A
Reason
B
Fear
C
Joy
D
Memory
উত্তরের বিবরণ
কবি বারবার বলেন যে প্রকৃতির সাথে মানুষের একীভূত হবার মাধ্যম হলো আনন্দ (Joy)। Joy–কেই তিনি “the spirit and the power” বলেছেন, যা প্রকৃতিকে আমাদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করে। কেবল আনন্দপূর্ণ আত্মাই প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করতে পারে।

1
Updated: 6 days ago
What figure of speech is used in “woman wailing for her demon-lover”?
Created: 6 days ago
A
Simile
B
Metaphor
C
Alliteration
D
Personification
এখানে প্রকৃতির এক অংশকে এক নারীর রূপে কল্পনা করা হয়েছে, যে তার দৈত্য–প্রেমিকের জন্য ক্রন্দন করছে। এটি Personification—অমানবিক জিনিসকে মানবিক রূপ দেওয়া। Coleridge এর মাধ্যমে প্রকৃতির রহস্যময় ও ভীতিপ্রদ চরিত্রকে শক্তিশালীভাবে প্রকাশ করেছেন। এতে প্রকৃতিকে এক জীবন্ত, আবেগময় চরিত্র হিসেবে দেখা যায়।

4
Updated: 6 days ago
Why is the poem "The Rime of the Ancient mariner" considered Romantic literature?
Created: 1 week ago
A
Because it is about love only
B
Because it is about marriage
C
Because it focuses on nature, imagination, supernatural, and deep emotion
D
Because it was written in rhyme
রোমান্টিক কবিতায় যুক্তির পরিবর্তে প্রকৃতি, আবেগ, অতিপ্রাকৃত ও কল্পনাকে গুরুত্ব দেওয়া হয়। এই কবিতায় সব বৈশিষ্ট্যই আছে।

0
Updated: 1 week ago
The phrase “Xanadu” in the poem refers to—
Created: 6 days ago
A
A city in Italy
B
The summer palace of Kubla Khan
C
A Greek temple
D
A mythical island
“Xanadu” আসলে Shangdu, মঙ্গোল সম্রাট কুবলাই খানের গ্রীষ্মকালীন রাজধানী। কোলরিজ এ নামকে কল্পনার জগতে নিয়ে গিয়ে রহস্যময় রাজ্য হিসেবে উপস্থাপন করেন। বাস্তব ইতিহাসে এই নগরটি ছিল রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র, কিন্তু কবিতায় এটি হয়ে ওঠে স্বপ্নময় শিল্পের প্রতীক। কোলরিজের বর্ণনায় Xanadu একদিকে বিলাসিতা ও সৌন্দর্যের প্রতীক, অন্যদিকে মানব কল্পনার অসীম ক্ষমতার প্রতীক। এটি কবিতার কল্পজগৎ ও রহস্যময় আবহ তৈরি করে।

1
Updated: 6 days ago