A
“A pang of despair”
B
“A grief without a pang”
C
“A sorrow of love”
D
“A pain of the soul”
উত্তরের বিবরণ
কবি নিজের দুঃখকে বলেন—“A grief without a pang, void, dark, and drear।” অর্থাৎ এটি এমন শোক যার কোনো তীব্র ব্যথা নেই, বরং শূন্যতা, অন্ধকার আর নিস্তেজতা। Coleridge বোঝাতে চেয়েছেন, তার দুঃখ কোনো উচ্ছ্বাস বা কাঁদার সুযোগ দিচ্ছে না, বরং নিস্তব্ধভাবে তার মনকে অবশ করে রাখছে। এই বর্ণনা কবির মানসিক অবসাদকে গভীরভাবে প্রকাশ করে।

2
Updated: 6 days ago
“Water, water, every where, Nor any drop to drink”—what does it express?
Created: 1 week ago
A
Joy of nature
B
Paradox of helplessness
C
Freedom at sea
D
Anger at God
চারপাশে পানি থাকলেও পান করার জন্য এক ফোঁটা মিঠা জল নেই। এটি নাবিকদের অসহায় অবস্থা ও পাপের প্রতীকী শাস্তি।

0
Updated: 1 week ago
What does the phrase “glittering eye” symbolize?
Created: 1 week ago
A
Old age
B
Wisdom
C
Hypnotic power and supernatural charm
D
Anger
কবিতার শুরুতে Mariner তার “glittering eye” দিয়ে বিয়ের অতিথিকে থামায়। এই চোখ যেন এক ধরনের অতিপ্রাকৃত ক্ষমতার প্রতীক—যা কাউকে মুগ্ধ করে নিজের গল্প শুনতে বাধ্য করে।

0
Updated: 1 week ago
Why is the maid from Abyssinia important in the poem?
Created: 6 days ago
A
She represents history
B
She is a goddess figure
C
She symbolizes artistic inspiration
D
She warns Kubla of danger
কবিতার শেষাংশে Abyssinian maid একটি গুরুত্বপূর্ণ প্রতীক। সে dulcimer বাজাচ্ছিল এবং Mount Abora–এর গান গাইছিল। এই চিত্র কাব্যিক অনুপ্রেরণা ও শিল্পের উৎসের প্রতীক। কোলরিজ দেখাতে চেয়েছেন, সংগীত ও শিল্প কল্পনাকে জাগিয়ে তুলতে পারে। যদি কবি সেই সুর নিজের ভেতরে আনতে পারতেন, তবে তিনি বাতাসে প্রাসাদ গড়তে পারতেন। এটি pure imagination–এর শক্তি।

1
Updated: 6 days ago