What habit does Coleridge say has almost grown into his soul?
A
Anger at the world
B
Religious devotion
C
Silent patience without imagination
D
Indifference to nature
উত্তরের বিবরণ
Coleridge বলেন তিনি দুঃখে এমন অবস্থায় পৌঁছেছেন যেখানে আর কিছু ভাবতে চান না। তাঁর একমাত্র উপায় হলো “to be still and patient”—অর্থাৎ নীরব ও ধৈর্যশীল থাকা, কল্পনা ছাড়া। ধীরে ধীরে এটি তাঁর অভ্যাসে পরিণত হয়েছে। এতে বোঝা যায় কল্পনার শক্তি হারিয়ে তিনি যান্ত্রিক সহিষ্ণুতায় বাঁচছেন।

1
Updated: 1 month ago
Why is Kubla Khan considered incomplete?
Created: 1 month ago
A
Coleridge lost interest
B
It was interrupted while writing
C
The manuscript was destroyed
D
It was censored
Coleridge নিজেই বলেছেন যে তিনি আফিম–ঘুম থেকে উঠে কবিতাটি লিখতে শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ একজন ভিজিটর তাঁকে বিরক্ত করলে তাঁর স্বপ্নময় কল্পনা ভেঙে যায়। ফলে কবিতাটি অসম্পূর্ণ থেকে যায়। তাই এটি “fragment” নামে পরিচিত। এই অসম্পূর্ণতাই কবিতাকে আরও রহস্যময় করে তুলেছে।

1
Updated: 1 month ago
How does Coleridge create a sense of the sublime in the poem?
Created: 1 month ago
A
By using mathematical precision
B
Through the mixture of beauty and terror
C
By describing everyday events
D
Through humor and irony
“Kubla Khan”–এ sublime বা মহিমান্বিত অভিজ্ঞতা এসেছে কারণ কোলরিজ সৌন্দর্য ও ভয়ের সমন্বয় করেছেন। বাগান, ফুল, নদীর সৌন্দর্য যেমন আছে, তেমনি ফোয়ারা, খাদ, যুদ্ধের ভবিষ্যদ্বাণী ভয়ের অনুভূতি আনে। এই বৈপরীত্য মানুষকে simultaneously আকর্ষণ ও আতঙ্কিত করে। এটিই Romantic Sublime–এর মূল বৈশিষ্ট্য।

1
Updated: 1 month ago
What literary movement does Kubla Khan exemplify most strongly?
Created: 1 month ago
A
Classicism
B
Romanticism
C
Modernism
D
Realism
“Kubla Khan” হলো রোমান্টিক আন্দোলনের এক শ্রেষ্ঠ উদাহরণ। এখানে কল্পনা, রহস্য, প্রকৃতির সৌন্দর্য ও ভয়, স্বপ্ন এবং অতিপ্রাকৃত সব একত্রে এসেছে। রোমান্টিক যুগের কবিরা বিশ্বাস করতেন কল্পনা সত্যকে উন্মোচন করতে পারে। কোলরিজের কবিতায় সেই দৃষ্টিভঙ্গি পরিষ্কার—প্রকৃতি যেমন সৌন্দর্যময়, তেমনি ভয়ঙ্কর; এবং কল্পনা সেই দুই দিককে একত্র করে গভীর অভিজ্ঞতা দেয়।

1
Updated: 1 month ago