stark Contrast: The final stanza sharply contrasts with the rest of the ode, which is dominated by the speaker’s despair, grief, and inner torment.
-
Selfless Blessing: The speaker shifts focus from his own suffering to the “Dear Lady” (Sara Hutchinson), expressing a sincere wish for her happiness and peace.
-
Tender Imagery: Gentle and soothing imagery—like “gentle Sleep! with wings of healing” and waking with a “light heart”—replaces the stormy, tormented images of previous stanzas.
-
Emphasis on Joy: He blesses her with the joy he has lost, hoping it will “lift her spirit” and “attune her voice,” highlighting his enduring love and care despite his own dejection.
This final stanza underscores selflessness, tenderness, and the speaker’s capacity for love even amid personal despair.

0
Updated: 1 month ago
Which genre best describes Kubla Khan?
Created: 1 month ago
A
Epic narrative
B
Dream poem
C
Mock-heroic
D
Pastoral elegy
Kubla Khan একটি “Dream Poem” বা স্বপ্নকবিতা। কবি আফিমের ঘোরে এক স্বপ্ন দেখে তার কাব্য রচনা শুরু করেছিলেন। তিনি প্রায় ২০০ লাইন লিখতে চেয়েছিলেন, কিন্তু মাঝপথে বাধা পড়ায় এটি মাত্র ৫৪ লাইনে অসম্পূর্ণ থেকে যায়। তাই এটি “Poetic Fragment” নামেও পরিচিত। কবিতায় বাস্তব ও কল্পনা মিলেমিশে যায়। প্রকৃতি, অতিপ্রাকৃত দৃশ্য, রহস্যময় স্থাপত্য সবকিছু মিলে এক ভিন্ন জগতের সৃষ্টি হয়। রোমান্টিক যুগের কল্পনা, রহস্য ও অনুভূতির শ্রেষ্ঠ উদাহরণ এই কবিতা।

1
Updated: 1 month ago
In Kubla Khan, what is the significance of the “stately pleasure-dome”?
Created: 2 weeks ago
A
It represents human power and artistic creation
B
It is just a luxurious palace in a foreign land
C
It symbolises the isolation of Kubla Khan
D
It is described to highlight the local culture
Kubla Khan কবিতায় “stately pleasure-dome” হলো শুধু একটি সুন্দর প্রাসাদের বর্ণনা নয়, বরং এটি মানুষের ক্ষমতা এবং সৃজনশীলতার প্রতীক। Coleridge এখানে দেখিয়েছেন যে, মানুষ কল্পনা ও শিল্পের মাধ্যমে এমন আশ্চর্যজনক সৌন্দর্য তৈরি করতে পারে যা প্রকৃতির সঙ্গে মিলিত।
প্রাসাদটি খানের রাজনৈতিক ক্ষমতা এবং তার কল্পনাশক্তির প্রতীক। কবিতার বাক্যগুলো প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে মিলিত হয়ে প্রাসাদকে এক আধ্যাত্মিক ও দার্শনিক ভাবমূর্তিতে রূপান্তরিত করে।

1
Updated: 2 weeks ago