A
Reason
B
Memory
C
Imagination
D
Conscience
উত্তরের বিবরণ
কবি তার জন্মগত শক্তি হিসেবে যে ক্ষমতার কথা বলেন, তা হলো Imagination—“My shaping spirit of Imagination।” এ শক্তি তাকে আগে প্রকৃতি থেকে আনন্দ গ্রহণে সাহায্য করত, কিন্তু এখন বিষণ্ণতা তা নিস্তেজ করে ফেলেছে। এটি Romantic যুগে কল্পনার গুরুত্বকে সবচেয়ে স্পষ্টভাবে তুলে ধরে।

2
Updated: 6 days ago
What is the overall structure of Kubla Khan often considered?
Created: 6 days ago
A
A completed epic
B
A pastoral lyric
C
A narrative ballad
D
A poetic fragment
“Kubla Khan” সাধারণত একটি fragment বা অসম্পূর্ণ কবিতা হিসেবে বিবেচিত হয়। কোলরিজ নিজেই বলেছেন যে আফিম–ঘুম থেকে উঠে তিনি স্বপ্নে যা লিখতে চেয়েছিলেন, তা অসমাপ্ত থেকে যায়। ফলে এটি একটি অসম্পূর্ণ কিন্তু বিস্ময়কর কল্পনার খণ্ডচিত্র। এই অসম্পূর্ণতাই কবিতার রহস্য ও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে।

1
Updated: 6 days ago
Which emotion is evoked by the description of the chasm in Kubla Khan?
Created: 6 days ago
A
Joyful peace
B
Romantic terror
C
Political pride
D
Agricultural abundance
চাসম বা খাদ বর্ণনায় কোলরিজ বলেন এটি একইসাথে বন্য, পবিত্র ও জাদুময়—যেখানে এক নারী তার দৈত্য–প্রেমিকের জন্য কাঁদছে। এই দৃশ্য পাঠকের মনে ভয় ও বিস্ময় মেশানো আবেগ সৃষ্টি করে, যাকে Romantic Sublime বলা হয়। প্রকৃতির এমন চিত্র মানুষকে simultaneously আকর্ষণ করে আবার ভীতিও জাগায়। কোলরিজের রোমান্টিক দর্শনের মূল ছিল—প্রকৃতির সৌন্দর্য ও ভয়ের দ্বৈত অভিজ্ঞতা।

2
Updated: 6 days ago
What is the effect of the river Alph “sinking in tumult to a lifeless ocean”?
Created: 6 days ago
A
It conveys destruction and finality
B
It suggests eternal creativity
C
It shows the fertility of the land
D
It praises Kubla’s power
Alph নদীর শেষ পরিণতি হলো সূর্যহীন সাগরে মিশে যাওয়া—“sank in tumult to a lifeless ocean।” এখানে সবকিছুর সমাপ্তি বোঝানো হয়েছে। জীবনের প্রবাহ যতই উজ্জ্বল হোক, একসময় তা মৃত্যুর অন্ধকারে মিশে যায়। এই প্রতীক কোলরিজের কবিতাকে দার্শনিক মাত্রা দেয়। আনন্দ ও সৃজনশীলতা আছে, কিন্তু শেষ আছে ধ্বংস ও সমাপ্তি।

1
Updated: 6 days ago