A
He feels more inspired now
B
He once had joy but now has lost it
C
He has always lacked imagination
D
He now enjoys prosperity
উত্তরের বিবরণ
Coleridge স্মরণ করেন, একসময় তিনি দুঃখের মাঝেও কল্পনা থেকে আনন্দ পেতেন। কিন্তু এখন দুঃখ তার কল্পনাশক্তি ম্লান করে দিয়েছে। তিনি বলেন—“each visitation suspends what nature gave me at my birth, / My shaping spirit of Imagination।” অর্থাৎ তিনি এখন আর আনন্দ বা সৃষ্টিশীলতা অনুভব করতে পারেন না।

1
Updated: 6 days ago
What type of poem is The Rime of the Ancient Mariner?
Created: 1 week ago
A
Epic
B
Ode
C
Ballad
D
Sonnet
এটি একটি দীর্ঘ বর্ণনামূলক ব্যালাড কবিতা। এখানে গানধর্মী ছন্দ ও গল্প বলার ধারা আছে। ব্যালাডে সাধারণত লোককাহিনি, অভিযান, রহস্য ও শিক্ষা মেশানো থাকে।

0
Updated: 1 week ago
Which Romantic element is most visible in the poem?
Created: 1 week ago
A
Industrial progress
B
Historical facts
C
Supernaturalism and reverence for nature
D
Scientific reasoning
কবিতায় অলৌকিক চরিত্র (Death, Life-in-Death, spirits) এবং প্রকৃতির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রোমান্টিক যুগের মূল বৈশিষ্ট্য।

0
Updated: 1 week ago
In Section VI of “Dejection : an Ode”, what role did Imagination play for Coleridge in the past?
Created: 6 days ago
A
It distracted him from joy
B
It transformed suffering into dreams of happiness
C
It destroyed his spiritual faith
D
It prevented him from working
কবি স্বীকার করেন যে অতীতে তাঁর কল্পনা দুঃখকে হালকা করে আনন্দে রূপান্তর করত। তিনি লিখেছেন—“This joy within me dallied with distress, / And all misfortunes were but as the stuff / Whence Fancy made me dreams of happiness।” অর্থাৎ কল্পনা তাঁকে প্রতিকূল অবস্থার মাঝেও সুখ খুঁজে পেতে সাহায্য করত। এখন সেই ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছেন।

1
Updated: 6 days ago