How does Coleridge characterize his “viper thoughts”?
A
Dreams of joy
B
Reality’s dark dream
C
Holy prayers
D
Songs of the wind
উত্তরের বিবরণ
কবি তাঁর নেতিবাচক চিন্তাগুলোকে “viper thoughts” বা বিষাক্ত সাপের সাথে তুলনা করেছেন এবং বলেন এগুলো হলো “Reality’s dark dream।” অর্থাৎ বাস্তবতার অন্ধকার স্বপ্ন। এগুলো তাঁর মনের চারপাশে জড়িয়ে ধরছে। এই চিত্রকল্পে বোঝানো হয়েছে, দুঃখ ও হতাশা তাঁর মনের স্বাধীনতাকে বিষাক্ত সাপের মতো আবদ্ধ করে রেখেছে।

1
Updated: 1 month ago
What is the symbolic meaning of the albatross hung around the Mariner’s neck?
Created: 2 weeks ago
A
It represents the Mariner’s guilt and burden for killing the bird
B
It shows his loyalty to the captain
C
It symbolises the courage to face the storm
D
It signifies the crew’s trust in him
কবিতায় আলবাট্রসকে মেরিনারের ঘাড়ে ঝুলানো হয়। এটি তার অপরাধ ও দোষবোধের প্রতীক। পাখি হত্যা করার পর তার ওপর মানসিক ও আত্মিক শাস্তি এসে পড়ে। মেরিনার প্রতিনিয়ত তার ভুলের স্মরণে কষ্ট পায়।
Coleridge এখানে দেখিয়েছেন যে, প্রকৃতির প্রতি অবজ্ঞা এবং অহংকার মানুষের জীবনে স্থায়ী প্রভাব ফেলতে পারে। আলবাট্রস প্রতীকী হয়ে দাঁড়ায়—প্রকৃতির প্রতি শ্রদ্ধার অভাবের ফলস্বরূপ নৈতিক ও আধ্যাত্মিক বোঝা।

0
Updated: 2 weeks ago
"Lyrical Ballads" was jointly published by Wordsworth and -
Created: 3 weeks ago
A
John Keats
B
Percy Bysshe Shelley
C
William Blake
D
Samuel Taylor Coleridge
Lyrical Ballads ও Romantic যুগ
-
"Lyrical Ballads" রচনা ও প্রকাশ করেন William Wordsworth এবং Samuel Taylor Coleridge যৌথভাবে।
-
এটি ১৭৯৮ সালে প্রকাশিত হয় এবং ইংরেজি সাহিত্যে Romantic যুগ শুরু করার পথপ্রদর্শক হিসেবে গণ্য হয়।
-
কবিতার সংগ্রহে মোট ২৩টি কবিতা রয়েছে: ১৯টি রচিত William Wordsworth এবং ৪টি রচিত S. T. Coleridge-এর।
-
এই গ্রন্থ English Literature-এ বিষয়বস্তু ও ধারা (Subject and Style)-তে উল্লেখযোগ্য পরিবর্তন আনে।
-
কবিতাগুলি সরল ভাষায় লেখা, অলংকার ও কৃত্রিমতা বিহীন, এবং সাধারণ মানুষের কথ্য ভাষা ব্যবহার করা হয়েছে।
-
Lyrical Ballads-এ প্রকাশিত কবিতাগুলো মূলত Romantic poetry-এর নিদর্শন।

0
Updated: 3 weeks ago
What did Kubla Khan hear "from far" amidst the tumult of the river?
Created: 1 month ago
A
The song of the Abyssinian maid
B
The cries of the wailing woman
C
His own name being called
D
"Ancestral voices prophesying war!"
These lines highlight that human creation and control are never absolute. Even within the ordered beauty of Kubla Khan’s pleasure-dome, nature and history exert their untamed influence. The “ancestral voices” rising from the river’s “tumult” symbolize the continuing presence of past forces, chaos, and primal energy, reminding the reader that human endeavors, no matter how grand or orderly, exist within a larger, uncontrollable natural and historical context.
It emphasizes the Romantic theme of the tension between civilization (human art) and the wild, eternal forces of nature and time.

0
Updated: 1 month ago