What image does Coleridge use to describe a tender sound of the wind?
A
A child lost and crying in the wild
B
A bird singing at dawn
C
A lover’s whisper
D
A mother praying
উত্তরের বিবরণ
Coleridge কল্পনা করেন বাতাস যেন “a little child / Upon a lonesome wild, / Nor far from home, but she hath lost her way।” শিশুটি ভয়ে ও দুঃখে কান্না করছে। এই চিত্রে প্রকৃতির ভয়ঙ্কর সুরকে এক মানবিক রূপ দেওয়া হয়েছে। বাতাসকে একই সাথে ভীতিকর ও করুণ করে তোলে।

1
Updated: 1 month ago
The ballad quotation at the start predicts—
Created: 1 month ago
A
A deadly storm
B
A coming wedding
C
A royal victory
D
A spiritual blessing
উদ্ধৃতিতে বলা হয়েছে—“We shall have a deadly storm।” অর্থাৎ প্রকৃতিতে এক ভয়ঙ্কর ঝড় আসছে। এটি শুধু বাহ্যিক ঝড় নয়, বরং কবির অন্তরের ঝড় বা মানসিক অশান্তির প্রতীক। Coleridge ঝড়ের চিত্র দিয়ে দেখিয়েছেন, প্রকৃতির আবহাওয়া ও মানুষের অন্তরের অবস্থা একে অপরের প্রতিফলন হতে পারে।

1
Updated: 1 month ago
The river Alph flows "Through caverns measureless to man / Down to a..."
Created: 1 month ago
A
sunlit bay
B
living sea
C
sea of dreams
D
sunless sea
লাইনগুলো কবিতা "Kubla Khan" থেকে Alph নদীর চূড়ান্ত, রহস্যময় গন্তব্যকে বর্ণনা করে। "sunless sea" বা পৃথিবীর গভীর অন্ধকার সমুদ্রের ইমেজ কবিতার অন্যজগতীয় অনুভূতি এবং subconscious depth বা অন্তরজগতের গভীরতাকে আরও উজ্জ্বল করে তোলে।
-
এই অংশে river Alph-এর যাত্রা চূড়ান্তভাবে কোথায় শেষ হয় তা নিয়ে রহস্য তৈরি করা হয়েছে।
-
"sunless sea" শব্দবন্ধে lightlessness এবং অন্ধকারের আভা ব্যবহার করে এক ধরনের অলৌকিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে।
-
কবিতার dream-like, mystical atmosphere এবং subconscious বা মনস্তাত্ত্বিক স্তরের গভীরতার সঙ্গে এই ইমেজটি সংযুক্ত।
-
পাঠককে একটি অজানা, রহস্যময় জগতে প্রবেশ করানোর কাজ করে।

0
Updated: 2 weeks ago
Which work of poetry includes the line "Alone, alone, all, all alone, Alone on a wide wide sea"?
Created: 2 weeks ago
A
Ode to a Nightingale – John Keats
B
The Rime of the Ancient Mariner – S.T. Coleridge
C
Paradise Lost – John Milton
D
The Waste Land – T.S. Eliot
উল্লেখিত লাইনটি S.T. Coleridge রচিত বিখ্যাত কবিতা “The Rime of the Ancient Mariner” থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটি এক নাবিকের অপরাধবোধ, শাস্তি ও পরিত্রাণের কাহিনি তুলে ধরে। “Alone, alone, all, all alone, Alone on a wide wide sea”—এই পংক্তিটি নাবিকের মানসিক ও শারীরিক নিঃসঙ্গতার প্রতীক, যেখানে সে অসীম সমুদ্রের মাঝে নিজের অপরাধবোধে পীড়িত হয়ে একা হয়ে পড়ে। কবিতাটি মানুষের পাপ ও মুক্তির গভীর দার্শনিক ব্যাখ্যা উপস্থাপন করে।
• The Rime of the Ancient Mariner:
-
এটি একটি lyric poem, যা লিখেছেন Samuel Taylor Coleridge।
-
কবিতায় একজন বৃদ্ধ নাবিক (The Mariner) হঠাৎ এক বিবাহ-অতিথিকে থামিয়ে নিজের জীবনের ভয়াবহ অভিজ্ঞতার গল্প বলেন।
-
সমুদ্রে ভ্রমণের সময় তিনি Albatross নামের এক পাখিকে বিনা কারণে হত্যা করেন, যার ফলে প্রকৃতি ও ঈশ্বরের বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়।
-
এই পাপের ফল হিসেবে তিনি ও তাঁর সহযাত্রীরা ভয়াবহ দুর্ভোগের মুখে পড়েন—সব নাবিক মারা যায়, আর তিনি একা থেকে যান অপরাধবোধ ও আত্মযন্ত্রণার মধ্যে।
-
পরবর্তীতে গভীর অনুশোচনা ও প্রার্থনার মাধ্যমে তিনি মুক্তি বা পুনরুদ্ধার লাভ করেন।
-
কবিতাটি মোট ৭টি অংশে বিভক্ত এবং প্রথম প্রকাশিত হয় ১৭৯৮ সালে Lyrical Ballads গ্রন্থে।
• কবিতার উল্লেখযোগ্য লাইনসমূহ:
-
“Alone, alone, all, all alone, Alone on a wide, wide sea.”
-
“Water, water everywhere, Nor any drop to drink.”
-
“He prayeth best, who loveth best All things both great and small.”
-
“A sadder and a wiser man, He rose the morrow morn.”
• প্রধান চরিত্রসমূহ:
-
The Mariner
-
The Wedding Guest
-
The Albatross
-
The Nightmare Life-in-Death
• Samuel Taylor Coleridge:
-
তিনি ছিলেন একজন English lyrical poet, critic, এবং philosopher।
-
তাঁকে “Poet of Supernaturalism” বলা হয়, কারণ তাঁর কবিতায় রহস্যময় ও অতিপ্রাকৃত উপাদানের প্রাধান্য দেখা যায়।
• Coleridge-এর অন্যান্য উল্লেখযোগ্য রচনা:
-
Biographia Literaria (Critical Autobiography)
-
Christabel (Unfinished Narrative Ballad)
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan (Unfinished Poem)
-
Lyrical Ballads (with Wordsworth)
সঠিক উত্তর: খ) The Rime of the Ancient Mariner – S.T. Coleridge

0
Updated: 2 weeks ago