A
Coleridge’s mother
B
His wife, Sara Fricker
C
Sara Hutchinson, his beloved
D
A mythical Muse
উত্তরের বিবরণ
“O Lady” বলতে Coleridge আসলে Sara Hutchinson–কে বোঝাচ্ছেন। তিনি কোলরিজের ঘনিষ্ঠ প্রিয়জন ছিলেন। কবি নিজের দুঃখের স্বীকারোক্তি করলেও Sara–র জন্য তিনি আনন্দ, শান্তি আর প্রেরণার প্রার্থনা করেছেন। শেষ অংশে তার প্রতি আশীর্বাদ কাব্যের আবেগময় সৌন্দর্যকে পূর্ণ করে।

1
Updated: 6 days ago
What kind of movement does the river Alph follow through the landscape?
Created: 6 days ago
A
Straight and direct
B
Rapid and downward
C
Meandering and maze-like
D
Circular and upward
কবিতায় বলা হয়েছে—“Five miles meandering with a mazy motion.” অর্থাৎ Alph নদী পাঁচ মাইল ধরে আঁকাবাঁকা, জটিল পথে প্রবাহিত হয়। এটি প্রকৃতির অনিশ্চয়তা, জটিলতা এবং রহস্যময়তার প্রতীক। নদী জীবনের অগ্রযাত্রার প্রতীক, যার পথ কখনও সরল নয়, বরং জটিল ও অনির্দেশ্য।

1
Updated: 6 days ago
What literary device is used in “Water, water, every where”?
Created: 1 week ago
A
Simile
B
Metaphor
C
Repetition (and irony)
D
Hyperbole
একই শব্দ বারবার ব্যবহারের ফলে এটি repetition। চারপাশে পানি থেকেও পান করার উপায় না থাকা irony তৈরি করে।

0
Updated: 1 week ago
What does Coleridge suggest is the true source of joy and beauty in “Dejection : an Ode”?
Created: 6 days ago
A
External nature
B
Wealth and power
C
The human soul itself
D
Divine intervention
কবি বলেন, প্রকৃতির সৌন্দর্যকে অনুভব করার ক্ষমতা আসে মানুষের ভেতর থেকেই। তিনি লেখেন—“O Lady! we receive but what we give, / And in our life alone does Nature live।” অর্থাৎ প্রকৃতির জীবন্ততা নির্ভর করে মানুষের আত্মার শক্তির ওপর। যদি অন্তরে আনন্দ থাকে, তবে প্রকৃতিও সুন্দর মনে হয়।

1
Updated: 6 days ago