What time of day is described in Section VIII of “Dejection : an Ode”?
A
Dawn
B
Noon
C
Midnight
D
Evening
উত্তরের বিবরণ
শেষ অংশে Coleridge বলেন—“’Tis midnight, but small thoughts have I of sleep।” অর্থাৎ এটি মধ্যরাত্রি, কিন্তু তিনি ঘুমোতে পারছেন না। মধ্যরাত্রি এখানে প্রতীক করে তাঁর মানসিক অন্ধকার, নিঃসঙ্গতা এবং জাগ্রত দুঃখকে। আবার একই সাথে প্রার্থনা ও আশীর্বাদের সময়ও বটে।

2
Updated: 1 month ago
How many miles of fertile ground were enclosed around Kubla Khan’s dome?
Created: 1 month ago
A
Five miles
B
Twice five miles
C
Twice ten miles
D
Twenty miles
কবিতায় বলা হয়েছে—“So twice five miles of fertile ground…” অর্থাৎ দশ মাইল উর্বর জমি প্রাচীর ও টাওয়ার দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। এটি কুবলাই খানের ক্ষমতা ও প্রাকৃতিক সমৃদ্ধির প্রতীক।

0
Updated: 1 month ago
What is the role of water imagery in Kubla Khan?
Created: 1 month ago
A
It symbolizes both creation and destruction
B
It represents purity only
C
It shows Kubla’s wealth
D
It is irrelevant
কবিতায় পানি বা জলের চিত্র দুইভাবে এসেছে। একদিকে Alph নদী উর্বর জমি ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক, অন্যদিকে ফোয়ারা আর সূর্যহীন সাগর ধ্বংস ও মৃত্যুর প্রতীক। জলের এই দ্বৈততা Romantic Sublime–এর মূল বৈশিষ্ট্য—প্রকৃতি একইসাথে জীবনদায়ক এবং ধ্বংসাত্মক। Coleridge দেখাতে চেয়েছেন কল্পনার শক্তিও একইভাবে সৃজনশীল ও ভয়াবহ হতে পারে।

1
Updated: 1 month ago
"Water, water everywhere,
Not any drop to drink."
is a line from which classic poem by Samuel Taylor Coleridge?
Created: 3 weeks ago
A
Christabel
B
Ozymandias
C
Dejection: An Ode
D
The Rime of the Ancient Mariner
The Rime of the Ancient Mariner
-
কবি: Samuel Taylor Coleridge, British Romantic poet, critic, এবং philosopher।
-
প্রকাশ: প্রথমবার ১৭৯৮ সালে, Lyrical Ballads-এর অন্তর্ভুক্ত।
-
কবিতার ধরন: রহস্যময় ও দীর্ঘ কবিতা (7 পার্টে বিভক্ত)।
-
প্রধান চরিত্রসমূহ:
-
The Mariner
-
Wedding Guest
-
Albatross
-
The Nightmare
-
Life in Death
-
-
সারসংক্ষেপ:
-
একটি প্রাচীন নাবিক তরুণদের তার অভিজ্ঞতা শোনায়।
-
নাবিক একটি Albatross হত্যা করে, যার কারণে জাহাজে অভিশাপ নেমে আসে।
-
সহযাত্রীদের মৃত্যু ঘটে এবং একা বেঁচে থাকার পর নাবিক প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও তার ভুল বুঝতে পারে।
-
শেষ পর্যন্ত তাকে পৃথিবী ঘুরে এই ভয়াবহ গল্প শোনাতে হবে।
-
-
বিখ্যাত উদ্ধৃতি:
-
"Water, water everywhere, Not any drop to drink."
-
"Alone, alone, all, all alone, Alone on a wide sea."
-
"He prayeth best, who loveth best All things both great and small."
-
-
Samuel Taylor Coleridge-এর উল্লেখযোগ্য রচনা:
-
Biographia Literaria, Christabel, Dejection: An Ode, Frost at Midnight, Kubla Khan, Lyrical Ballads, On the Constitution of the Church and State, The Rime of the Ancient Mariner.
-

0
Updated: 3 weeks ago